কন্যা দিবসের বিশেষ স্ট্যাটাস কন্যাকে নিয়ে - কন্যা দিবস কবে

কন্যা দিবসে বিশেষ স্ট্যাটাস দিয়ে আপনার কন্যাকে খুশি করুন। কন্যাকে খুশি করতে কত কিছুই না করেন! কিন্তু এবার একটু ভিন্নভাবে আপনার আদরের কন্যাকে খুশি করার চেষ্টা করুন। দেখবেন আপনার মেয়ে কি রকম অভিভূত হয়। সাথে জেনে নিন কন্যা দিবস কবে।

কন্যা-দিবসের-বিশেষ-স্ট্যাটাস

পোস্ট সূচীপত্রঃপ্রতিটি ঘরে কন্যা যেন আলোর বার্তা নিয়ে আসে। কন্যা মানেই খুশির এক পরম অনুভূতি, যার ঘরে কন্যা আছে এটা একমাত্র সেই বুঝতে পারেন। প্রতিবছর বিশ্বের প্রতিটি দেশেই আনন্দের সাথে কন্যা দিবস পালন করা হয়, এই দিবস আসলে কন্যাদের প্রতি আদর এবং ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই পালন করা হয়ে থাকে।

কন্যাকে শুভেচ্ছা জানান কবিতা-ছন্দময়ী স্ট্যাটাস দিয়ে

কন্যা দিবসে আপনার আদরের কন্যাকে শুভেচ্ছা জানান কবিতার ছন্দময়ী আনন্দে। এটি সত্যিই আপনার কন্যার জন্য চমৎকার উপহারস্বরূপ হবে। এর মাধ্যমে আপনার মনের অনুভূতি আপনার কন্যাকে জানান।


ছেলেকে শিখাতে হয়
মেয়ে হতে শিখে নিতে হয়,
ছেলেকে বুঝাতে হয় কীভাবে কী করতে হবে
মেয়ে হতে বুঝতে হয় কিভাবে কি করে নিতে হবে,
মেয়েরাও দৌড়ে এখন এগিয়ে আছে
তাইতো আর তুলনা করতে সাহস হয় না রে।


 সারা দিন ধরে যা যা মনমরা-অচিন্তনীয় ঘটনা ঘটে--
অজান্তেই মেয়েকে দেখে মন থেকে সব বাধ্য হয় দূরে সরে যেতে।


কন্যাই ভবিষ্যৎ নারী
কন্যাই পরিবারের আলো
কন্যাই হলো সমাজের শান্তির শোলক,
আর কন্যাই হলো এমন একজন শিক্ষক
যার নাম নেই কিন্তু লাভ আছে বহুত।


সে-ই ভাগ্যবান যে
কন্যা সন্তান নিয়ে লজ্জিত নয় বরং গর্বিত,
সে-ই জানে কন্যা সন্তান আসলে কি-
যে বরণ করে নিতে পেরেছে কন্যা সন্তানকে
তার ভবিষ্যতের জন্য।।


১ ১ ২,
আমার হৃদয়ের টুকরো তুই।
২ ২ ৪,
বুকে ফিরে আয় আমার।
৩ ৩ ৬,
তুই আমার জীবনের সংগীতের লয়।
৪ ৪ ৮,
তুই আমার সোনার অলংকার।
৫ ৫ ১০,
জানাই তোমায় শুভ কন্যা দিবস।



একজন আসল দূর দৃষ্টিসম্পন্ন মনীষীই বোঝেন,
সমাজে কন্যার স্থান কোন স্তম্ভে আসে।
মনীষী বলে অনেকে অনেককে দাবি করে বটে-
তবে রোকেয়া- সেলিনার মতো সবাই কি আর নারীর গুরুত্ব বোঝে?
যুগে যুগে আন্দোলন হয়েছে এই নারীর অধিকার নিয়ে
তবেই না আমরা বুঝেছি এই নারীর অঙ্গীকার সম্বন্ধে।
প্রার্থনা করি এই স্বাধীনতা যেন টেকে-
সব শেষে একটাই কথা বলছি- হ্যাপি ডটার'স ডে।।



আমার টাকা পয়সার অভাব নেই-
না আছে সুখের অভাব,
কেননা আমার ঘরে আছে
একটি মায়াবী সুন্দরী রাজকন্যা।
হ্যাপি ডটার'স ডে মাই প্রিন্সেস।।


কন্যা দিবসের বিশেষ স্ট্যাটাস জেনে নিন

কন্যারা তো এক এক জন হিরা। তাই তো সে একটি পরিবারকে এত উজ্জ্বল আর উঁচুতে খুব সহজে রাখতে পারে। নিচে কন্যা দিবসের বিশেষ স্ট্যাটাস সম্পর্কে জেনে নিন-

"যতদিন তুই বাসায় ছিলি

ততদিন এ বাসায় এক ধরনের জীবন জেগে ছিল--

এখন তুই আর নেই

এখন সেই জীবনও আর দেখতে পাচ্ছি না।

সেই জীবন যেন সাথে নিয়ে গেলি

ভাবছেন তো কার কথা বলছে? আমার সেই ছোট্ট কন্যা সন্তানটির যে হঠাৎ বড় হয়ে অন্যের ঘরে চলে গিয়েছে, হ্যাপি ডটার'স ডে।"

"নিঃসন্দেহে মায়েদের একজন প্রিয় বন্ধু হতে, বাবাদের একজন বেস্ট ফ্রেন্ড হতে এবং অন্যদের একটি আদর্শ বন্ধু হতে মেয়েরা একেবারে এক্সপার্ট।

কারণ আমি জানি আমার মেয়ে একাই একশ। হ্যাপি ডটার'স ডে।।"

কন্যা-দিবসের-বিশেষ-স্ট্যাটাস

"আমার কন্যা আমার একই স্বপ্ন আর একই আশা। আমার সম্পদের মধ্যে সে-ই সবচেয়ে মুল্যবান।"

আপনার মেয়ের বয়স লেখার পর এভাবে বাকিটা লিখতে পারেন যেমনঃ ১৮ বছর আগে মেয়ের হাতে আমার পরিবারের ভবিষ্যৎ তুলে দিয়েছিলাম। এখন আমার পরিবার চাঁদ এবং সে সুর্য। (এখানে সুর্য ও চাঁদ বলতে বোঝাচ্ছে যে সুর্য চাঁদের উপর প্রতিফলন ফেলে তা আলোকিত করছে। আপনি চাইলে শেষে "হ্যাপি ডটারস ডে" লিখে লিখতে পারেন।

কন্যা দিবসে কন্যার জন্য আবেগ প্রবণ স্ট্যাটাস

সব ধর্মই বলে নারীদের, কন্যাদের ও বোনদের সম্মান করে, তাহলে নারী, কন্যা ও বোনেরা এখনও কেন অসম্মানিত হচ্ছে? যারা অসম্মান করছে তারা কি ধর্মের বাইরের মানুষ অর্থাৎ নাস্তিক? না, তবে তাদের মধ্যে এখনো কন্যা সন্তান নিয়ে সন্দেহ দূর হয়নি। এটা সত্যি তাদের মনের ব্যর্থতা। তবে আশার কথা হচ্ছে, কন্যা সন্তান নিয়ে এই আস্থার অভাব দিন দিন দূর হচ্ছে।

কারণ শেষ পর্যন্ত অন্য কেউ না বুঝলেও মেয়েরাই বুঝতে পারে বাবা মায়ের কষ্ট।

আরো পড়ুনঃ রামিশা দিয়ে মেয়েদের ৩৫ টি আধুনিক ইসলামিক নাম

আমাদের দেশে এখনও অনেক মানুষ আছে যারা ছেলে সন্তান চায় কিন্তু মেয়ে সন্তান পায়। আর এর জন্য তারা খুবই দুঃখিত লজ্জিত হয়। আমার চেনা ও অচেনা মানুষের মধ্যে তারা সবচেয়ে দুর্ভাগ্য মানুষ। শিক্ষিত হলেও তারা বিশেষ কিছু জানেনা। তারা প্রাপ্তবয়স্ক হলেও কিছু বোঝেনা। জানলে ও বুঝলে ছেলে সন্তানের আশা না করে মেয়ে সন্তানেরই আশা করত।

"মা= ভালোবাসা, স্নেহ-মমতায় ভরা মানুষ;
বোন= দ্বিতীয় মা;
কন্যা= সবচেয়ে বুঝদার বেস্ট ফ্রেন্ড;
বান্ধবী= সাহায্যে এগিয়ে আসা কোমল মনের মানুষ।
শ্রদ্ধা রইল মেয়েদের জন্য, শুভ কন্যা দিবস।।"

অফিস থেকে যতদিন এসেছি-- সে ছোটো বেলায় ঠিক ততবারই জরিয়ে ধরেছিল-- এবং যতবার জরিয়ে ধরেছে ততবারই সব ক্লান্তি দূর হয়েগেছে।

কন্যা দিবসে কন্যার কথা মনে পরবে না এমন কি হয়!?! আর তার কথা মনে পরলেই তো মনে পরে যায় তার জন্ম থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি মুহুর্ত, মানতেই হবে যে তার জন্মের সময়ই ছিল আমার সবচেয়ে খুশির সময়।

কন্যার কথা আমার কানে গানের মত শোনা যায়, তার চেহারা আমার কাছে এক ধরনের মিষ্টি আর তার সবকিছু বোঝার/শেখার স্কিল আমার কাছে একেবারে স্মরণীয়।

আমার আপাতদৃষ্টিতে আমার কন্যা একটি ফুল- সে এই পৃথীবিকে আরও সুন্দর করে তুলেছে আমার জীবনে আসার সাথে সাথে, তার মুখ থেকে শুধু মিষ্টি কথাই বের হয়, যেভাবে ফুল মিষ্টি গন্ধ ছড়ায়, আর আমি জানি এই ফুলই অন্য সুন্দর মিষ্টি ফুল বানাবে-- অর্থাৎ আমার বিশ্বাস আমার কন্যা তার আশেপাশে সকলকে তার মতো মুন্দর হাসি-খুশি বানাবে।

কন্যার সাথে হাসির-মজার স্ট্যাটাস

সবাই দেখছি আবেগপ্রবণ কথা বলছে, লিখছে। আমি এখন একটু মজার কথা বলি যাতে আপনার মেয়ের সাথে একটি মজার কথা একটু মজা করে লিখতে পারেন।

  • বাসায় কন্যাকে ঢুকানোর সাথে সাথে বাসার হাবভাবই একেবারে বদলে গিয়েছিল। তখনই বুঝতে পেরেছিলাম, আমি যে সে জিনিস বাসায় নিয়ে আসিনি!
  • নিশ্চয়ই সব কন্যা সন্তানের পিতারা কঠিন হৃদয় থেকে কোমল হৃদয়ে নিজেকে নিয়ে আসতে বাধ্য হয়েছে। কন্যার মিষ্টি মুখ দেখে তাছাড়া তো আর কোনো উপায়ই ছিল না!
  • ছোটোবেলায় খুব রাগ হতো যে আমার বোনকে আমার বাবা এতো ভালোবাসে কেন। তাই আমার মায়ের সাথে আমার ভাব খুব ছিল। এখন যখন একটি মেয়ের বাবা হয়েছি তাই এখন বুঝতে পারছি যে আসল ব্যাপারটা কি। মেয়েদের জন্য শ্রদ্ধা রইল।
  • এমনকি ডিকশনারিও কন্যার সংজ্ঞায় তার সাথে বন্ধন এবং তাকে শ্রদ্ধা করার ব্যাপার পরোক্ষভাবে লিখেছে।
  • এক মানুষ থেকে আমাকে আরেক মানুষ বানিয়ে দিয়েছে সে। এখন প্রায়েই শুনতে হয়, "আরে, ওর তো মেয়ে আছে। এরকম প্রেমময় দয়ালু স্নেহশীল না হয়ে সে যাবে কোথায়!"

কন্যা দিবসে কন্যা সম্পর্কিত ইসলামিক স্ট্যাটাস

কন্যাকে ইসলাম ধর্মেও বরকতময় বলা হয়েছে। আমাদের ইসলাম ধর্মে কন্যা সন্তানকে অনেক উপরে স্থান দেওয়া হয়েছে।

একটি ঘরে কন্যা সন্তান জন্ম নেওয়া মানে সুসংবাদের দূত আসা। কেননা কন্যা সন্তান পৃথিবীতে তিনটি পুরস্কার নিয়ে আসে। কন্যা সন্তান সত্যিই আল্লাহর এক বিশেষ রহমত।

মেয়েদের অনেক চাহিদা তা বুঝতেই পারছি। এই চাহিদাই আমি এতদিন ধরে পুরণ করে আসছি। কিন্তু তাই বলে যে আমার সম্পত্তির এক ভাগ কমে গেছে তা বললে অন্যায় হবে। বরং সেটি ধীরে ধীরে বাড়ছে-- ভালোবাসা দিয়ে আল্লাহর রহমতে।

কন্যা সন্তানের মধ্যেই তো জান্নাত লুকিয়ে আছে। তাই আল্লাহর কাছ থেকে পাওয়া এরকম রহমতের উপহার যত্ন করে রাখা তো আমাদের দায়িত্ব-কর্তব্যের তালিকায় অনেকটা উঁচু স্থানেই পরে।

এখন পর্যন্ত যার যার প্রথম সন্তান কন্যা হয়েছে, তাদের নিশ্চয়ই সেই সময় ভাগ্য খুলে গেছিলো। যদি ভাগ্য খুলে না থাকে তাহলে দুঃখের সাথে জানাচ্ছি যে আপনার ভাগ্য খুলেছিল, কিন্তু আপনি গ্রহণই করেননি!

কন্যা দিবসে কন্যাকে নিয়ে বিশেষ আনন্দের স্ট্যাটাস

কন্যা দিবসে কন্যাকে নিয়ে বিশেষ আনন্দের স্ট্যাটাস দিয়ে আপনার প্রিয় কন্যা সন্তানকে চমকে দিন। কন্যা দিবসে আপনি যে গিফটটি আপনার কন্যাকে দিবেন তার উপরে আপনি এই আনন্দের লেখাগুলো অনায়াসে যোগ করতে পারেন।

আমার সবচেয়ে খুশির সময় হলো আমার মেয়ের জন্মের সময়

আমার সবচেয়ে খুশির দিন হলো আমার মেয়ের জন্মের দিন

আমার সবচেয়ে খুশির মুহুর্ত হলো তার জন্মের মুহুর্ত

আমার সবচেয়ে খুশির কাজ হলো আমি যখন তাকে হাসিয়েছিলাম

আরও শুনবেন? সত্যি কথা বলতে আমারবেশির ভাগ খুশির বিষয়বস্তু তার সাথেই জরিয়ে রয়েছে,
তাই আমার মনে হয় না আর বলে সময় নষ্ট করা উচিত।

কন্যা দিবস কবে জেনে নিন

অনেকেই কনফিউশনে থাকেন যে কন্যা দিবস আসলে কবে। কেননা একেক জায়গায় একেক তারিখের উল্লেখ থাকে। আজকে আপনাদের এই কনফিউশন দূর করে দেব। আসলে কন্যা দিবসের দুইটি তারিখ আছে। একটি হল আন্তর্জাতিক তারিখ, আরেকটি জাতীয় পালন করা কন্যা দিবসের তারিখ। প্রায় সব দেশেই কন্যা দিবসের একটি জাতীয় তারিখ থাকে।

কন্যা দিবসের আন্তর্জাতিক তারিখ

কন্যা দিবসের আন্তর্জাতিক তারিখ জাতিসংঘ দিয়েছে। জাতিসংঘ অন্তর্ভুক্ত সব দেশেরই জন্য এই তারিখ প্রযোজ্য। তবে জাতীয় তারিখও রয়েছে। বাংলাদেশ ও ভারত জাতিসংঘের অন্তর্ভুক্ত। তাই আমরা চাইলে এই তারিখে কন্যা দিবস পালন করতে পারি। ২০১২ তারিখ থেকে পালন করা একটি তারিখ হলো ১১ই অক্টোবর। ২০২৪ এ এই তারিখটি শুক্রবারে পড়েছে।

কন্যা-দিবসের-বিশেষ-স্ট্যাটাস

এই তারিখকে কন্যা শিশু দিবস বলা হয়। অথবা মেয়েদের দিনও বলা যেতে পারে। তবে এক্ষেত্রে একটি কথা বলা যেতে পারে, যে মেয়ে দিবস আর কন্যা দিবস আলাদা। আন্তর্জাতিক কন্যা দিবস সেপ্টেম্বরের চতুর্থ রবিবারে পালিত হয়। অর্থাৎ এই ধারা অনুযায়ী ২০২৪ সালে ২২ সেপ্টেম্বরে পালিত হবে আন্তর্জাতিক কন্যা দিবস।

জাতীয় কন্যা দিবস

আন্তর্জাতিক তারিখের সাথে সাথে বাংলাদেশের একটি জাতীয় তারিখও রয়েছে। বাংলাদেশে ৩০ শে সেপ্টেম্বর জাতীয় কন্যা দিবস পালিত হয় বা যাকে বলা যেতে পারে। কন্যা দিবস বললে মেয়ে দিবসের কথা চলে আসে বলে "ডটারস ডে" বললেই বেশি ভালো।

তবে পৃথিবীর অন্যান্য দেশে জাতীয় কন্যা দিবস এর তারিখ ভিন্ন রকম হতে পারে। যেমনঃ

তবে ভারতে কোন জাতীয় তারিখ নেই। ভারত আন্তর্জাতিক তারিখই মেনে চলে। যেটি হল ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর, রবিবার।

এছাড়াও কোন কোন দেশে 28 সেপ্টেম্বর অথবা ১ অক্টোবরেও পালন করা হয়। আবার কানাডায় ন্যাশনাল ডটারস ডে সেপ্টেম্বর পালন করা হয়।

পরিশেষে

আজকের পোস্টে কন্যা দিবসের বিশেষ স্ট্যাটাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া এই পোস্টে কন্যা দিবস সম্পর্কেও বিস্তারিত বলা হয়েছে। সত্যিই প্রতিটি কন্যা সন্তান বাবা-মায়ের অফুরন্ত ভালোবাসা এবং আনন্দে ভরিয়ে দিতেই যেন পৃথিবীতে এসেছে।

আপনি আপনার আদরের কন্যা সন্তানকে যেকোনো একটি স্ট্যাটাস দিয়ে তার প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন। পৃথিবীর সব কন্যারা বাবা-মায়ের সাথে সব সময় ভালো থাকুক।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;

comment url