অল্প পুঁজিতে লোকাল মার্কেটে মেয়েদের জন্য দশটি লাভজনক ব্যবসা

অল্প পুঁজিতে লোকাল মার্কেটে মেয়েদের লাভজনক ব্যবসা আইডিয়া সম্পর্কে আজকের আর্টিকেলে আলোচনা করতে চলেছি। আপনিও যদি স্বাবলম্বী হওয়ার জন্য কম পুঁজি দিয়ে লাভজনক ব্যবসার আইডিয়া সম্পর্কে জানতে চান, তাহলে এই আর্টিকেলে পেয়ে যাবেন। সাথে জানবেন এই ধরনের ব্যবসা করার জন্য আপনার কত পুঁজির প্রয়োজন হবে সে সম্পর্কে।

অল্প-পুঁজিতে-লোকাল-মার্কেটে-মেয়েদের-লাভজনক-ব্যবসা

পোস্ট সূচীপত্রঃবর্তমানে মেয়েরা ফিন্যান্সিয়াল স্টেবিলিটির জন্য চাকুরী ছাড়াও ঘরে বসে এমন কিছু কাজ করতে চায় যেখানে অল্প বিনিয়োগ করে মুনাফা অর্জন করতে পারবে। আর এজন্যই দিনে দিনে মেয়েদের ঘরে বসে করার মত কিছু ব্যবসা জনপ্রিয়তা লাভ করছে। আজকের আর্টিকেলে এই ধরনের জনপ্রিয় দশটি লাভজনক ব্যবসা সম্পর্কে আপনারা জানতে পারবেন।

অল্প পুঁজিতে লোকাল মার্কেটে মেয়েদের লাভজনক ব্যবসা

অল্প পুঁজিতে লোকাল মার্কেটে মেয়েদের লাভজনক ব্যবসার আইডিয়া, যেখান থেকে আপনিও আপনার সুবিধামতো যে কোন একটি ব্যবসা বেছে নিয়ে শুরু করতে পারেন। আমরা মেয়েরা এমন কিছু কাজ বা ব্যবসা করতে চাই যে কাজে ঘরে বসে খুব কম পরিমাণ টাকা বিনিয়োগ করে উপার্জন করা সম্ভব হয়।

আর এজন্য প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে এরকম কিছু কাজের কথা যে কাজগুলো আপনি ঘরে বসে করে পরবর্তীতে একটি ব্যবসা আকারে রূপান্তরিত করতে পারে।যে ব্যবসা গুলো হবে খুব কম ঝুঁকিপূর্ণ কিন্তু লাভজনক।

এরকম ব্যবসা করার জন্য পুঁজি ছাড়াও প্রথমেই যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হল আপনি কোন কাজে দক্ষ বেশি। আপনি যে কাজে দক্ষ সেই দক্ষতাকে কাজে লাগিয়ে সহজেই আপনি টাকা উপার্জন করার মত ব্যবসা দাঁড় করাতে পারবেন। তাছাড়া আপনার পুঁজি এবং দক্ষতা ছাড়াও চেষ্টা, পরিশ্রম এবং ধৈর্য নিয়ে কাজ করে যেতে হবে।

তারপর আপনাকে ঠিক করতে হবেকতটুকু এরিয়াতে সীমাবদ্ধ রাখবেন সে বিষয়ে একটি মাইন্ড সেট করে নিতে হবে। এক্ষেত্রে প্রথমেই যে ধারণাটি আসে তা হল লোকাল মার্কেটের কথা। আপনি যদি প্রথমেই আপনার টার্গেট হিসেবে লোকাল মার্কেটকে বিবেচনায় রাখেন তাহলে আপনার জন্য খুব একটা ভালো ডিসিশন হবে।

অল্প পুঁজিতে মেয়েদের লাভজনক ব্যবসা হোমমেড ফ্রোজেন খাবার

অল্প পুজিতে লোকাল মার্কেটে মেয়েদের লাভজনক ব্যবসা আইডিয়া হতে পারে হোমমেড ফ্রোজেন খাবারের ব্যবসা। যতদিন যাচ্ছে হোমমেইড খাবারের প্রতি মানুষের তত বেশি আস্থা বেড়েই চলেছে। এক্ষেত্রে আপনি যদি হোমমেড কিছু ফ্রোজেন খাবার কে ব্যবসার মূল উপাদান হিসেবে নিতে পারেন তাহলে আপনি সহজেই ঘরে বসে এই কাজটি করতে পারবেন।

হোমমেড ফ্রোজেন খাবারের তালিকায় প্রথমে যে খাবারগুলো নাম আসে তা হলোঃ পরোটা, চিকেন নাগেটস, চিকেন রো্ল, ভেজিটেবল রোল, সমুচা, চিকেন সিঙ্গারা, চিকেন স্টিক ইত্যাদি।

খাবারের আইটেম নির্বাচন করার পর আপনার পরবর্তী কাজ হবে লোকাল মার্কেটে টার্গেট কাস্টমার ঠিক করা। এক্ষেত্রে আপনি প্রথমেই সেইসব পরিবারকে বিবেচনায় রাখবেন যাদের স্কুল গামী বাচ্চা রয়েছে। কারণ এসব পরিবারের মায়েরা নিজেদের সুবিধার জন্য অনেক সময় হোমমেড খাবারের কথা বিবেচনা করেন যা হবে স্বাস্থ্যকর।

তারপর আপনাকে বিবেচনা করতে হবে লোকাল কোন কনফেকশনারী বা সুপারশপে আপনার হোমমেড ফ্রোজেন খাবার সেল করা। কারণ এতে আপনি সহজেই খুব বড় সংখ্যার কাস্টমার পেয়ে যাবেন।

লোকাল মার্কেটে ব্যবসা করার আরেকটি বড় সুবিধা হল আপনার পরিচিত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবার মধ্যে আপনার ব্যবসার আইডিয়া জানানো, কারণ তারাও পরবর্তীতে আপনার বড় সংখ্যার কাস্টমার।

হোমমেড ফ্রোজেন খাবারের ব্যবসার জন্য আপনার খুব বেশি বিনিয়োগের প্রয়োজন হবে না, কিন্তু যা প্রয়োজন হবে তা হলো আপনার যোগাযোগ দক্ষতার। আপনার যত বেশি কমিউনিকেশন স্কিল ভালো হবে তত আপনার ব্যবসা উন্নতি লাভ করবে। কারণ কমিউনিকেশন স্কিল কে ব্যবসার একটি অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়।

অল্প পুঁজির মেয়েদের লাভজনক ব্যবসা হোমমেইড কেক, পেস্টি

বর্তমানে অল্প পুঁজিতে লোকাল মার্কেটে মেয়েদের লাভজনক ব্যবসা আইডিয়া হলো কেক এবং পেস্ট্রির ব্যবসা। বর্তমানে এই ব্যবসার আইডিয়াটি অনেক হাইপড একটি ব্যবসা। এখন মেয়েরা পরিবারের সদস্যদের স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে কেক, পেস্ট্রির মত কাজগুলো নিজেরাই করে থাকে। 

অল্প-পুঁজিতে-লোকাল-মার্কেটে-মেয়েদের-লাভজনক-ব্যবসা

আপনার যদি এই কাজে দক্ষতা থাকে বা আপনি যদি এই কাজ নিয়ে ব্যবসা করতে চান তাহলে যেকোনো অনুমোদিত ইনস্টিটিউট থেকে কোর্স করে নিতে পারেন। এই ধরনের কোর্স এখন সব জায়গাতে সহজেই করার অ্যাভেলেবিলিটি রয়েছে। এক্ষেত্রে আপনার যা লাগবে তা হল আপনার ইচ্ছা এবং ধৈর্য।

এই ব্যবসা করার জন্য আপনার খুব বেশি বিনিয়োগের প্রয়োজন নেই। অল্প পুঁজি বিনিয়োগ করে শুধুমাত্র আপনার দক্ষতা দিয়ে এই কাজ করে আপনি মুনাফা অর্জন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই পণ্যের গুণগতমান এবং স্বাস্থ্যকর দিক নিশ্চিত করতে হবে। তাহলেই আপনি অল্প কিছুদিনের মধ্যে এই ব্যবসা করে মুনাফা অর্জন করতে সক্ষম হবেন।

এই ব্যবসার ক্ষেত্রেও আপনাকে যোগাযোগের দক্ষতা বাড়াতে হবে এবং পরিচিতজনদের আপনার কাজ বা ব্যবসা নিয়ে জানাতে হবে। কারণ পরিচিত আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব আপনার প্রথম টার্গেট কাস্টমার হিসেবে বিবেচনা করতে হবে। তারপর ধীরে ধীরে আপনার লোকাল মার্কেটে ব্যবসাকে ছড়িয়ে দিতে হবে।

অল্প পুঁজিতে মেয়েদের লাভজনক ব্যবসা হোমমেইড আচার

হোমমেড অন্যান্য খাবারের সাথে সাথে সিজনাল ফল দিয়ে আচার তৈরি করেও ঘরে বসে ব্যবসা করতে পারেন। এক্ষেত্রেও আপনার খুব বেশি পুঁজির প্রয়োজন হবে না। সামান্য কিছু পুঁজি দিয়েই আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। এই কাজে আপনার যা লাগবে তা হল অসীম ধৈর্য, চেষ্টা, সুস্বাদু এবং স্বাস্থ্যকর আচার বানানোর দক্ষতা।

এই আচার তৈরি করে আপনি লোকাল মার্কেটে ব্যবসা শুরু করতে পারেন সহজে। প্রথমে আপনার টার্গেট কাস্টোমার আপনার লোকাল এরিয়া হলেও ধীরে ধীরে আপনি চাইলে ব্যবসার গণ্ডি আরো বাড়াতে পারেন। আচার যেহেতু ভালোভাবে প্যাকেজিং করে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো সম্ভব, তাই আপনি চাইলে এই ব্যবসার আরো বৃহৎ পরিসরে চিন্তা করতে পারবেন।

এখন যেমন আমের মৌসুম চলছে তাই কাঁচা আম দিয়ে আচার বানিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন। বছরের যে কোন সময় সিজনাল ফল দিয়ে আপনি আপনার লোকাল ব্যবসা এখনই শুরু করে মুনাফা অর্জন করতে পারেন।

অল্প পুঁজির মেয়েদের লাভজনক ব্যবসা হোমমেড তেল

বর্তমানে অল্প পুঁজিতে লোকাল মার্কেটে মেয়েদের লাভজনক ব্যবসা হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে হোমমেড বিভিন্ন ধরনের তেল তৈরি করা এবং তা লোকাল মার্কেট সহ দেশের বিভিন্ন জায়গায় কুরিয়ারের মাধ্যমে সেল করা। এই ব্যবসার জন্য আপনাকে প্রথমে হোমমেইড কোন ধরনের তেলের চাহিদা বেশি তা প্রথমে খুঁজে বের করতে হবে।

যেমন বর্তমানে চুল পড়ার সমস্যা একটি বড় ধরনের সমস্যা। এই সমস্যায় ছেলেমেয়ে উভয়ই ভুগে থাকেন। এছাড়া চুল ঝরে টাক হওয়ার মত সমস্যায় ভুগে থাকেন অনেকে। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য হোম মেইড তেলের চাহিদা বর্তমানে অনেক বেশি। আরও রয়েছে চুলের দ্রুত বৃদ্ধি করার জন্য তেল, চুলের গোড়া সপ্তম মজবুত করার মত তেল, চুলের খুশকি দূর করার জন্য তেল ইত্যাদি।

তাদেরকে টার্গেট কাস্টমার হিসেবে বিবেচনা করে সেই তেল বাড়িতে তৈরি করতে হবে এবং সেল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এক্ষেত্রেও খুব বেশি টাকা বিনিয়োগের প্রয়োজন নেই। অল্প কিছু টাকা দিয়ে ব্যবসার উপকরণ সংগ্রহ করে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন।

অল্প পুঁজিতে মেয়েদের লাভজনক ব্যবসা পোশাকে সুতার কাজ

অল্প পুঁজি দিয়ে কাপড়ে সুতার কাজ করার ব্যবসা লোকাল মার্কেটে মেয়েদের করার মত আরেকটি লাভজনক ব্যবসা। সুতার কাজ করা ডিজাইন এর পোশাকের চাহিদা যুগ যুগ ধরে চলে আসছে এবং দিন দিন চাহিদা আরো জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। রুচিশীল মানুষ মাত্রই তার পোশাকে সুতার কাজ করা ডিজাইন পছন্দ করে থাকে।

আপনি সহজেই এই সুযোগকে কাজে লাগিয়ে পোশাকে বিভিন্ন ধরনের সুতার ডিজাইন শুরু করার ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসাটি এতটাই সহজে আপনি ঘরের অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে আপনার মত সময়ে করতে পারবেন। এক্ষেত্রে আপনার অবশ্যই সুই সুতার কাজ ভালোভাবে জানতে হবে।

আপনি যত সুক্ষভাবে এবং রুচিশীলভাবে পোশাকের ডিজাইন করতে পারবেন তত আপনার লোকাল মার্কেটে কাজের চাহিদা বাড়বে এবং সেইসাথে আপনার ব্যবসাও উত্তরোত্তর উন্নতি লাভ করবে। এক্ষেত্রে আপনি অল্প কিছু পুঁজি দিয়ে নিজের পরিচিত গণ্ডির মধ্যে কাজ করা দিয়ে শুরু করতে পারেন।

ধীরে ধীরে আপনার কাজের চাহিদা বৃদ্ধি পেলে লোকাল মার্কেটে পোশাকের দোকানগুলোতে আপনার সুতার কাজ করা পোশাকগুলো দিয়ে প্রচার করতে পারেন অথবা সেল করার উদ্দেশ্যে দিতে পারেন। এক্ষেত্রে অবশ্যই আপনার শপের মালিকের সাথে সবকিছু নিয়ে ভালো একটি চুক্তি থাকতে হবে। এভাবেই আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যবসা করে মুনাফ অর্জন করতে পারেন।

অল্প পুঁজির মেয়েদের লাভজনক ব্যবসা কাপড়ে ব্লক বাটিক

লোকাল মার্কেটে মেয়েদের জন্য অল্প টাকা দিয়ে করার মত আরেকটি ব্যবসা হল কাপড়ে ব্লগ বাটিকের কাজ করা। কাপড়ে ব্লক বাটিকের কাজ করে নিজে স্বাবলম্বী হওয়ার গল্প অনেক মেয়ে রয়েছে। তাই আপনি সামান্য পুঁজি নিয়ে এই কাজটি অল্প পরিসরে শুরু করতে পারেন।

প্রয়োজনে যেকোনো সরকারি ইনস্টিটিউট থেকে আপনি বিনামূল্যে বা অল্প টাকার বিনিময়ে এই কাজটি শিখে নিতে পারেন।

এক্ষেত্রে প্রথমে আপনার পরিচিত, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব এর পোশাকে ব্লক বাটিকের কাজ ব্যবসাটি শুরু করতে পারেন। ব্লক বাটিকের ব্যবসার একটি প্রধান সুবিধা হল এই কাজের চাহিদা আমাদের দেশে প্রায় সারা বছরই থাকে। তাছাড়া শাড়ি, সালোয়ার কামিজ পাঞ্জাবি ছাড়াও ব্লক বাটিকের বেডশীট, ডাইনিং টেবিলের কভার, সোফার কুশন ইত্যাদি খুবই জনপ্রিয়

তবে সামান্য পুঁজি দিয়ে আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে প্রথমে আপনাকে প্রচারের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। আপনি যত বেশি প্রচার করতে পারবেন এবং মানুষের মধ্যে বিশ্বস্ততা অর্জন করতে পারবেন তত আপনার ব্যবসা পরিধি বৃদ্ধি পাবে।

অল্প পুঁজিতে মেয়েদের লাভজনক ব্যবসা পোশাক বিক্রি

আপনার যদি পুঁজির পরিমাণ একটু বেশি হয়ে থাকে তাহলে লোকাল মার্কেটে করার মত আপনার জন্য আরেকটি লাভজনক ব্যবসা হবে যে কোন ধরনের পোশাক সেল করা। এক্ষেত্রে আপনি অল্প কিছু দরকারী পোশাক দিয়ে কাজটি শুরু করতে পারেন। সেটা হতে পারে মহিলাদের বাসায় ব্যবহার করার জন্য ব্লক বাটিকের সালোয়ার কামিজ, ম্যাক্সি সহ ছোটদের যেকোনো ধরনের পোশাক।

ধীরে ধীরে আপনার ব্যবসা পরিচিতি লাভ করলে এবং মুনাফা আসা শুরু করলে আপনি আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে পারবেন। এক্ষেত্রে আপনি পোশাকের সাথে সাথে বেডশীট, দরজা জানালার পর্দা ইত্যাদি আপনার ব্যবসায় রাখতে পারবেন।

এক্ষেত্রেও আপনার ধৈর্য, পরিশ্রমের সাথে সাথে প্রচারের জন্য সময় ব্যয় করতে হবে। আপনার ব্যবসা যত মানুষের কাছে পরিচিতি পাবে তত আপনার ব্যবসা প্রসার ঘটবে এবং মুনাফা অর্জন উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

অল্প পুঁজির আরেকটি লাভজনক ব্যবসা হাতের কাজের সৌখিন পন্য

অল্প পুজিতে মেয়েদের জন্য লাভজনক ব্যবসার আরেকটি ধারণা হলো হাতের কাজের সৌখিন পণ্য তৈরি করে লোকাল মার্কেটেসেল করা। আমাদের দেশের বেশিরভাগ মেয়েই কোন না কোন হাতের কাজে পারদর্শী হয়ে থাকে। এসব দক্ষতা তারা সাধারণত নিজের সংসারকে সাজানোর জন্য ব্যবহার করে থাকে। 

অল্প-পুঁজিতে-লোকাল-মার্কেটে-মেয়েদের-লাভজনক-ব্যবসা

আপনার যদি এরকম কোন সৌখিন পণ্য তৈরি করার দক্ষতা থেকে থাকে, তাহলে আপনিও অল্প টাকা দিয়ে এই কাজটি শুরু করতে পারেন এখনই। হাতের কাজের সৌখিন পণ্যের চাহিদা বরাবরই অনেক বেশি। তাই আপনি এই কাজটি করে ধীরে ধীরে ব্যবসায় রূপান্তরিত করতে পারেন।

হাতের কাজের সৌখিন পণ্যের মধ্যে রয়েছে, বিভিন্ন ধরনের দেয়ালে টাঙ্গানো সিনারি, সুতা দিয়ে কাজ করা কোন ক্যালিগ্রাফি, ফুলদানি তৈরি,কুশি কাটা দিয়ে বিভিন্ন ধরনের পণ্য তৈরি ইত্যাদি।

অল্প পুঁজিতে মেয়েদের লাভজনক ব্যবসা অনলাইনে কাজ শেখানো

এখন অনেক মেয়েরাই কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন ধরনের কাজে দক্ষ হয়ে থাকে। আপনি যদি এই দক্ষতাকে কাজে লাগিয়ে মুনাফা অর্জন করতে চান, তাহলে আপনি ঘরে বসেই অনলাইনে মাধ্যমে বিভিন্ন ধরনের কম্পিউটার সংক্রান্ত প্রশিক্ষণ দিতে পারবেন। এছাড়া অফলাইনেও এই ধরনের ব্যবসা বর্তমানে অনেক ভালো চলছে।

তাই আপনার যদি কম্পিউটার থাকে এবং আপনার এই সংক্রান্ত কোনো কাজে দক্ষতা থাকে, তাহলে বলা যায় বিনা পুঁজিতেই আপনি ব্যবসা শুরু করতে পারবেন। এক্ষেত্রে আপনার শুধু প্রচারের জন্য সময় ব্যয় করতে হবে।

অল্প পুঁজির লাভজনক ব্যবসা গবাদি পশু এবং মাছের খাবার তৈরি

কথাটি শুনতে একটু অন্যরকম লাগলেও আপনারা যারা গ্রামে বাস করেন এবং আপনাদের আশেপাশে কোন গবাদি পশুর খামার, মাছ চাষ করার পুকুর থেকে থাকে তাহলে আপনি এই সুযোগ কাজে লাগিয়ে সহজেই বাড়ি থেকে ব্যবসা শুরু করতে পারেন। এক্ষেত্রে আপনাকে প্রাথমিক পর্যায়ে গবাদি পশুর খাবার এবং মাছের খাবার তৈরি সংক্রান্ত সব বিষয় ভালোভাবে জানতে হবে।

প্রথমে অল্প দিয়ে শুরু হলেও আপনি যদি বিশ্বস্ততা অর্জন করতে পারেন তাহলে অল্প দিনেই আপনার কাজটি ব্যবসায় রূপ নিবে। এবং ধীরে ধীরে একটি লাভজনক ব্যবসায় পরিণত হবে।

ব্যবসা শুরুর জন্য কত পুঁজির প্রয়োজন

আজকের আর্টিকেলে, অল্প পুঁজিতে লোকাল মার্কেটে মেয়েদের লাভজনক ব্যবসা সম্পর্কে আলোচনা করেছি। লোকাল মার্কেটে মেয়েদের জন্য লাভজনক ব্যবসা শুরু করার জন্য প্রাথমিক পর্যায়ে খুব বেশি পুঁজির প্রয়োজন নেই।

আপনি ৫০০০ থেকে শুরু করে ১০ হাজার টাকার মধ্যে এসব ব্যবসা শুরু করতে পারবেন। তবে অবশ্যই সময় এবং ধৈর্য নিয়ে কাজটি করে যেতে হবে। এ ধরনের ব্যবসা শুরু করার আনুষঙ্গিক জিনিসপত্র কিনতে খুব বেশি টাকার প্রয়োজন নেই।

তবে অবশ্যই আপনাকে আপনার এলাকায় আপনার পণ্যের ভালোভাবে প্রচার কার্য চালিয়ে যেতে হবে। আপনার পণ্যটি যদি গুণগত মানে ভালো হয়ে থাকে এবং কিছু কিছু পণ্যের ক্ষেত্রে রুচিশীল পণ্য তৈরি করতে পারেন তাহলে এই অল্প পুঁজিতেই আপনি একটি লাভজনক ব্যবসা সহজেই দাঁড় করাতে পারবেন।

পরিশেষে

অল্প পুঁজিতে লোকাল মার্কেটে মেয়েদের লাভজনক ব্যবসা আইডিয়া দশটি সম্পর্কে আজকের আর্টিকেলে আপনারা জেনেছেন। এছাড়াও আরোও অনেক ধরনের কাজ আছে যেগুলো নিয়মিত এবং ধৈর্য নিয়ে করে যেতে পারলে আপনি সহজেই ব্যবসায় রূপ দিতে পারবেন। কোন কাজেই ছোট নয় শুধু আপনার কাজকে ভালোবেসে ধৈর্য নিয়ে চালিয়ে যেতে হবে।

তাহলেই দেখবেন একদিন অল্প পরিসরে অল্প পুঁজিতে লোকাল মার্কেটের জন্য শুরু করা ব্যবসাটি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। একসময় এ সকল ব্যবসার মাধ্যমে আপনি নিজে স্বাবলম্বী হয়ে পরিবারকেও সাহায্য করতে পারবেন। এর চেয়ে খুশি এবং সুখের আর কি হতে পারে। তাই আপনিও আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে লোকাল মার্কেটে ব্যবসা শুরু করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;

comment url