রাজশাহী শিক্ষা বোর্ডে পিতার নাম সংশোধনের জন্য অনলাইনে আবেদন করবেন যেভাবে
রাজশাহী শিক্ষা বোর্ডে পিতার নাম সংশোধনের জন্য অনলাইনে কিভাবে সহজে আবেদন করা যায় সে সম্পর্কে অনেকেই বিস্তারিত জানতে চান। এছাড়া নাম সংশোধনের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে সেই বিষয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে।
পোস্ট সূচীপত্রঃঅনেকেরই জেএসসি বা এসএসসি বা এইচএসসি সনদের পিতার নামের সাথে তার পিতার এনআইডি (জাতীয় পরিচয় পত্র) নামের অমিল দেখতে পাওয়া যায়। তখন নাম সংশোধনের জন্য শিক্ষা বোর্ডে আবেদন করার প্রয়োজন হয়।
নাম সংশোধন কেন প্রয়োজন হয়
রাজশাহী শিক্ষা বোর্ডে পিতার নাম সংশোধনের জন্য অনলাইনে আবেদন করা খুব সহজ। আপনি যে কোন জায়গা থেকে নাম সংশোধনের জন্য শিক্ষা বোর্ডে অনলাইনে আবেদন করতে পারবেন। সাধারণত আপনার জেএসসি বা এসএসসি বা এইচএসসি সনদে যেভাবে পিতার নাম লেখা আছে, কোন কারনে যদি পিতার এন আই ডি নামের সাথে ওই নামের অমিল হয়, তখন পিতার নাম সংশোধনের প্রয়োজন পরে।
এক্ষেত্রে যে কোনো ধরনের অমিল হতে পারে, যেমনঃ নামের বানানের ক্ষেত্রে, পদবীর ক্ষেত্রে বা আরো অন্যান্য ক্ষেত্রে।
যেহেতু একজন ব্যক্তির পিতার এন আই ডি কার্ডের সাথে তার জমি ও চাকুরীর বা আরো অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পর্ক রয়েছে, তাই কোন কারণে পিতার এন আই ডি নামের সাথে তার সনদে যে পিতার নাম রয়েছে, সেই নামের অমিল হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে অনেকগুলো কাগজ একসাথে সংশোধন করার প্রয়োজন পড়ে, যা অনেক ঝামেলার এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার।
এমতাবস্থায় আপনার মনে হতে পারে যে, পিতার এনআইডি সংশোধন করতে পারছেন না, এই অবস্থায় জেএসসি বা এস এস সি বা এইচএসসি সনদে পিতার নাম সংশোধন করলে সমস্যার সমাধান হবে। সে ক্ষেত্রে আপনার জেএসসি বা এস এস সি বা এইচ এস সি সনদের পিতার নাম সংশোধনের জন্য আপনি শিক্ষা বোর্ডে সহজে অনলাইনে আবেদন করতে পারবেন।
পিতার নাম সংশোধনের জন্য আবেদন করবেন যেভাবে
রাজশাহী শিক্ষা বোর্ডে পিতার নাম সংশোধনের জন্য এখন শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারা যায়। এক্ষেত্রে সরাসরি আবেদন করার প্রয়োজন হয় না। নাম সংশোধনের জন্য আপনাকে প্রথমে রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে নাম সংশোধন অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এবং আবেদন পত্র টি সঠিকভাবে ফিলাপ করে জমা দিতে হবে।
নিচে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি তুলে ধরা হলোঃ
প্রথমে রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.rajshahieducationboard.gov.bd) যেতে হবে। ওয়েবসাইটে আপনি নাম সংশোধন আবেদনের একটি অপশন পাবেন, সেই অপশনে ক্লিক করতে হবে। যে আবেদন ফরমটি আপনার সামনে আসবে সেই আবেদন পত্রটি আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে।
আবেদন পত্র টির ছবি নিচে দেয়া হলোঃ
ফর্ম পূরণ করা শেষ হলে উপরোক্ত সেভ অপশনে ক্লিক করার পর তার একটি কপি বের হবে আর একটি বের হবে টাকা জমা দেওয়ার রশিদ। কোন কারণবশত: যদি ফরম পূরণ সঠিক না হয় বা আবেদনপত্রে কোন ত্রুটি ধরা পড়ে, তাহলে এই আবেদনপত্র আর সংশোধন করা যায় না। এজন্য টাকা জমা দেওয়ার পূর্বে ভালোভাবে চেক করতে হবে, আবেদন পত্রটি নির্ভুল হয়েছে কিনা।
নিচের আবেদন পত্রটির মতো যাচাই করবে আবেদনপত্র নির্ভুল হয়েছে কিনা-
আবেদন পত্রটি কোন কারনে ভুল হলে নতুন করে পূর্বের মতো সঠিক তথ্য দিয়ে আবার আবেদন করতে হবে। সব তথ্য নির্ভুল হলে উপরোক্ত প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করতে হবে। এবং কাগজপত্রের সাথে বোর্ডে জমা দিতে হবে। এর সাথে একটি টাকা জমা দেয়ার রশিদ বের হবে। এই রশিদে টাকা জমা দিতে হবে। এবং তিনটি অংশ পাওয়া যাবে। যে তিনটি অংশ নিম্নোক্তভাবে দেখা যাবে।
নিচের কপিটা ব্যাংকের নিকট থাকবে-
নিচের কপিটা কাগজপত্রের সাথে বোর্ডের নিকট জমা দিতে হবে-
নিচের অংশটা আবেদনকারীর নিকট থাকবে-
এই পর্যায়ে সঠিক আবেদন পত্রের সাথে যে টাকা দেওয়ার রশিদ পাওয়া যাবে, সেই রশিদ টি নিয়ে আপনার নিকটস্থ ব্যাংকে টাকা জমা দিতে হবে। এরপর বোর্ড অফিসে এসে সকল কাগজপত্র ও আবেদনের কপি সহ জমা দিতে হবে।
যে সকল কাগজপত্র প্রয়োজন হতে পারে
রাজশাহী শিক্ষা বোর্ডে পিতার নাম সংশোধনের আবেদনের জন্য অন্যান্য সকল কাগজপত্র আবেদন পত্রের সাথে জমা দিতে হবে। এক্ষেত্রে এ সকল কাগজপত্রের কপি জমা দিতে হবে। যে সকল কাগজপত্রের কপি জমা দিতে হবে তা নিচে দেওয়া হলোঃ
- পিইসি সনদ
- ভর্তি রেজিস্টার
- জন্ম নিবন্ধন
- প্রধান শিক্ষকের প্রত্যয়ন পত্র
- পিতা-মাতার ভোটার আইডি কার্ড
- পিতা মাতার এসএসসি সনদ( যদি থাকে)
- পিতা-মাতার বিয়ের কাবিননামা
- ভাই বোনের এসএসসি সনদ (যদি থাকে)
- এফিডেফিট (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক)
কখন বোর্ড অফিসে উপস্থিত হতে হবে
সংশোধিত নামের তালিকা কিভাবে দেখবেন
পিতার নাম সংশোধনের এ পর্যায়ে আপনার বোর্ড অফিসে উপস্থিত হওয়ার ১০ থেকে ১৫ দিন পর বোর্ড অফিসের ওয়েবসাইটের সোনালী সেবার যাচাই অপশনে গিয়ে ক্লিক করে আপনার আবেদনটির স্ট্যাটাস দেখতে পারবেন। যদি কাজটি প্রক্রিয়াধীন থাকে তাহলে বুঝতে হবে যে কাজটি এখনো শেষ হয়নি।
আর যদি স্ট্যাটাস ফিনিশড আসে তাহলে তারিখ এবং সিরিয়াল নাম্বার অনুযায়ী উক্ত নাম সংশোধনের তালিকা থেকে আপনার পিতার নামের সংশোধনটি দেখতে পাবেন।
passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;
comment url