ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড সেরা ১২ টি
ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড করতে চান কিন্তু মন মত পাচ্ছেন না, তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। কারণ আজকের আর্টিকেলে যে কোনো ফটো এডিট করার সেরা ১২ টি সফটওয়্যার এর ডাউনলোড সম্পর্কে আপনারা জানতে পারবেন। সাথে জানবেন, ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps সম্পর্কে।
ভালো ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমরা কি না কি করি। কত জায়গায় খুঁজি। কত রিসার্চ করি। তারপরও দেখা যায় একটা ভালো ছবি এডিট করার সফটওয়্যার পাওয়া যায় না। কিন্তু আজকের এই আর্টিকেলে আপনি ১২ টি সেরা ছবি এডিট করার সফটওয়্যার সম্পর্কে জানতে পারবেন। পোস্ট সূচিপত্রঃ
ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড সেরা ১২ টি
ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড সম্পর্কে আজকের আর্টিকেলে আপনাদের জানাবো। এছাড়া এর সাথে রয়েছে অ্যাপ গুলো ডাউনলোড করার লিংক, যা আপনার খুব সহজে অ্যাপ ডাউনলোড করতে সাহায্য করবে।
প্রত্যেকটা অ্যাপের মাধ্যমেই আপনার ছবি চমকপ্রদক এডিট হবে। এছাড়া আপনি আর্টিকেলটি পড়তে থাকলে জানতে পারবেন কোন অ্যাপ গুগলের, কোন অ্যাপে AI দিয়ে এডিট করার সুবিধা আছে ও কোন অ্যাপের কোন ফিচার আপনার কাজে লাগতে পারে।
তাহলে ফটো বা ছবি এডিট করার দারুন সেরা ১২ টি সফটওয়্যার সম্পর্কে জানার জন্য আর্টিকেলটি পড়তে থাকুন।
ফটো এডিটর- পলিস (Photo Editor- Polish)
আপনার ছবির যে কোন কিছু মন মত এডিট করার দারুন একটি সফটওয়্যার হল Photo Editor pro. একুশে নভেম্বর ২০২৪ এ আপডেট হয়ে অ্যাপসটির এ পর্যন্ত প্রায় ১০ কোটি ডাউনলোড রয়েছে। আপনি ফটো বা ইমেজের যে কোন কিছু পরিবর্তন করার টুলস এই এক অ্যাপে পাবেন।
এই অ্যাপের ফিচার গুলি দেখে নিনঃ
- এই অ্যাপে রয়েছে ৫০০+ স্টাইলিশ স্টাইলিশ ইফেক্টস্।
- আপনার যেকোনো ধরনের ঝাপসা ছবিকে পরিষ্কার ছবিতে রূপান্তর করার টুলস্ আছে এই সফটওয়্যারে।
- এই অ্যাপের সাহায্যে আপনি সহজেই আপনার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন।
- সূক্ষ্মভাবে এডিট করার জন্য আপনি এই অ্যাপে গ্রিডের সুযোগ পেতে পারেন।
- আপনার ছবি মন মত ফিল্টার করার সুবিধা দিবে এই অ্যাপ।
- এর সাহায্যে আপনি যেকোনো ছবি মিম (meme) তৈরি করতে পারবেন।
- এই অ্যাপের দ্বারা এডিট করা ছবি আপনি সরাসরি ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন।
- এই অ্যাপটি হলো একটি অল-ইন-ওয়ান অ্যাপ। কারণ এই অ্যাপের সাহায্যে আপনার ছবির মধ্যে ধরনের ওয়াটার মার্ক, লোগো বা যেকোনো ধরনের বস্তু রিমুভ করতে পারবেন।
এখন আপনারা জানতে চাইবেন, এই অ্যাপ বা সফটওয়্যারটি আপনারা কোথায় পাবেন? এই অ্যাপটি গুগল প্লে তে সার্চ দিলে সহজেই পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে এই অ্যাপের ডাউনলোড লিংক নিচে দেয়া হল। চাইলে এখান থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন।
পিকসার্ট এআই ফটো ভিডিও এডিটর (Picsart: AI Photo Video Editor)
Picsar এমন একটি অ্যাপ যে অ্যাপের সাহায্যে আপনি আপনার ছবি এবং ভিডিও দুইটাই এডিট করতে পারবেন। এই অ্যাপটি আপনাকে পেশাদারের মতো ছবি এডিট করার পেশাদারের মত ভাইব দিবে। ছবি এবং ভিডিও এডভান্স লেভেলের এডিট করার মাধ্যমে আপনার সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই অ্যাপের ফিচার গুলি দেখে নিনঃ
- এই অ্যাপের টুল দিয়ে এডিট করে আপনি আপনার ছবি এবং ভিডিও কে আরও বেশি প্রাণবন্ত করে তুলতে পারবেন।
- এই অ্যাপ দিয়ে আপনি প্রফেশনাল স্টাইলে যে কোন ছবির কোলাজ তৈরি করে ছবি এবং ভিডিও থিম অনুযায়ী স্টিকার আপনি নিজেই ডিজাইন করে যুক্ত করতে পারবেন।
- আপনার ছবি এবং ভিডিওতে থাকা ব্যাকগ্রাউন্ড অপসারণ এবং পরিবর্তন করে আপনার পছন্দমত যেকোনো ব্যাকগ্রাউন্ড সহজে দিতে পারবেন।
- এই অ্যাপে থাকা জনপ্রিয় ফিল্টার গুলি ব্যবহার করতে পারবেন যেমনঃ সোনালী ঘন্টা, মিরর সেলফি, রেট্রো VHS, Y2K
- মোটকথা এই অ্যাপ হল অল ইন অল অ্যাপ যা আপনাকে যে কোন ছবি এবং ভিডিও এডিট করার সর্বোচ্চ সুবিধা গুলি প্রদান করে আপনার অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলে।
এই অ্যাপটি আপনারা সহজেই আপনাদের মোবাইলের গুগল প্লে স্টোরে সহজে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে ডাউনলোড লিংক দেয়া হলোঃ
রেমিনি- এআই ফটো এনচান্সার (Remini- AI Photo Enhancer)
রেমিনি এমন একটি অ্যাপ যা আপনার পুরনো ঝাপসা, গুণগতমানহীন এবং অস্পষ্ট ছবিকে নতুন রূপে একটি মাত্র টাচে প্রাণবন্ত করে তুলবে। আপনি যদি আপনার পুরনো স্মৃতিকে আবার নতুন করে জীবন্ত করে তুলতে চান তাহলে নিশ্চিন্তে এই অ্যাপটির উপর ভরসা করতে পারেন।
এই অ্যাপের ফিচার গুলি দেখে নিন:
- Remini এমন একটি অ্যাপ যে অ্যাপের সাহায্যে আপনার যেকোনো ধরনের পুরনো ছবি আপনার মনের মতন করে প্রফেশনালদের মতো এআই রূপে তৈরি করা যায়।
- এই অ্যাপের একটি বড় সুবিধা হল পুরনো যেকোনো ধরনের খারাপ ছবিকে একটি মাত্র টাচে হাই ডেফিনেশন ছবিতে পরিণত করা যায়।
- এই অ্যাপ একদম অস্পষ্ট বা নষ্ট হয়ে যাওয়া ছবিকে নতুন করে রূপান্তর করতে এবং আরো উন্নত গুণগতমান সম্পন্ন করতে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে।
- আপনার পুরনো যেকোনো ছবিকে নতুন ছবিতে রূপান্তর করতে এই অ্যাপটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
- এই অ্যাপ এর ফিচার খুব একটা ঝামেলা পূর্ণ নয় তাই যে কেউ এটি ব্যবহার করতে পারবে।
এই অ্যাপটি ব্যবহার করতে চাইলে সহজে আপনার গুগল প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন. নিচে এই অ্যাপের ডাউনলোড লিংক আপনাদের সুবিধার্থে দেয়া হলোঃ
লাইটরুম ফটো ও ভিডিও এডিটর (LightRoom Photo and Video Editor)
LightRoom অ্যাপ খুব দ্রুত সময়ে ছবি এডিট করার অভিজ্ঞতা অর্জন করার সুযোগ প্রদান করে। এই অ্যাপটি আপনার মোবাইলে ডাউনলোড করে ইন্সটল করার পর সহজে ফ্রি ছবি এবং ভিডিও এডিট করা করতে পারবেন।
এই অ্যাপের ফিচার গুলি দেখে নিনঃ
- এই অ্যাপটি আপনাকে সহজে ছবি এডিট করার দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করে।
- এই অ্যাপের ফিচার ছবি এডিট করার জন্য অনেক সহজ হবে।
- এই অ্যাপটির এ আই অন্তর্ভুক্ত টুলস, প্রিসেট ফিল্টার এবং advance প্রযুক্তি আপনাকে দিবে আপনার নিজের নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুণগত মান সম্পন্ন ছবি এডিট করে।
- মোটকথা সবচেয়ে সহজ উপায়ে অথচ শক্তিশালী এই অ্যাপ দিয়ে নিজের স্টাইল মত ছবি এডিট করে, ছবিতে ফিল্টার ব্যবহার করে আপনার ছবি এবং ভিডিও করে তুলুন সবচেয়ে আকর্ষণীয়।
আপনি যদি আপনার ছবি আপনার মনের মত করে সহজ উপায়ে এডিট করতে চান তাহলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। আপনার মোবাইলের সার্চ অপশনে গুগল প্লে স্টোরে সহজে পেয়ে যাবেন এই অ্যাপ। বা আপনি চাইলে নিচের লিংকে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন।
ফটোশপ এক্সপ্রেস ফটো এডিটর (Photoshop Express Photo Editor)
আপনার ছবি এডিট করার অভিজ্ঞতাকে সহজ এবং আরও মজাদার করে তুলতে ব্যবহার করতে পারেন Photoshop Express Photo Editor এই অ্যাপ টি। আপনি যদি আপনার ছবিকে আপনার স্বপ্নের মত নিখুঁত রূপে উপস্থাপন করতে তাহলে এই অ্যাপটি আপনার জন্য।
এই অ্যাপের ফিচার গুলি দেখে নিন:
- আপনার ছবিকে নিখুঁত এবং প্রাণবন্ত করে তুলতে এই অ্যাপ দিবে এক টেপে ছবি এডিট করার সুবিধা।
- এই অ্যাপে থাকা বিভিন্ন টুলস ব্যবহার করা অত্যন্ত সহজ হওয়ায় ব্যবহারকারীদের কাছে ছবি পেশাদারদের মতো এডিট করার জন্য অ্যাপটি অত্যন্ত জনপ্রিয়।
- ছাড়া এই অ্যাপের কৃত্রিম বুদ্ধিমত্তার ইমেজ জেনারেটর টু উৎস সহ আরো অন্যান্য ছবি ডিজাইন করার টুলস ব্যবহারকারীদের কাছে ছবি এডিট করার সফটওয়্যার হিসেবে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে।
- এই অ্যাপটি মোবাইলে ব্যবহারযোগ্য হওয়ায় যে কেউ অ্যাপটি ডাউনলোড ইনস্টল করার পর ব্যবহার শুরু করতে পারেন।
ফটো ল্যাব পিকচার এডিটর ও আর্ট (Photo Lab Picture Editor and Art)
- ফটো ল্যাব হল ছবিকে স্টাইলিশ বা ফানি ইফেক্টস যুক্ত করার অন্যতম একটি অ্যাপ।
- এই অ্যাপটি সর্বোচ্চ সংখ্যক ইফেক্টস প্রদান করার মধ্যে অন্যতম। এই অ্যাপে রয়েছে ৯০০ ধরনের ছবিতে ব্যবহারযোগ্য বিভিন্ন ধরনের ইফেক্টস।
- এই অ্যাপের সাহায্যে আপনি আপনার ছবিতে ফ্রেম দেওয়া, যেকোনো ধরনের মনাটিজ ফেস তৈরি এবং ছবিতে ফিল্টার ব্যবহার করার সুযোগ প্রদান করে।
- এই অ্যাপের ফিচার গুলি ব্যবহার করতে আপনার খুব বেশি সময়ের প্রয়োজন হবে না।
- এই অ্যাপ দ্বারা এডিটর করা যে কোনো ধরনের ইমেজ আপনার যে কোন কন্টাক্ট লিস্ট এর আইকন হিসেবে, ওয়ালপেপার হিসেবয়ে, আপনার সাইন সহ ভার্চুয়াল পোস্টকার্ড হিসেবে বন্ধু-বান্ধব বা যে কোন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।
বিউটিপ্লাস- এআই ফটো/ ভিডিও এডিট (BeautyPlus- AI Photo/Video Edit)
আপনার ছবি বা সেলফি তোলার অভিজ্ঞতা কে আরো বেশি আশ্চর্যজনক ভাবে সুন্দর এবং নিখুঁত করার জন্য এই অ্যাপটি ব্যবহার করতে পারেন. এই অ্যাপ এ থাকা ৫০ টিরও বেশি ছবি এডিট করার টুলস সহজে ব্যবহার করতে পারবেন।
এই অ্যাপের ফিচার গুলি দেখে নিনঃ
- সেলফি তোলার সময় আপনার সেলফি কে আকর্ষণীয় এবং নিখুঁত করার জন্য এই অ্যাপের মেকআপ, ফিল্টার এবং ফেস এডিটর টুলস ব্যবহার করুন।
- আপনার তোলা সেলফি আরো বেশি সুন্দর এবং ন্যাচারাল করে তুলতে এই অ্যাপের টুলস গুলি ব্যবহার করা সহজ।
- আপনার সেল্ফিকে যে কোন ধরনের ব্রণ এবং ব্রনের দাগ মুক্ত মসৃণ করতে এই অ্যাপটি ব্যবহার করুন।
- আপনার যেকোনো ছবির হলুদ দাঁত সাদা করতে, সুন্দর মুখায়ব এবং আকর্ষণীয় ফিগার করে তুলতে পারেন তুলতে এই অ্যাপটি ব্যবহার করে।
- চাইলে আপনি আপনার ছবির চুলের রং নিজের পছন্দমত করে দেখতে পারবেন।
- তাৎক্ষণিকভাবে একটি কিউট সেলফি তোলার জন্য এই অ্যাপটি বেস্ট একটি অ্যাপ।
- বর্তমানে এই অ্যাপটি সারাবিশ্বে ৮০০ মিলিয়নের বেশি ব্যবহারকারী রয়েছে।
বিউটি ক্যামেরাঃ অল-ইন-অয়ান ক্যামেরা (Beauty Camera: All-in-one)
বিউটি ক্যামেরাঃ অল-ইন-অয়ান ক্যামেরা, নাম শুনেই বোঝা যাচ্ছে এই অ্যাপের ক্যামেরায় সবকিছুই আছে। তবে এটি শুধু ক্যামেরায়ই প্রভাব ফেলে না, আপনি যদি ছবি এডিট করতে চান, তা-ও এই অ্যাপের মাধ্যমে করা যায়। বিউটি ক্যামেরার বৈশিষ্ট্য কেবল এক দুইটি নয়, বরং অনেক।
এই অ্যাপের উল্লেখযোগ্য ফিচারগুলো হলোঃ
- একটি আকর্ষণীয় প্রধান বৈশিষ্ট্য হলো আপনি এই অ্যাপের মেকআপ থিম আর স্টাইলের মাধ্যমে খুব সহজেই স্টার লুক পেতে পারেন।
- আবার আরেকটি মৌলিক বৈশিষ্ট্য মুখের আকার-আকৃতি, মসৃণ করা, দাগ মুছে ফেলা-- এক কথায় রিটাচ আর স্কিন টিউন পরিবর্তন করতে পারেন।
- এছাড়াও ফিল্টার, স্টিকার, সুন্দর হওয়ার টুল আর মেকআপ দিয়ে ছবির সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি করতে পারেন।
- ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে, বিভিন্ন কলাজ তৈরি করে, ফটোতে ফ্রেম, টেক্সট, স্টিকার, কোলাজ আর ভিডিও-তে মিউজিক অ্যাড করে আধুনিক যুগে নিজের সৌন্দর্যপ্রিয়তার প্রকাশ করতে পারেন বিউটি ক্যামেরা দিয়ে।
- শরীরের উচ্চতা, বিভিন্ন অংশের পরিবর্তন (যেমন- কোমর, মুখ ইত্যদি) এবং আকৃতির পরিবর্তন করা সম্ভব এই অ্যাপের মাধ্যমে।
নিচে এই অ্যাপ ডাউনলোডের লিংক দিয়ে দেওয়া হলো আপনাদের সুধার্থে। যদিও গুগল প্লেস্টরে পাওয়া যায়, তবুও আপনাদের যাতে চিনতে সমস্যা না হয় এবং তাড়াতাড়ি ডাউনলোড করতে পারেন এ জন্য এই লিংক দেওয়া হয়েছে।
ক্যানভাঃ এআই ভিডিও ও ফটো এডিটর (Canva: AI Video & Photo Editor)
ক্যানভা অ্যাপটি দিয়ে যেকোনো ছবি এডিট থেকে শুরু করে ভিডিও এডিটিং, লোগো ডিজাইন, সিভি তৈরি, ফায়ার ডিজাইন পেশাদার লেভেল এর মত করতে পারবেন। এই অ্যাপটি একটি ফ্রি গ্রাফিক্স ডিজাইন অ্যাপ।
নিম্নে এর ফিচারগুলো উপস্থাপন করছিঃ
- এই অ্যাপের ফটো এডিটর দিয়ে আপনি যেকোনো ছবি আপনার মনের মত করে বিভিন্নভাবে এডিট করতে পারবেন।
- এই অ্যাপের ফটো এডিটর অ্যাড এবং ওয়াটার মার্ক ফ্রী।
- যে কোন ছবি সহজে ফটো এডিটর দিয়ে ক্রপ করতে পারবেন
- ছবির ব্রাইটনেস থেকে শুরু করে সামঞ্জস্যপূর্ণ ফিল্টার ব্যবহার করতে পারবেন।
- এই অ্যাপে থাকা অটো ফোকাস দিয়ে ছবি ছবির সাবজেক্টকে তীক্ষ্ণ করতে এবং ঝাপসা ব্যাকগ্রাউন্ড ঠিক করা যায় সহজে।
- এই অ্যাপের ফটো এডিটর ছবির ফিলটার ব্যবহার করা, স্টিকার এবং বিভিন্ন ধরনের ইফেক্ট যোগ করা যায়।
- ছবিতে যেকোনো ধরনের আপনার মনের মত টেক্স ট ব্যবহার করতে পারব...
- ফটো এডিটর দিয়ে ফটোর গ্রিড তৈরি করা থেকে শুরু করে ছবির লেআউট এবং ছবির কলাস তৈরি সহজে করা যায় এই অ্যাপ দিয়ে।
- কারণ যে কোন ডিজাইন দ্রুত সময়ে করার জন্য এই অ্যাপে রয়েছে শক্তিশালী এ আই ম্যাজিক টুলস।
- আপনার এডিট করা ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন facebook, instagram সহজে পোস্ট করতে পারব...
মোটকথা ক্যানভা কে হল ছবি এডিট থেকে শুরু করে ভিডিও এডিট করা, সবচেয়ে সহজ উপায়ে গ্রাফিক ডিজাইন করা যায় এই অ্যাপ দিয়ে। বিশেষ করে গ্রাফিক ডিজাইনের বিগিনার লেভেলের যারা রয়েছেন তাদের জন্য এটি একটি বেস্ট অ্যাপ।
ব্যাকগ্রাউন্ড ইরেজার-বিজি রিমভার (Background Eraser-BG Remover)
ব্যাকগ্রাউন্ড ইরেজার এমন একটি অ্যাপ যে অ্যাপ দিয়ে আপনি সহজে আপনার ছবির যেকোনো ধরনের ব্যাকগ্রাউন্ড স্বয়ংক্রিয়ভাবে অটো রিমুভ করতে পারবেন। মূলতঃ এই অ্যাপটি হলো যেকোনো ছবি এডিট করার AI জেনারেটেড টুলস।
এই অ্যাপের ফিচার গুলি দেখে নিনঃ
- এই অ্যাপটি হলো পেশাদারদের মত ছবি কাটা এবং যেকোনো ধরনের ছবি এডিট করার এ আই টুলস।
- এক মিনিটের মত অল্প সময়ে স্বয়ংক্রিয়ভাবে আপনার ছবির যেকোনো ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ, ছবির মধ্যে যেকোন বস্তু অপসারণ করে এবং আপনার ছবিকে মনের মত করে কেটে নেওয়া যাবে।
- কোনরকম স্কিল ছাড়া সবচেয়ে সহজ উপায়ে ব্যাকগ্রাউন্ড হলে আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।
- এই অ্যাপ দিয়ে ছবির যেকোনো ধরনের জটিল অংশ সহজেই এডিট করতে পারবেন: যেমন ছবিতে আপনার চুল, নখ ইত্যাদি।
- আপনি যদি আপনার ব্যস্ত সময়ের মাঝে ছবি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে ছবি এডিট করার সহজ কোন অ্যাপ খোঁজেন তাহলে এই অ্যাপটি আপনার জন্য।
নিচে এই অ্যাপ ডাউনলোডের লিংক দিয়ে দেওয়া হলো আপনাদের সুধার্থে। যদিও গুগল প্লেস্টরে পাওয়া যায়, তবুও আপনাদের যাতে চিনতে সমস্যা না হয় এবং তাড়াতাড়ি ডাউনলোড করতে পারেন এ জন্য এই লিংক দেওয়া হয়েছে।
ফটোফিক্স (PhotoFix)
ফটোফিক্স আপনার পুরনো যে কোন ছবি যে কোন ধরনের এডিট করার জন্য দারুন একটি অ্যাপ। পুরনো ক্ষতিগ্রস্ত যে কোন ছবি আমরা চাই নতুনের মত এইচ ডি ফর্মুলায় ফিরিয়ে আনতে, আর এই কাজটি সহজে করার জন্য এই অ্যাপটি আপনারা ব্যবহার করতে পারেন।
এই অ্যাপের ফিচার গুলি দেখে নিন:
- আপনার পুরনো যেকোনো ধরনের ছবির ঝাপসা, অস্পষ্ট বা যেকোনো ধরনের ক্ষতিগ্রস্ত ছবিকে নতুন এতে ব্যবহার করুন এই অ্যাপ।
- এই অ্যাপের ৮০০% পর্যন্ত রেজুলেশন দিয়ে আপনি যেকোনো ছবি উন্নত মানের তৈরি করতে পারবেন।
- এই অ্যাপটি ব্যবহার করার সহজ এবং এক টাচ বা ক্লিকে এক ক্লিকে আপনি যেকোন ধরনের ছবির এডিট করতে পারবেন।
- আপনার যেকোন পুরনো ছবিকে এই অ্যাপটি এমন ভাবে এডিট করা যায় দেখে মনে হবে যেন সাম্প্রতিক সময়ে তোলা ছবি।
ফটো এডিটর বাই বিফানকি (Photo Editor By Befunkey)
আপনি যদি এমন কোন ছবি এডিট অ্যাপস ব্যবহার করতে চান যেখানে ছবি বিভিন্ন ধরনের পরিবর্তন করার সুযোগ রয়েছে তাহলে এই অ্যাপসটি আপনার জন্য। এই অ্যাপস এর সাহায্যে আপনি ছবি এডিট থেকে শুরু করে ছবি লেয়ার তৈরি, ছবির জন্য আকর্ষণীয় কোলাজ তৈরি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন কাজ সহ আরো অন্যান্য এডিট এর কাজ করতে পারবেন।
এই এপস এর ফিচারগুলো হলো:
- এক মুহুর্তেই ছবি কুয়ালিটিফুল করা, রং করা, কন্ট্রাস্ট ঠিক করা, মুখের দাগ ইত্যাদি মুছে ফেলা সম্ভব কারণ এই অ্যাপে আপনার সহযোগী হিসেবে থাকবে AI.
- যদি একটু ছবিতে আর্টি এফেক্ট দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এই ফিল্টার দিয়ে আপনি আপনার ছবি কার্টুন, স্কেচি বা পেইন্টেড ছবির মতো করতে পারবেন।
- ব্যাকগ্রাউন্ডে কোনো বস্তু লাগাতে, বস্তু সরাতে, মনের মত ব্যাকগ্রাউন্ড পরিবর্তন আর ছবি সোজা বা বাঁকা করতে আপনি এই অ্যাপ ব্যবহার করতে পারেন।
- কোলাজ উইজার্ড দ্বারা আপনার ছবিতে এক নিমিষেই প্রফেশনাল কোলাজ লাগান।
- কষ্ট করে কোথাও গিয়ে কয়েকটা ছবি তুললেন, আর বাড়ি ফিরে দেখলেন কোন ছবি ঝাপসা হয়েছে, ঘোলা হয়েছে বা এক কথায় নোইজ হয়েছে। তখন আপনার কষ্টের ছবি মূল্য দেওয়ার জন্য আছে ফটো এডিটর বাই বিফাঙ্কি। এর ডিনইজ র ডিব্লার টুলস দিয়ে সহজেই অস্পষ্টতা দূর করতে পারবেন।
- এই অ্যাপের সোশ্যাল মিডিয়ায় পোস্ট, কার্ড, ইনভাইটেশন ইত্যাদি তৈরি করতে বিভিন্ন টেমপ্লেট পাবেন এখানে।
নিচে এই অ্যাপ ডাউনলোডের লিংক দিয়ে দেওয়া হলো আপনাদের সুধার্থে। যদিও গুগল প্লেস্টরে পাওয়া যায়, তবুও আপনাদের যাতে চিনতে সমস্যা না হয় এবং তাড়াতাড়ি ডাউনলোড করতে পারেন এ জন্য এই লিংক দেওয়া হয়েছে।
স্ন্যাপসিড (Snapseed)
স্ন্যাপসিড এমন একটি অ্যাপ যার সম্পর্কে জানার সাথে সাথেই আপনি তাকে নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেলবেন। কারণ এই অ্যাপ একেবারে আপনার মনের কথা পড়ে ফেলে ছবি এডিট করতে সাহায্য করবে। এখন আমি যদি বলি এটি গুগলেরই তৈরি একটা অ্যাপ তাহলে একটু ভাবলেই ব্যাপারটা আশ্চর্যজনক লাগবে। এই অ্যাপ হাই কুয়ালিটির।
নিচের ফিচারগুলো পড়ার আগে বলে রাখি এই অ্যাপে ২৯ টি টুল আর ফিল্টার রয়েছে। মূল ফিচারগুলো নিম্নে দিচ্ছিঃ
- ক্যামেরায় তোলা ছবি খুব সহজেই রিটাচ, রং, কন্ট্রাস্ট, সেড, এক্সপোজার এক কথায় করতে পারবেন।
- ছবির লাইন সোজা করুন এবং মন মত ক্রপ করে ছবিটি অসাধারণ বানান।
- অপ্রয়োজনীয়, অদ্ভুত বস্তু ছবি থেকে সরান।
- এই অ্যাপ দিয়ে আপনি খুব সহজে ব্যাকগ্রাউন্ড ইচ্ছামত পরিবর্তন করতে পারবেন।
- অনেক সময় ব্যাকগ্রাউন্ডের বেশি আলোর জন্য মুখের ছবি ডার্ক হয়ে যায়। এই ডার্ককে লাই্ট করতে আছে স্ন্যাপসিড।
- চোখের ফোকাস বাড়াতে এবং ত্বক মুসলিম করতে সক্ষম এটি।
- এছাড়াও আপনি এই অ্যাপের মাধ্যমে ফিল্মস্টাইল ছবি বানাতে পারবেন। শুনতে তেমন অসাধারণ না লাগলেও, ব্যবহার করেই আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কতটা অসাধারণ।
- আপনার যদি কোন ছবির এডিটিং স্টাইল ভালো লাগে তাহলে আপনি সেটা ফেভারিট এডিটিং স্টাইলে সংরক্ষণ করে রাখতে পারেন পরবর্তী ছবি এডিট করার জন্য।
নিচে এই অ্যাপ ডাউনলোডের লিংক দিয়ে দেওয়া হলো আপনাদের সুধার্থে। যদিও গুগল প্লেস্টরে পাওয়া যায়, তবুও আপনাদের যাতে চিনতে সমস্যা না হয় এবং তাড়াতাড়ি ডাউনলোড করতে পারেন এ জন্য এই লিংক দেওয়া হয়েছে।
মোবাইল দিয়ে ছবি এডিট করার অ্যাপস
মোবাইল দিয়ে ছবি এডিট করার সবচেয়ে ভালো অ্যাপস কোন গুলো সে সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান। যদিও উপরে উল্লেখিত ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড আপনারা সহজেই আপনাদের মোবাইল দিয়ে করতে পারবেন।
আপনাদের সুবিধার্থে মোবাইল দিয়ে সহজে ছবি এডিট করার আরও কিছু অ্যাপ্স এর তালিকা এই অংশে দেওয়া হল। আপনারা গুগলে সার্চ দিলে এই অ্যাপসগুলো পেয়ে যাবেন। এই সকল অ্যাপস গুলো মোবাইল ফ্রেন্ডলি হওয়ায় ছবির যেকোনো ধরনের পরিবর্তন বা পরিবর্ধনের প্রয়োজনে ব্যবহার করা সহজ।
আরো পড়ুনঃ ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করার apps ও website
আর্টিকেলের এই অংশে আপনাদের জানাবো মোবাইল দিয়ে ছবি এডিট করার ১০ টি ভালো অ্যাপ সেট তালিকাঃ
- LightX
- Photo Director- AI Photo Editor
- Peacy- AI Face & Body Editor
- Photo Background Eraser
- Photo Enhancer
- Retouch- Remove Object
- EraseBg- Auto Remove Background
- PicroEdit
- Apowersoft Background Eraser
- Prisma Art Effect Photo Editor
ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps
ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান। উপরের অংশে ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড সেরা ১২ টি সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। আমাদের সাথে মাঝে মাঝেই এমন হয় যে ব্যাকগ্রাউন্ডে এমন কোনো জিনিসের ছবি উঠে গেছে যা উদ্ভট, ছবির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় অথবা একেবারেই অপ্রয়োজনীয়।
আবার আপনি যেই বস্তুকে আপনার ছবিতে রাখতে চাচ্ছেন সেই বস্তুর ছবিই উঠেনি, আবার এরকমও হতে পারে যে ব্যকগ্রাউন্ড সুন্দর হয়নি আথবা ছবি বাঁকা হয়েছে। এরকম সমস্যা সমাধান করার জন্য আছে ফটো এডিটর ফানকি।
আরো পড়ুনঃ Forsage.io কত দিন থাকবে 2024 বিস্তারিত তথ্য
ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড অ্যাপ সম্পর্কে আর্টিকেলের এই পর্যায়ে আপনাদের জানাবো। ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার অ্যাপ সম্পর্কে আমরা সবচেয়ে বেশি সার্চ দিয়ে থাকি। এরই প্রেক্ষিতে যে কোন ছবির যেকোনো ধরনের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য বর্তমানে যে ১০ টি অ্যাপস সবচেয়ে জনপ্রিয়, সেই এপ্স এর নাম গুলো দেখে নিন:
- Photo Editor Lumi
- Remove Background
- Photo Collage maker & Editor
- After Focus
- Pixlr
- Photo Editor Polish
- Picsart- AI Photo Video Editor
- Apowersoft Background Eraser
- Retouch- Remove Objects
- Photo Mixer- Photo Blender
passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;
comment url