আকর্ষণীয় ব্যক্তি হওয়ার কার্যকরী ১০টি উপায়
আকর্ষণীয় ব্যক্তি হওয়ার উপায় সম্পর্কে আজকের আর্টিকেলে আপনাদের জানাবো। সবারই ইচ্ছে করে অন্যদের থেকে আলাদা হতে। অন্যদের ইমপ্রেস করতে। এক কথায় বলা চলে আকর্ষণীয় ব্যক্তি হতে। আপনারও যদি এরকম ইচ্ছে থাকে তাহলে এই পোস্টটি আপনার জন্য। সাথে জানবেন আকর্ষণীয় ব্যক্তি হওয়ার কিছু টিপস এন্ড ট্রিকস সম্পর্কে।
পোস্ট সূচিপত্রঃআজকের এই পোস্টে আকর্ষণীয় ব্যক্তি হওয়ার কিছু কার্যকরী টিপস সম্পর্কে আলোচনা করেছি। এই পোস্টটি বলতে গেলে সবারই জন্য। যারা আকর্ষণীয় নয়, এই পোস্ট থেকে আপনি তার টিপস জানতে পারবেন আর যারা নিজেকে আকর্ষণীয় বলে দাবি করছেন তারা দেখে নিন আপনি আসলেই আকর্ষণীয় কিনা!
আকর্ষণীয় ব্যক্তি হওয়ার উপায়
আকর্ষণীয় ব্যক্তি হওয়ার কার্যকরী দশটি উপায়ে সম্পর্কে আর্টিকেলে শুরুতে আপনাদের জানাবো। আকর্ষণীয় ব্যক্তি বলতে আমরা বুঝি যেসব ব্যক্তি তাদের কথাবার্তায়, আচার-আচরণে, ব্যবহারে, পোশাক আশাকে অন্যকে আকৃষ্ট করেন। মোটকথা যেসব ব্যক্তির ব্যক্তিত্ব অন্যদের আকর্ষণ করে তারাই আকর্ষণীয় ব্যক্তির তালিকার অন্তর্ভুক্ত।
এই সকল ব্যক্তি গণ তাদের কার্যকলাপ দ্বারা আশেপাশের মানুষদের মনমুগ্ধ করে রাখেন। এবং অন্যান্যরা তাদেরকে অনুসরণ করেন বলা চলে। তারা তাদের চারপাশে একটা পজিটিভ ভাইব বজায় রেখে চলেন। আকর্ষণীয় ব্যক্তিগণ সমাজে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে থাকেন। এজন্য সবাই পছন্দ করে এবং ভালোবাসে।
আপনিও যদি আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় করে তুলে আপনার প্রতি অন্যান্য মানুষকে আকৃষ্ট করে তুলতে চান তাহলে এই পোস্টে উল্লেখিত ১০টি কার্যকরী উপায় মেনে চলা শুরু এখনই।
অপ্রয়োজনীয় কথাবার্তা না বলা
আকর্ষণীয় ব্যক্তি হওয়ার উপায় হিসেবে প্রথম যে সম্পর্কে বলবো তা হল অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে বিরত থাকা। অর্থাৎ অপ্রয়োজনীয় কথাবার্তা না বলা একটু হলেও আপনাকে আকর্ষণীয় করে তুলবে। তাই আপনি যদি অপ্রয়োজনীয় কথা বা বলা যায় হালকা কথা অন্যদের সাথে বলেন তাহলে তা একেবারে না ছেড়ে আস্তে আস্তে ছাড়ুন।
একেবারে ছেড়ে দিলে অন্যদের হয়তো একটা নেগেটিভ অনুভতি চলে আসবে। তাই আস্তে আস্তে আবোল তাবোল ও হালকা কথাবার্তা ছেড়ে দিন। অর্থপূর্ণ কথা বললে অন্যদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এছাড়াও হালকা ও অপ্রয়োজনীয় কথার থেকে মানুষ অর্থপূর্ণ কথাগুলোতে মানুষ বেশি মনোযোগ দেয়।
এছাড়াও যারা অর্থপূর্ণ কথা বলে তাদেরকে অন্যরা নিজেদের থেকে জ্ঞানী বলে স্বীকার করে। এর ফলে অন্যরা আপনার সাথে কথা বলতে চাইবে এবং আপনার প্রতি তাদের এক ধরনের আকর্ষণ সৃষ্টি হবে।
অন্যদের সাথে মজা করুন
আপনারা নিশ্চয়ই অনেকে ভাবছেন, অপ্রয়োজনীয় কথাবার্তা বাদ দিতে, এখন আবার মজা করতে বলছেন! আসলে আপনি যদি সব সময় অর্থপূর্ণ কথা বলতেই থাকেন তাহলে মানুষের আপনার প্রতি বিরক্তির সৃষ্টি হবে। মাঝে মাঝে মজা করলে মানুষ আপনাকে আরো পছন্দ করবে। অনেকেই মজার কথাবার্তা বলা ব্যক্তিকে পছন্দ করে থাকে।
আরো পড়নঃ অলসদের জন্য দ্রুত ওজন কমানোর ১০টি টিপস
আপনারা হয়তো এই কথাটি শুনে থাকবেন যে, অতিরিক্ত কোন কিছুই ভালো নয়। সবকিছু ব্যালেন্স করার চেষ্টা করুন। এটি এক ধরনের গুণ যা সবাই পারেনা। তবে চেষ্টা করলেই পারা যায়। আপনি যেমন অর্থপূর্ণ কথা বলবেন, তেমনি তার চেয়ে কম মজার কথা বলবেন। এটা হতে পারে এক ধরনের ব্যালেন্স যা আসলে ব্যালেন্সড নয়।
সব সময় মাথা ঠান্ডা রাখুন
এটা এমন একটি গুণ যা খুব কম মানুষেরই আছে। মাথা ঠান্ডা রাখা এবং ধৈর্য ধারণ করা দুটি অসাধারণ গুনের তালিকার অন্তর্ভুক্ত। যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে ভেবেচিন্তে কাজ করলে অন্যরা স্বাভাবিকভাবে আপনাকে বিশেষ চোখে দেখবে। অর্থাৎ সবাই যখন কোলাহল করতে ব্যস্ত থাকবে তখন আপনি চুপ করে থাকুন।
মাথা ঠান্ডা রাখুন এবং তাদেরকে এমন একটি কথা বলুন বা কাজ করুন যাতে তারা মাথা ঠান্ডা করতে বাধ্য হবে। উদাহরণ হিসেবে আপনি তাদেরকে বললেন," এভাবে জ্ঞানী ব্যক্তিরা কোলাহল এর মাঝে সিদ্ধান্ত নিতে পারেনা। এটি শেষ হলে আশা করি আমাকে আবার ডাকা হবে।" এরপর দাঁড়িয়ে চলে যান।
তবে অবশ্যই আপনি যা করছেন তা পরিস্থিতির সাথে মিলিয়ে করুন। তা না হলে অনেক জিনিসই কাজে না দিতে পারে। আপনার মুখে বিরক্ত ভাবে ছাপ যেন না আসে সেদিকে খেয়াল রাখবেন। মনে মনে বিরক্ত হলেও যেন তা মুখে দেখে বুঝা না যায়।
বেশিরভাগ সময় চুপ থাকুন
বেশিরভাগ সময় চুপ থাকা আপনাকে আকর্ষণীয় ব্যক্তির তালিকায় নিয়ে আসবে। কোন প্রয়োজন ছাড়া কথা না বলাই ভালো। যারা চুপচাপ থাকে তারাই জিততে পারে। আপনি যদি কোন আলোচনার মধ্যে থাকেন, তাহলে আপনি পুরো আলোচনা চুপ থাকতে পারেন। সবকিছু বুঝে শুনে তারপর শেষে মতামত দিতে পারেন।
আপনি যদি সত্যিই ওই আলোচনার অংশ হয়ে থাকেন তাহলে আপনার মতামত অন্যরা অবশ্যই শুনতে চাইবে।
অর্থাৎ আপনি যাচাইও করতে পারবেন যে আপনি আদৌ তাদের প্রাধান্যের পাত্র নাকি নন। তবেই আপনার মতামতটি সঠিকভাবে উপস্থাপনের চেষ্টা করবেন। এতে করে আপনার চুপ থাকা সার্থক হবে। অনেকেই রয়েছে যারা চুপ থাকে কিন্তু তারপরেও সঠিকভাবে তাদের মতামত উপস্থাপন করতে পারেনা, যা বেশিভাগ মিশুকের বৈশিষ্ট্যে দেখা যায়।
নিজের জ্ঞানকে সমৃদ্ধ করুন
আকর্ষণীয় ব্যক্তি হওয়ার জন্য আপনার নিজের জ্ঞান ভান্ডারকে যথাসম্ভব সমৃদ্ধ করার চেষ্টা করুন।বেশিরভাগ জ্ঞানী ব্যক্তিদের মধ্যে দেখবেন যে তারা সবসময় চুপ থাকে, অন্যের কথা মনোযোগ দিয়ে শুনে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আর তাই মানুষেরা তাদের ভক্ত হয়ে থাকে। তাদের কাছ থেকে উত্তর শুনতে চায়।
জ্ঞান অর্জন করার জন্য আপনি যে কোন উপায়ে বেছে নিতে পারেন। যেমনঃ বই পড়তে পারেন বা ভিডিও দেখতে পারেন বা google এ সার্চ দিয়ে জেনে নিতে পারেন ইত্যাদি। আপনি যদি সত্যিই এক একজন জ্ঞানী হয়ে থাকেন এবং তা সবার সামনে উপস্থাপন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার আশেপাশের বেশিরভাগ মানুষ কোন পরামর্শ বা কিছু জানতে চাইলে আপনার কাছেই আসবে।
সেটি হতে পারে যে কোন বিষয়। কেননা তারা মনে করে যে আপনি উত্তরটি জানতে পারেন। যদিও আপনি সেটি নিয়ে চর্চা করেন না বা তার অন্তর্ভুক্ত নন। এটি একটি আকর্ষণীয় ব্যক্তি হওয়ার অন্যতম উপায়।
নিজের মতামত সঠিকভাবে প্রতিষ্ঠা করুন
আকর্ষণীয় ব্যক্তি হওয়ার উপায় হল নিজের মতামতকে সঠিকভাবে প্রতিষ্ঠা করা। অনেকেই অনেক কিছু বলতে লজ্জা অনুভব করেন। যেমনঃ না বলা বা আপনার পছন্দের মতামত না দেওয়া। কেননা সেই অনেকেই মনে করে যে অন্যরা কি মনে করল। কিন্তু আসলে অন্যরা কিছুই মনে করে না। বরং আপনি যদি আপনার আসল মতামত না দেন তাহলেই মাঝে মাঝে তার একটু অসন্তুষ্ট হয়।
আপনার মতামতের উপর ভিত্তি করে প্রতিদিন বিভিন্ন ধরনের কাজ হয়। এজন্য সব সময় নিজের মতামতটি দিন। ভালো এবং গঠনমূলক মতামত। তবে এমন ভাবে উপস্থাপন করবেন যাতে তা শুনতে খারাপ না লাগে।
যেমনঃ আপনি " না, আমি এটি খাই না।" না বলে " না না থাক, আমার এই খাবারটি তেমনটা পছন্দের নয়।" বললে বেশি কার্যকরী হবে এবং সুন্দর শুনাবে। নিজের মতামত সঠিকভাবে প্রতিষ্ঠার চেষ্টা করুন
সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছালো থাকুন
আকর্ষণীয় ব্যক্তি হওয়ার জন্য আপনাকে অবশ্যই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছালো থাকার অভ্যাস করতে হবে। সব বিখ্যাত ও জ্ঞানী মানুষ অগোছালো হলেও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। পরিষ্কার-পরিচ্ছন্নতার অনেক লাভ রয়েছে। এটি আপনাকে ভালোভাবে চিন্তা করতে, সুস্থ দেহের অধিকারী হতে এবং আরো অনেক ভাবে সাহায্য করবে। পরিষ্কার পরিচ্ছন্ন মানুষকে সবাই এমনিই ভালোবাসে।
আরো পড়নঃ চিরতরে খুশি দূর করার উপায়
অতএব বোঝাই যাচ্ছে যে মানুষের ভালোবাসার জিনিস যদি আপনি করতে পারেন, তাহলে মানুষ আপনার প্রতি আকর্ষণ হবে। যা আজকের টপিকের মূল লক্ষ্য। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বলতে যে শুধু ঘরবাড়ি ও জামাকাপড় পরিষ্কার রাখা বোঝাচ্ছে তা কিন্তু নয়। আপনার নাক, চুল, নখ থেকে শুরু করে আপনার আশেপাশের সব জিনিস পরিষ্কার রাখাকে বুঝাচ্ছে।
নিজের মতো থাকার চেষ্টা করুন
আমি চাই আপনি আকর্ষণীয় হবেন, তবে একজনের জন্যই নয় সবার জন্য। এই মাইন্ড সেট করে নিয়ে আপনি নিজের মতো থাকা চেষ্টা করুন। কাউকে ইমপ্রেস করা আপনার দায়িত্ব নয়, আবার সবাইকে ইম্প্রেস করাও আপনার দায়িত্ব নয়। নিজেকে কারো জন্য বদলাবেন না।
কারো যদি আপনার অভ্যাস পছন্দ না হয় এবং সে যথাযথ যুক্তি দেখাতে পারে তাহলে অভ্যাসটা ত্যাগ করুন। কারণ যে অভ্যাসগুলোর যথাযথ যুক্তি রয়েছে সেগুলো সাধারণত খারাপ হয়ে থাকে। আর যদি যথাযথ যুক্তি না দিতে পারে তাহলে অভ্যাসটি ত্যাগ করবেন না। শুধু তার কথা শুনে রাখবেন।
মধুর প্রতিশোধ নেওয়া শুরু করুন
এটা বললে ভুল হবে না যে আমাদের সবারই একটা হলেও শত্রু রয়েছে। সে শত্রু হতে পারে বন্ধত্বপূর্ণ শত্রু অর্থাৎ কম্পিটিটর; আবার সে শত্রু সরাসরি শ্ত্রুও হতে পারে যে আপনার অনেক ক্ষতি করেছে। তাদের কাছ থেকে প্রতিশোধ নিন। না, আমি এটা বলছি না তাকে আঘাত করুন।
ভালো উপায়ে প্রতিশোধ নিন। সে আপনাকে তুচ্ছ করে কথা বললে আপনি পরবর্তীতে আপনার কাজে দেখিয়ে দিন যে, আপনি তুচ্ছ কথা শোনার ব্যক্তি নন বরং সে তুচ্ছ কথা শোনার ব্যক্তি। তাই তার থেকে বেশি সফল হন।
বেশি শুনুন, বলুন কম
আকর্ষণীয় ব্যক্তি হওয়ার সত্যিই এটি একটি কার্যকরী উপায়। হ্যাঁ শুধু শুনতে থাকুন। এক বাক্যে লেখা এই প্যারার নামের যে এতটুকুই অর্থ তা নয়। এখনকার মানষের একটি স্বভাব হচ্ছে বলা। তারা সবসময় বলতেই থাকবে। আপনি তাদের থেকে একটু আলাদা হন। তাদের কথা শুনুন। তারপর সে অনুযায়ী মন্তব্য করুন।
তারা যখন কথা বলবে তখন মনোযোগ দিয়ে শুনুন। যখন আপনার কাছে মতামত চাইবে শুধুমাত্র তখনই আপনি বলা শুরু করুন এবং আপনি যখন কথা বলবেন তখন নিশ্চিত করুন যে তারা শুনছে।
নিশ্চয়ই এমন সময় আসবে যখন তাদের কথা বলার কিছুই থাকবে না। তখন বলুন দরকার হলে। এক্ষেত্রে একটা পরামর্শ দেওয়া যায় যে এমন বন্ধু খুঁজুন যে খুব ভালো পরামর্শ দেয়। যারা এরকম ভালো পরামর্শ দেয় তারা মনোযোগ দিয়ে শুনেও। তাই এরকম একটা বন্ধু রাখা ভালো।
আকর্ষণীয় ব্যক্তি হওয়ার আরো কিছু টিপস এন্ড ট্রিক্স
আকর্ষণীয় ব্যক্তি হওয়ার উপায় সম্পর্কে উপরে আপনারা জেনেছেন। আর্টিকেলের এই পর্যায়ে, আকর্ষণীয় ব্যক্তি হওয়ার আরো কিছু টিপস এন্ড ট্রিকস সম্পর্কে আপনাদের জানাবো। এই টিপস গুলো নিঃসন্দেহে আপনাদের আকর্ষণীয় ব্যক্তি হওয়ার দৌড়ে অনেকখানি এগিয়ে দিবে। তাই আজকে থেকেই এই টিপসগুলো ফলো করা শুরু করুন।
তাহলে নিচে জেনে নিন ১২টি টিপস এন্ড ট্রিকস সম্পর্কে-
- মানুষকে আপনার কোনো গুণ বা জ্ঞান দিয়ে অবাক করার চেষ্টা করুন। এতে তাদের মধ্যে আপনার প্রতি এক ধরনের ইন্টারেস্ট কাজ করবে।
- সবসময় ঘড়ি পরে থাকার চেষ্টা করুন। এতে আপনাকে দেখে সময়নিষ্ঠ বলে মনে হবে, যদিও আপনি না হয়ে থাকেন। আর আপনি লক্ষ্য করলেই দেখতে পারবেন ঘড়ি পরে থাকা মানুষগুলোর মধ্যে একটু আলাদা স্মার্টনেস থাকে।
- দুই ধরনের পার্সোনালিটি রয়েছে, যার নাম সিগমা ও আলফা। আপনি চাইলে সিগমা বা আলফা হতে পারেন। এই ধরনের পার্সোনালিটির মানুষকে অনেকেই বিশেষ চোখে দেখেন।
- আপনি যে জামা কাপড় পরেন তা একটু ভিন্ন কিন্তু সুন্দরভাবে পরুন। যেমনঃ আপনি কোনো কালো জামা পরলে তার সাথে লাল স্কার্ফ সুন্দর করে বেঁধে পরতে পারেন (মেয়েদের জন্য) বা আপনি কোনো নীল টি-সার্ট পরলে তার সাথে সাদা প্যান্ট পরার চেষ্টা করুন (ছেলেদের জন্য)।
- কারও সাথে কথা বলার সময় বিভিন্ন পরিস্থিতিতে মাথা নেঁড়ে, মাথা একটু হেলিয়ে, হাত বাড়িয়ে এবং ইত্যাদি ভাবে কথা বলার চেষ্টা করবেন।
- রহস্যময় হওয়ার চেষ্টা করবেন। রহস্য সবাই পছন্দ করে। তবে একেবারে বেশি না। কোনো কথা বলে প্রশ্ন রেখে দিবেন। যাতে অপরজন প্রশ্নটা নিজেই করে। এটি আবার বেশি বেশি করে করবেন না। উদাহরণ হিসেবে বলা যায়, "কালকে একটি বই শেষ করেছি।" "কোন বই?" (অপরজন) "একটি ডিটেক্টিভ বই; নাম ফেলুদা।"
- কোনো কিছু করলে আপনি সেই জিনিসটি কেন করছেন তা ইন্টারেস্টিং ভাবে অন্যদের জানান। তবে কাজটি দৈনন্দিন কাজের মতো হলে হবে না, একটু আলাদা হতে হবে।
- কনফিডেন্স নিয়ে হাঁটুন। যারা কনফিডেন্স নিয়ে কাজ করে, বেশিরভাগ মানুষ মনে করে যে সে আমার থেকে বেশি জানে বা এ বিষয়ে পারদর্শী।
- আপনার আশেপাশের মানুষকে খুশি করার বা রাখার চেষ্টা করুন। বর্তমানে মানুষের সবচেয়ে বেশি দরকার সুখ, শান্তি ও খুশি; যার থেকে অনেকেই বঞ্চিত।
- আপনাদের মধ্যে যারা ইনকাম করেন তারা একটা জিনিস দেখবেন। আপনার পাঁচটি ঘনিষ্ঠ বন্ধুর ইনকাম পরিমাণ লিখে তার গড় বের করুন। দেখবেন আপনার ইনকামের পরিমাণের সাথে এই গড় পরিমাণ মিলে গেছে। দেখলেন ম্যাজিক! আসলে এটা কোনো ম্যাজিক না-- আপনি যাদের সাথে ঘিরে থাকেন আপনি তাদের মতো হয়ে যান। তাই ভালো মানুষদের সাথেই মেশার চেষ্টা করুন।
- সব কিছু মানুষের জানার দরকার নেই। আবার এমন বিষয়বস্তু আছে যেগুল জানলে ভালো কিন্তু অনেকেই জানে না। এর একটি অন্যতম উদাহরণ হতে পারে আসল ও রাসায়নিক মেশানো জিনিস বা নকল জিনিস ঘরোয়া উপায়ে বোঝা। আপনি এগুলো জেনে রাখতে পারেন।
- আমার সামনে যদি ১০ কোটি টাকা ও জ্ঞান ধরিয়ে বলতো যে কোনটা নিবে তাহলে আমি নিঃসন্দেহে জ্ঞান নিতাম। না, কারণ আমার জ্ঞান কম তাই বলে না। কারণ টাকার থেকে সবসময় জ্ঞান দৌড়ে এগিয়ে থাকে। এমনো হতে পারে যে জ্ঞান এর কারণে আমি প্রতি মিনিটে ১০ কোটি টাকা পেতে পারবো। তাই জ্ঞান এর পেছনে সবসময় ছুটুন।
পরিশেষে
আজকে আর্টিকেলে আকর্ষণীয় ব্যক্তি হওয়ার উপায় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আকর্ষণীয় ব্যক্তি হওয়ার কার্যকরী যে ১০টি উপায় সম্পর্কে বলা হয়েছে, তা পরীক্ষিত এবং সকল ব্যক্তিদের অনুসরণ করে থাকেন।
তাই আপনিও যদি নিজেকে আকর্ষণীয় ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে চান তাহলে আজকে থেকে এই উপায়গুলো মেনে চলা শুরু করুন। যা একসময় আপনার প্রতি অন্যকে আকৃষ্ট করে তুলবে নিশ্চিত।
passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;
comment url