ডিপোজিট ছাড়া ইনকাম করার জনপ্রিয় ২০টি সাইট

ডিপোজিট ছাড়া ইনকাম সাইট জনপ্রিয় ও সেরা ২০টি সম্পর্কে আজকের কনটেন্টে আপনাদের জানাবো। আপনারা অনেকেই ঘরে বসে অনলাইনে ফ্রিতে টাকা ইনকাম করার জন্য ডিপোজিট ছাড়া জনপ্রিয় ইনকাম সাইট গুলোর নাম সম্পর্কে জানতে চান, যা এই আর্টিকেলটি পড়ে জানতে পারবেন। সাথে জানবেন, ডিপোজিট ছাড়া ইনকাম apps 2025 সম্পর্কে।

ডিপোজিট-ছাড়া-ইনকাম-সাইট

অনলাইনে ডিপোজিট ছাড়া ইনকাম সাইট ও এপস গুলো ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই সকল সাইট ও অ্যাপস গুলো ফ্রি হওয়ায় যারা অনলাইনে ডিপোজিট না করে দিনের কিছুটা সময় ব্যয় করে ইনকাম করতে চান তাদের জন্য আশীর্বাদস্বরূপ।

ডিপোজিট ছাড়া ইনকাম সাইট গুলো থেকে ইনকাম করার জন্য আপনার কোথাও যাওয়ার প্রয়োজন হবে না, ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন বা ল্যাপটপে কাজ করে ইনকাম শুরু করতে পারবেন।

তাই আপনিও যদি এরকম বিনা ডিপোজিটের ইনকাম সাইট ও এপস সম্পর্কে জানতে চান, তাহলে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো। পোস্ট সূচীপত্রঃ

তাহলে চলুন দেরি না করে কনটেন্টটি শুরু করা যাক।

ডিপোজিট ছাড়া ইনকাম সাইট

ডিপোজিট ছাড়া ইনকাম সাইট হল অনলাইনে থাকা সেই সমস্ত সাইট যেখানে টাকা ইনকাম করার জন্য কোনরকম ডিপোজিট বা অগ্রিম টাকা প্রদান করতে হয় না। ডিপোজিট ছাড়া ইনকাম সাইটকে আমরা ফ্রি টাকা ইনকাম সাইট বলতে পারি। এই সকল ফ্রি সাইট গুলোতে কোন কাজের জন্য আপনার দক্ষতার প্রয়োজন হবে আবার কোন সাইটে আপনি দক্ষতা ছাড়াই ইনকাম করতে পারবেন।

আরো পড়ুনঃ ঘরে বসে অনলাইনে ইনকাম করার সহজ ১৫টি উপায়

তাহলে আজকের এই কনটেন্ট থেকে ডিপোজিট ছাড়া জনপ্রিয় ২০টি ইনকাম সাইটের নাম সম্পর্কে জেনে নিন।

  • ফাইবার ( Fiverr.com)
  • সাটার স্টক ( Shutterstock.com)
  • আপয়ার্ক ( Upwork.com)
  • ফ্রি ক্যাশ ( Free cash.com)
  • ট্রু ল্যান্সার ( Truelancer.com )

  • ইউটিউব ( Youtube.com)
  • পিপলপারআওয়ার ( People per Hour.com)
  • বিকাশ ( Bkash.com)
  • ৯৯ডিজাইন ( 99 Design )
  • আউটসোর্সলি ( Outsourcely.com )
  • টেলিগ্রাম ( Telegram.com)
  • ২ক্যাপচা ( 2 Captcha.com)
  • টুইটার ( Twitter.com)
  • এডোবি স্টক ( Adobe stock.com )
  • রিওয়ার্ডি ( Rewardy.com )
  • ব্লগার ( Blogger.com)
  • সিজে অ্যাফিলিয়েট ( CJ Affiliate )
  • মিডিয়াম ( Medium.com)
  • অ্যামাজন অ্যাফিলিয়েট ( Amazon.com)
  • ফেসবুক মার্কেটপ্লেস ( Facebook Marketplace)

ফাইবার ( Fiverr.com)

অনলাইনের এই বৃহৎ প্লাটফর্মে ডিপোজিট ছাড়া ইনকাম করার জনপ্রিয় একটি সাইট ফাইবার ডটকম। এখানে আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারেন। ফ্রিল্যান্সিংয়ের ছোট-বড় অসংখ্য কাজ এই সাইটে রয়েছে। আপনার দক্ষতা অনুযায়ী যে কোন কাজ করে কোন রকম ডিপোজিট ছাড়া ফ্রিতে এই সাইট থেকে ইনকাম করতে পারবেন।

সাইটে আপনার প্রোফাইলে থাকা কাজগুলো দেখে কোন ক্রেতা আপনাকে কোন একটি কাজের জন্য অর্ডার দিবে এবং সেই কাজটি করে দেওয়ার জন্য আপনি আপনার উপযুক্ত পারিশ্রমিক পাবেন।

এখানে কাজ করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তাও আবার কোন ধরনের ডিপোজিট ছাড়া। তাই আপনার যদি স্বপ্ন থাকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করার তাহলে আপনার এই প্লাটফর্মে আসা অপরিহার্য।

সাটার স্টক ( Sutterstock.com )

ডিপোজিট ছাড়া ইনকাম করার আরেকটি জনপ্রিয় সাইট শাটার স্টক ডট কম। আপনার ক্রিয়েটিভ গুণের মধ্যে যদি ছবি তোলা অন্তর্ভুক্ত থাকে তাহলে আপনাকে আমি অবশ্যই শাটার স্টক থেকে ইনকাম করার পরামর্শ দিব। ছবি বিক্রি করে এখানে আপনি খুব সহজে ফ্রিতে অনেক টাকা ইনকাম করতে পারবেন। তবে অবশ্যই ছবিগুলো হাই কোয়ালিটি হতে হবে এবং ক্রেতার মন মত হতে হবে।

শুধু বাংলাদেশ থেকেই না সারা বিশ্ব থেকে ক্রেতারা ছবি কেনার জন্য শাটার স্টকে আসে। এখানে অ্যাকাউন্ট খুলে আপনি ছবি বিক্রি করা শুরু করবেন। এবং দিনে দিন অভিজ্ঞতা বাড়তে থাকবে তত আপনার ইনকামের পরিমাণ বাড়তে থাকবে।

আপওয়ার্ক ( Upwork.com )

ডিপোজিট ছাড়া ইনকাম করার আরেকটি সেরা এবং জনপ্রিয় সাইট হল আপওয়ার্ক। সারা বিশ্বের ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে বড় মার্কেটপ্লেস হলো upwork. প্রায় ৫ মিলিয়ন ক্রেতা এ প্লাটফর্মে রয়েছে। আপনি নতুন ফ্রিল্যান্সার হিসেবে আপনার কাজের দক্ষতা অনুযায়ী এই প্লাটফর্মে টাকা ইনকাম করতে পারেন। অবশ্যই এই ওয়েবসাইটে কোন রকম ডিপোজিট ছাড়াই ইনকাম করা যায়।

আপনার যদি টার্গেট থাকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করার তাহলে আপনি আপওয়ার্ক নিঃসন্দেহে বেছে নিতে পারেন। ১২ মিলিয়ন ফ্রিলান্সারদের সাথে এখনই যোগ দিয়ে কাজ শুরু করতে পারেন।

ফ্রিক্যাশ ( Freecash.com )

ডিপোজিট ছাড়া এই অ্যাপে কাজ করার জন্য আপনার বিশেষ কোন স্কিল লাগবে না। আপনার শুধু একটু ধৈর্য প্রয়োজন হবে। এই অ্যাপে আপনাকে যে টাস্কগুলো দেয় সেগুলো পূরণ করে আপনি খুব সহজেই টাকা উপার্জন করতে পারেন। প্রত্যেকটি টাস্কের জন্য ১০০০ কয়েন দেওয়া হয়, যা এক ডলারের সমান। অর্থাৎ এখানে আপনার একটি কাজের জন্য এক ডলার দেওয়া হবে।

প্রত্যেকটি টাস্ক সম্পন্ন করতে ৫ থেকে ১০ মিনিট বেশি সময় দিলেই যথেষ্ট। আপনি যদি দিনে ১ থেকে ২ ঘন্টা কাজ করতে পারেন তাহলে এই সাইট থেকে ফ্রিতে অনায়াসে ৭০০ থেকে ১০০০ টাকা ইনকাম করতে।

ট্রু ল্যান্সার ( Truelancer.com )

বিনা ডিপোজিটে অনলাইন থেকে টাকা ইনকাম করার আরেকটি জনপ্রিয় সাইট হতে পারে ট্রু লেন্সার। মূলতঃ এটি একটি ফ্রিল্যান্সিং সাইট। এই ফ্রিল্যান্সিং সাইটটি বিশেষ করে টাইপিং এ যারা দক্ষ তাদের জন্য।

আপনি যদি টাইপিং এ মোটামুটি দক্ষ হয়ে থাকেন তাহলে এই সাইটে টাইপিং এর বিভিন্ন ধরনের সহজ কাজ করে ইনকাম শুরু করতে পারবেন।

এই সাইটে আপনি বিভিন্ন ধরনের ডকুমেন্ট লেখা, এক্সেল শিট তৈরি করার কাজ, অডিও শুনে বা ভিডিও ক্লিপ দেখে তা টাইপ করা অর্থাৎ ট্রান্সক্রিপশন এর কাজ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিভিন্ন কাজ করা যেমনঃ সোশ্যাল মিডিয়ার পোস্ট করা, সোশ্যাল মিডিয়া পোস্ট পরিচালনা করা ইত্যাদি কাজগুলো করে ইনকাম করতে পারবেন।

সহজেই এই সাইটে একটি প্রোফাইল তৈরি করে আপনার দক্ষতা অনুযায়ী কাজগুলো সার্চ করার মাধ্যমে কাজ শুরু করতে পারবেন। এই সাইটের ক্লায়েন্ট রা বাইরের দেশের বিশেষ করে ইউরোপ বা আমেরিকার হওয়ায় আপনি যদি ঠিকমত কাজ করতে পারেন তাহলে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। ব্যাংক ট্রান্সফার, পেপার বা পাইওনিয়ার মাধ্যমে অর্জিত টাকা উত্তোলন করতে পারবেন।

ইউটিউব (Youtube.com )

কোনরকম ডিপোজিট ছাড়া ইউটিউবে আপনি ভিডিও আপলোড করে ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন। ভিডিও আপলোড করে আপনার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার নির্দিষ্ট পরিমাণে হলে আপনার চ্যানেলটি মনিটাইজেশন করার মাধ্যমে ইনকাম শুরু করতে পারবেন। এখানে স্পন্সরশিপ করে বা এড দেখিয়ে আপনার ইনকাম করার সুযোগ রয়েছে।

অনলাইনে ইনকাম করার বর্তমানে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হল ইউটিউব। এই সাইট থেকে আপনি হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত।

পিপল-পার-আওয়ার ( People Per Hour.com)

পিপল পার আওয়ার একটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, যেখান থেকে আপনি আপওয়ার্ক, ফ্রিলান্সার ডট কম এর মত ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন খুব সহজে। অনলাইনে ডিপোজিট ছাড়া ইনকাম করার আরেকটি জনপ্রিয় সাইট হল পিপল পার আওয়ার।

বিশেষ করে আপনারা যারা ফ্রিল্যান্সিং প্লাটফর্মে নতুন তারা চাইলে এখান থেকে কাজ করে ইনকাম করতে পারেন। অন্যান্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের মত এখানেও ক্রেতা এবং বিক্রেতা থাকে। এখানে সব ধরনের কাজ করা যেতে পারে। অর্থাৎ আপনার এখান থেকে ইনকাম করা খুব সহজ হবে।

পিপল পার আওয়ার হল একটি বিখ্যাত ও জনপ্রিয় ফ্রিলান্সিং ওয়েবসাইট। আপনার যদি আপওয়ার্ক, ফ্রিলান্সারের মতো অনেক বড় বড় ওয়েবসাইটে ফ্রিলান্সিং কষ্টকর হয় তাহলে বিকল্প হিসেবে প্রথমে এই সাইটে কাজ শুরু করে ইনকাম করতে পারেন।

বিকাশ ( Bkash.com)

ডিপোজিট ছাড়া আপনি যদি অনলাইনে ইনকাম করতে চান তাহলে বিকাশ ডটকম থেকে সহজে ইনকাম করতে পারবেন। এখান থেকে আয় করার উপায় খুবই সহজ। আপনাকে রেফার করতে হবে। অর্থাৎ যারা বিকাশে নেই তাদেরকে বিকাশের লিংক পাঠিয়ে একাউন্ট তৈরি করাতে হবে। যখন তারা লেনদেন করবে তা থেকে তখন আপনি কমিশন পাবেন যা আপনার একাউন্টে গিয়ে জমা হবে।

এই টাকা আপনি অবশ্যই বিকাশে উত্তোলন করতে পারবেন। বিনা ডিপোজিটে আপনি যদি কোন সহজ কাজ করে ইনকাম করতে চান, তাহলে বিকাশ থেকে ইনকাম করার আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে।

৯৯ডিজাইন (99 design.com )

আপনি এই সাইটকে ফ্রিল্যান্সিং সাইট বলতে পারেন, তবে এই সাইটটি ডিজাইনারদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। অর্থাৎ আপনার যদি ডিজাইন করার দক্ষতা থাকে তাহলে আপনি এই সাইট বিবেচনা করতে পারেন। বেশিরভাগ ক্রেতা এখানে বিশেষ কোনো ডিজাইনের জন্য কাউকে খুঁজে। এবং বেশিরভাগ বিক্রেতারা এখানে ডিজাইন করে ইনকাম করে।

আপনি চাইলে আপনার ডিজাইনের দক্ষতা দিয়ে এই সাইটে ডিপোজিট ছাড়া ইনকাম শুরু করতে পারেন। বলা যেতে পারে ফ্রিল্যান্সিং দুনিয়ায় যে সকল ওয়েবসাইট আছে তার মধ্যে সবচেয়ে ভিন্ন এবং চমকপ্রদ ওয়েবসাইট গুলোর মধ্যে এটি একটি।

আউটসোর্সলি ( Outscourcely .com)

আপনি যদি এমন কোন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট খুঁজে থাকেন যেটি নতুন এবং যেখানে বড় বড় ফ্রিল্যান্সার কম, নতুন ফ্রিল্যান্সাররা সহজে ইনকাম করতে পারবে তাহলে আপনাকে আউটসোর্সলি রেকমেন্ড করব। সাইটটি ২০১৪ সালে সর্বপ্রথম অনলাইন প্লাটফর্মে উপস্থিত হয়, যার কারণে সবার মাঝে সাইটটি এখনো নতুন।

কিন্তু এটিও একটি ডিপোজিট ছাড়া বিশ্বস্ত সাইট ফ্রিল্যান্সিং করে ইনকাম করার জন্য। নতুনদের জন্য এই সাইটে ইনকাম করার হার বেশি। তাই আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে এই সাইটে একাউন্ট খুলে ইনকাম শুরু করতে পারেন।

টেলিগ্রাম ( Telegram.com)

টেলিগ্রাম একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেখানে আপনি ডিপোজিট ছাড়া ফেসবুকের মতই বিভিন্নভাবে ইনকাম করার সুযোগ পাবেন। এই উপায় গুলোর মধ্যে অন্যতম সহজ উপায় গুলো হলো রেফার করে, ইউআরএল ছোট করে আর প্রোডাক্ট রিসেলিং করে। এছাড়া টেলিগ্রামে চ্যানেল বানিয়ে সেখানে নিয়মিত কনটেন্ট পোষ্ট করে এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্কিং করেও ইনকাম করা যায়।

আপনার পরিচিতজনদের টেলিগ্রামের সাথে সংযুক্ত করে, যে কোন কিছু লিংক বা ইউআরএল ছোট করে এবং কোন ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করে আপনি সহজেই ইনকাম করতে পারবেন। আবার আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে টেলিগ্রাম চ্যানেলে আপনার ৫০০ মেম্বার হলেই আপনি ইনকাম শুরু করে দিতে পারবেন কন্টেন্ট পাবলিশ করে।

২ক্যাপচা (2captach.com )

এই সাইটে আপনি ক্যাপচা এন্ট্রি করে ফ্রিতে ইনকাম করার সুযোগ পাবেন। অর্থাৎ এই সাইটে ডিপোজিট না করে ক্যাপচা টাইপিং করার জন্য আপনাকে টাকা দেয়া হবে। ৪ ঘন্টায় আপনি যদি ২০০০ ক্যাপচা টাইপ করতে পারেন তাহলে আপনাকে ৩ ডলারের মত দেওয়া হবে যা বাংলাদেশে প্রায় ৪০০ টাকার মত। 

অর্থাৎ আপনি নিয়মিত কাজ করতে পারলে একদিনে ৫০০ থেকে ৬০০ টাকা ইনকাম করতে পারবেন।এই সাইট ১০০% পেমেন্ট করে অর্থাৎ বিশ্বস্ত একটি সাইট।

এই সাইটের সহজ কিছু চ্যালেঞ্জ রয়েছে যার মধ্যে একটি অন্যতম হলো আপনাকে ক্যাপচার কাঙ্ক্ষিত সময় থেকে একটু দেরি করে দেখাতে পারে। তবে আপনি যদি ধৈর্য ও সময় নিয়ে কাজ করেন তবে মাসে ১২০০০ এর বেশি ইনকাম করতে পারবেন।

টুইটার (Twitter.com )

টুইটার এক ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে আপনার ইনকাম করার বিভিন্ন সুযোগ রয়েছে।যেমনঃ এই প্লাটফর্ম হতে পারে অ্যাফিলিয়েট করার একটি অন্যতম প্লাটফর্ম। কোন প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে বা সিপিআই-এর প্রোডাক্ট প্রমোশন করে আপনি ইনকাম করতে পারেন।

এছাড়াও এখানে বিভিন্ন কনটেন্টের লিংক শেয়ার করার জন্য আপনাকে টাকা দেওয়া হয় কনটেন্টের মালিকের কাছ থেকে। আপনি যদি টুইটারে কোন বিখ্যাত প্রতিষ্ঠান বা ব্যক্তির সাথে সংযুক্ত হতে পারেন তাহলে তাদের দেওয়া পোস্ট বা টুইট তাদের অনুমতি নিয়ে ফরওয়ার্ড বা রিটুইট করে আপনি ইনকাম করতে পারবেন। এছাড়া এখানে গ্রাফিক্সের কাজ করে আয় করা যায়।

আবার আপনি যদি ভালো কনটেন্ট বানাতে পারেন তাহলে টুইটারে ১০০০০ ফলোয়ার হলেই আপনি ইনকাম শুরু করে দিতে পারবেন নিশ্চিন্তে। এগুলো টুইটার থেকে ডিপোজিট ছাড়া ইনকাম করার খুবই সহজ উপায় গুলোর মধ্যে অন্যতম।

এডোবি স্টক ( Adobe Stock.com )

অনেকেই এখন নিজের প্যাশনকে নিজের ইনকামের সোর্স বানিয়ে ফেলেছে। আপনিও চাইলে বানাতে পারেন। আপনার যদি প্যাশন হয় ছবি বিক্রি করার তাহলে এডোবি স্টক আপনার জন্য হতে পারে একটি দারুন বিকল্প সাইট। এই সাইটে আপনি ডিপোজিট না করে আপনার হাই কোয়ালিটি ছবিসহ সুন্দর ক্যাপশন পাবলিশ করে ইনকাম করতে পারবেন। এছাড়া এডিট করার দক্ষতাও থাকতে হবে।

আবার আপনি যাতে কাঙ্খিত ছবির বাইরে পাবলিশ না করেন এজন্য কিওয়ার্ড রিসার্চ করার ধৈর্য ধারণ করতে হবে। আপনি এখানে প্রতিটি ছবি বিক্রি করার জন্য ৩৩% কমিশন পাবেন এবং ভিডিও বিক্রি করার জন্য ৩৫% কমিশন পাবেন। 

রিওয়ার্ডি ( Rewardy.com )

রিওয়ারডি ডটকম একটি বিনা ডিপোজিটে সার্ভে সম্পন্ন করে ইনকাম সাইট। অর্থাৎ এটিকে আপনি সার্ভে সাইট বলেও ধরতে পারেন। এখানে বিভিন্নভাবে ইনকাম করার সুযোগ দেওয়া হবে আপনাকে। আপনি এখানে আপনার পরিচিতজনদের রেফার করে করতে পারবেন। 

আবার ভিডিও দেখে এবং এই সাইটের দেওয়া কিছু অ্যাপ ডাউনলোড ও পরীক্ষা করে আপনি সহজ ভাবে ইনকাম করতে পারবেন।

এছাড়াও কোম্পানির বিভিন্ন জরিপে অংশগ্রহণ করার জন্য আপনি কিছু পয়েন্ট পাবেন। যে পয়েন্টগুলো পরবর্তীতে অর্থ হিসেবে উত্তোলন করতে পারবেন।

ব্লগার (Blogger.com )

এখনকার সময় ব্লগ পোস্ট দেওয়া অনেক মানুষের জীবিকা হয়ে দাঁড়িয়েছে। এই ব্লগ পোস্ট দিয়েই বিনা ডিপোজিট মানুষ ইনকাম করছে সাধারণ চাকরির থেকে বেশি। আপনি চাইলে ব্লগার ডট কম থেকে নিয়মিত ব্লগ পোস্ট পাবলিশ করে ইনকাম শুরু করে দিতে পারেন এখনই। প্রসেসটা খুব ধীরে হলেও অত্যন্ত ফলপ্রসু।

অর্থাৎ আপনার বিশ্বাস করা কষ্টকর হয়ে যাবে যে এখান থেকে কত টাকা ইনকাম করা সম্ভব। তবে ব্লগ পোস্ট থেকে পোস্ট দেয়ার জন্য আপনাকে একটা ওয়েবসাইট খুলতে হবে।

আরো পড়ুনঃ ডেইলি ৩০০ থেকে ৫০০ টাকা ইনকাম অ্যাপ সেরা ১০ টি

এবং নিয়মিত সাইটে গুণগত মান সম্পন্ন ও সমসাময়িক পোস্ট পাবলিশ করতে হবে। এরপর আপনার ওয়েবসাইটে যখন নির্দিষ্ট পরিমাণে ভিজিটর আসা শুরু করবে তখন আপনি google এডসেন্সের জন্য আবেদন করতে পারবেন। আপনার সাইটে গুগল এডসেন্সের বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম শুরু করতে পারবেন।

এছাড়া এফিলিয়েট মার্কেটিং করেও এখান থেকে আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন।

সিজে অ্যাফিলিয়েট ( CJ Affiliate.com )

আপনি যদি অ্যাফিলিয়েট করার জন্য এই সময়ের একটি অন্যতম বড় প্লাটফর্ম খুঁজেন, তাহলে আপনাকে বলব যে আপনি সিজে অ্যাফিলিয়েট খুঁজছেন। এটি বড় এবং একটি বিখ্যাত প্লাটফর্ম। আপনার ইনকামের যদি গ্রোথ বাড়াতে যান তাহলে আপনি অবশ্যই এই সাইটটি নিজের বিবেচনায় ফেলবেন।

আপনার ইনকাম আস্তে আস্তে ভালো পরিমাণে বাড়তে থাকবে। এখানে আপনি দুই ভাবে সাইন আপ করতে পারবেন।

একজন এডভারটাইজার হিসেবে যে অ্যাফিলিয়েট করাবে বা কাজ দেবে। আবার একজন পাবলিশার হিসেবে যে  করবে অথবা কাজ করে দিবে। পাবলিশের হিসেবে আপনি সাইন আপ করলে টাকা ইনকাম করতে পারবেন। এখানে অ্যাফিলিয়েট করা খুবই সহজ এবং লাভজনক।

মিডিয়াম (Medium.com )

মিডিয়াম ডট কম আপনাকে বিভিন্নভাবে ইনকাম করার সুযোগ দিবে। এই সুযোগকে কাজে লাগালেই আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এখানে আপনি সিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েটিং মার্কেটিং করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে এখানে আপনার ছোট বিজনেস শুরু করতে পারবেন। হ্যা, প্রোডাক্ট বেচাকেনা করে ইনকাম করতে পারবেন।

আবার আপনি যদি কোন ওয়েবসাইটের মালিক হয়ে থাকেন তাহলে এই সাইটে নিজের ওয়েবসাইটের অর্গানিক ভিজিটর বাড়িয়ে গুগল এডসেন্স নিয়ে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনার যদি লক্ষ্য হয় মাসে ১০০০ থেকে ২০০০ ডলার আয় করার জন্য তাহলে এই সাইট কে আপনি নিজের সঙ্গী বানিয়ে নিতে পারেন আপনার জার্নিতে।

অ্যামাজন অ্যাফিলিয়েট (Amazon Affiliate)

অ্যামাজন একটি কেনাবেচা করার জায়গা অর্থাৎ একটি মার্কেটপ্লেস। বলা যেতে পারে এটি খুবই বড় মার্কেটপ্লেস কেননা অনেক মানুষ এখানে বেচাকেনা করে। এই মার্কেটপ্লেসে যদি আপনি কোন কোম্পানির প্রোডাক্ট প্রমোশন দেন এবং তা বিক্রি হয় তাহলে সেই প্রোডাক্টের উপর যে পার্সেন্টেজ কমিশন ছিল সেই কমিশন আপনাকে দেওয়া হবে।

অর্থাৎ বিনা ডিপোজিটেই আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন।

ধরা যাক, আপনি একটি কোম্পানির প্রোডাক্ট প্রমোশন দিলেন এবং সেটার দাম ১০০ ডলার। সেই প্রোডাক্টের উপর ১০% কমিশন রয়েছে। এখন সেই প্রোডাক্ট যদি বিক্রি হয়, তাহলে আপনি ১০% কমিশন অর্থাৎ ১০ ডলার পেয়ে যাবেন। খুবই সহজ কাজ কিন্তু ইনকাম ভালো পরিমানে। একটু বুদ্ধি খাটিয়ে এ মার্কেটপ্লেসে বেচাকেনা করলে আপনার অনেক লাভ হতে পারে।

ফেসবুক মার্কেটপ্লেস (Facebook Marketplace )

অনেকেরই লক্ষ্য থাকে কোন ছোট বিজনেস বা বিজনেস শুরু করা। কিন্তু বিজনেস কোথায় শুরু করলে আপনি ভালো ফল পাবেন? এর উত্তর হতে পারে ফেসবুক মার্কেটপ্লেস। আপনি এখানে যে কোন ঐতিহ্যবাহী বা সুন্দর প্রোডাক্ট বিক্রি করতে পারেন।

গ্রামের অপরিচিত প্রোডাক্ট কে সবার সামনে পরিচয় করিয়ে দিয়ে এবং তা বিক্রি করে আপনি নিজেরই বিজনেস শুরু করতে পারবেন। এছাড়া আপনার অব্যবহৃত যে কোন প্রোডাক্ট ফেসবুক মার্কেট প্লেসে বিক্রি করে আয় করতে পারেন। অনেকেই এখন ফেসবুকে নিজের বিজনেস গড়ার জন্য একটি দারুণ বিকল্প হিসেবে বেছে নিয়েছেন। তাই আপনিও বেছে নিতে পারেন।

আপনি যদি প্রায় বিনা ডিপোজিটে অনলাইনে ইনকাম করার রাস্তা খুঁজে থাকেন, ফেসবুক মার্কেট প্লেসে পণ্য বিক্রি করে ইনকাম করা শুরু করতে পারেন।

ডিপোজিট-ছাড়া-ইনকাম-সাইট

ডিপোজিট ছাড়া ইনকাম apps 2025

ডিপোজিট ছাড়া ইনকাম apps 2025 সম্পর্কে কনটেন্টের এই অংশে জানতে পারবেন। ডিপোজিট ছাড়া প্রচুর জনপ্রিয় অ্যাপস অনলাইনে রয়েছে যেখানে আপনি ঘরে বসে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপস গুলো বিশ্বস্ত এবং আপনি যদি ঠিক মত কাজ করতে পারেন তাহলে দিনে ৫০০ বা এর বেশি টাকা ইনকাম করতে পারবেন।

আপনাদের জানার সুবিধার্থে নিচে 2025 সালের ডিপোজিট ছাড়া ১৫টি সেরা ইনকাম apps এর তালিকা দেওয়া হলঃ

Toptal: টপ টাল একটি ফ্রিল্যান্সিং অ্যাপ যেখানে বিশ্বের ৩% টপ ফ্রিল্যান্সাররা রয়েছে। আপনিও এখানে তাদের মাঝে নিজের জায়গা করে নিতে পারেন ফ্রিল্যান্সিং করে।

Appen: এটিও এক ধরনের ফ্রিল্যান্সিং অ্যাপ যেখানে আপনাকে ডাটা রিলেটেড কাজ সম্পন্ন করে ইনকাম করার সুযোগ দেওয়া হয়। এখানে কিছু সার্ভে রিলেটেড কাজে রয়েছে যেগুলো আপনি সম্পন্ন করতে পারেন।

Cashkaro: এখানে আপনি অনলাইনে শপিং করে ইনকাম করতে পারবেন।

Shopsy: প্রডাক্ট রিসেলিং বা প্রোমোশন দিয়ে কমিশন নিয়ে অর্থ উপার্জন করতে পারেন।

Perk TV: এখান থেকে আপনি ভিডিও দেখে ইনকাম করতে পারবেন ফ্রিতে। আপনি এখানে রেফার করেও ইনকাম করতে পারবেন।

Foap: স্মার্টফোনে তোলা ছবি এই মার্কেটপ্লেসে বিক্রি করে অর্থ উপার্জন করা যায়।

Whatsapp: হোয়াটসঅ্যাপে আপনি ব্যবসা করে, ড্রপ শিপিং করে, প্রোডাক্ট প্রমোশন ও প্রচার করে, অ্যাফিলিয়েট করে এবং আরো বিভিন্নভাবে আপনি আয় করার সুযোগ পাবেন।

Udemy: আপনি এখানে কোর্স তৈরি করে, তা বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন।

Skillshare: এখানে আপনি কোর্স তৈরি করে আয় এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারবেন।

Lucktastic: এখানে আপনি ফ্রিতে স্ক্র্যাচ কার্ডস এবং লটারি্র সাথে সংযুক্ত গেম খেলে ইনকাম করতে পারবেন।

Chegg Tutors: এখানে মূলত আপনি অনলাইনে ছাত্র-ছাত্রীদের শিক্ষার বিভিন্ন সার সমাধান করবে এবং শেখাবেন। আপনার কাজ, দক্ষতা, বিষয় এবং ইত্যাদি বিবেচনা করে আপনাকে অর্থ প্রদান করা হবে। সাধারণত একটি শিক্ষকের এক ঘন্টার কাজের জন্য ২০ থেকে ৩০ ডলার দেওয়া হয়ে থাকে।

Fetch Rewards: আপনি এখান থেকে রশিদ স্ক্যান করে ইনকাম করতে পারবেন। খেয়াল রাখবেন যেন রশিদ অতী পুরনো না হয়।

Bananabucks: এখানে আপনি সার্ভে রিলেটেড কাজ করে ইনকাম করতে পারবেন।

Vimeo: ভিডিওতে আপনি ভিডিও বানিয়ে তা পাবলিশ করে এড দেখিয়ে ইনকাম করতে পারবেন।

Teespring: আপনি এখানে বিভিন্ন ডিজাইন করে ইনকাম করতে পারবেন। আপনার করা লাগবে না সবকিছু করে দিবে এই অ্যাপ। আপনাকে শুধু ডিজাইন করে দিতে হবে।

ডিপোজিট করে ইনকাম করার সাইট

ডিপোজিট করে ইনকাম সাইট গুলো বর্তমানে মানুষদের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে। অনেক মানুষ নিজের দৈনন্দিন জীবনের খরচের সামাল দিচ্ছে ডিপোজিট করে ইনকাম সাইট থেকে ইনকাম করে। আপনিও চাইলে এই ধরনের কোন সাইট থেকে ইনকাম করে নিজের খরচের টাকা আয় করতে পারেন।

আপনি যদি ডিপোজিট করে ইনকাম করার জনপ্রিয় সাইটের নাম সম্পর্কে জানতে চান তাহলে কনটেন্টের এই অংশটি পড়ুন।

নিচে ৫০টি ডিপোজিট করে ইনকাম সাইটের নাম দেওয়া হলোঃ

  • EXIM Bank
  • Lanka Bangla Finance
  • Standard Bank
  • Trust Bank
  • City Bank
  • Sonali Bank
  • NCC Bank
  • Pubali Bank
  • IFIC Bank
  • United Commercial Bank
  • Eastern Bank
  • Agrani Bank
  • Janata Bank
  • BRAC Bank
  • Dutch-Bangla Bank
  • Shahjalal Islami Bank
  • Bank Asia
  • IDLC Bank
  • IPDC Bank
  • Jamuna Bank
  • Union Bank
  • Al-Arafah Islami Bank
  • Meghna Bank
  • National Bank
  • Kucoin
  • MPL
  • Casino
  • Jeetwin
  • Crickex
  • Maxeglobal
  • Baji
  • Bitget
  • Cricinfo
  • Babu88
  • 888 Casino
  • Bet356
  • Spin Casino
  • Coinbase
  • 1xBet
  • eBay
  • TradeStation
  • Binary.com
  • Paxful
  • Airbnb
  • Shopify
  • Patreon
  • M1 Finance
  • DBBL
  • DBBL NexusPay
  • HSBC Mobile Banking

ডিপোজিট করে ইনকাম apps

ডিপোজিট করে ইনকাম apps সম্পর্কে জানতে চান অনেকেই। ১০-২০ টাকা ডিপোজিট দিয়েই পরবর্তীতে বানানোর চেষ্টা করেন হাজার হাজার টাকা। অনলাইনে এরকম প্রচুর অ্যাপস পাবেন। কিন্তু ১০-২০ টাকা থেকে হাজার হাজার টাকা বানাতে গেলে দরকার বুদ্ধি এবং ধৈর্য। আর সাথে জানা লাগবে কোন অ্যাপস এর মাধ্যমে ডিপোজিট করলে ইনকাম বেশি হবে সে সম্পর্কে।

নিচে কিছু বিশ্বস্ত এবং লাভজনক ডিপোজিট করে ইনকাম অ্যাপস এর নাম দেওয়া হলঃ

  • Zerodha
  • Binance
  • Coinbase
  • WazirX
  • Robinhood
  • Upstox
  • Groww
  • Luno
  • Cash App
  • ETMoney
  • Wealthy
  • Buxfer
  • Fyers
  • Paytm Money
  • Koo App
  • Revolut
  • LenDenClub
  • Faircent
  • Smallcase
  • TrueBeacon
  • Pine Labs
  • Scripbox

ডিপোজিট ছাড়া গেম খেলে টাকা ইনকাম

ডিপোজিট ছাড়া গেম খেলে টাকা ইনকাম করার সাইট ও অ্যাপস সম্পর্কে অনেকের জানার আগ্রহ রয়েছে। বিশেষ করে যারা অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করতে চান তারা কোন গেম খেলে ডিপোজিট ছাড়া ফ্রিতে টাকা আয় করা যাবে সে সম্পর্কে জানতে অনলাইনে সার্চ দিয়ে থাকেন।

আরো পড়ুনঃ কোন গেম খেলে টাকা ইনকাম করা যায় বিকাশে 2025

অনলাইন থেকে বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করার সুযোগ থাকলেও, অনেকেই ঘরে বসে কোনরকম ডিপোজিট বা বিনিয়োগ ছাড়া গেম খেলে টাকা আয় করার সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে চান। অর্থাৎ তারা শুধুমাত্র অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করতে আগ্রহী বেশি।

আজকের কনটেন্টের এই অংশে আপনারা যারা অনলাইনে ফ্রিতে গেম খেলে টাকা আয় করতে চান তাদের উপকারে আসবে আশা করি। কারন এখন আপনাদের জানার সুবিধার্থে অনলাইনে যে সকল অ্যাপসে গেম খেলে টাকা আয় করতে পারবেন তার জনপ্রিয় কিছু তালিকা নিচে দেয়া হলো।

  • Spin To Win
  • Taka Income Pro
  • Free Cash
  • Cash Giraffe
  • Winzo App
  • Money Well- Games For Rewards
  • App Station- Games & Rewards
  • MistPlay- Play games & Earn Rewards
  • Hago
  • Rewarded Play- Win Cash
ডিপোজিট-ছাড়া-ইনকাম-সাইট

১০০ টাকা ডিপোজিট করে ইনকাম সাইট/অ্যাপস

১০০ টাকা ডিপোজিট করে ইনকাম সাইট/অ্যাপস সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে এই অংশটি আপনার জন্য। মাত্র ১০০ টাকা ডিপোজিট করে যদি হাজার টাকার বেশি ইনকাম করা যায় তাহলে সেই সাইট বা অ্যাপ থেকেই ইনকাম করা হয়ে ওঠে আমাদের এক ধরনের পার্ট টাইম জব।

অনলাইনে এমন কিছু অ্যাপ বা সাইট রয়েছে যেখান থেকে খুব সহজেই ১০০ টাকা ডিপোজিট করে হাজার টাকার বেশি ইনকাম করা সম্ভব। আবার কিছু সাইট রয়েছে যেগুলো স্ক্যাম করে, এই সকল ফেক বা স্ক্যাম সাইট গুলো থেকে দূরে থাকার জন্য নিচে আপনাদের সুবিধার্থে বিশ্বস্ত ও রিয়েল কিছু সাইট ও অ্যাপস এর নাম সম্পর্কে আপনাদের এখন জানাবো।।

তাহলে চলুন দেরি না করে ১০০ টাকা ডিপোজিট করে ইনকাম করার সাইট ও অ্যাপস সম্পর্কে জেনে নিনঃ

  • Fiverr
  • ClickBank
  • ShareASale
  • PeoplePerHour
  • Upwork
  • Freelancer
  • Swagbucks
  • InboxDollars
  • Cj Affiliate
  • PrizeRebel
  • Toluna
  • CoinSwitch Cuber
  • Zerodha
  • Groww
  • Binance
  • RozDhan
  • Taskbucks

ডিপোজিট করে ইনকাম হালাল নাকি হারাম

ডিপোজিট করে ইনকাম হালাল নাকি হারাম এই প্রশ্ন অনেকেরই মাথায় আসে ডিপোজিট করে ইনকাম করার আগে। ইনকাম করার পদ্ধতি হালাল না হারাম সেটা জানা মুসলিমদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেননা তাছাড়া ইবাদত কবুল হয় না। খাবার হালাল হয় না।

আমাদের ইসলাম ধর্ম ডিপোজিট করে ইনকাম করাকে হারাম ঘোষণা করেছে। এই ইনকাম জুয়ার পর্যায়ে পড়ে। যার ফলে এই ইনকাম করা একদম উচিত নয় এবং হারাম। অর্থাৎ এজন্য এর সম্পর্কিত বা এর সাথে যুক্ত আছে এমন সব ইনকাম করার পদ্ধতি ইসলাম হারাম বলে ঘোষণা করেছেন।

আর তাই বলা যায় ডিপোজিট করে ইনকাম করা হারাম। আপনি যদি অনলাইন থেকে সত্যিই ইনকাম করতে চান তাহলে বৈধ ও সহজ ভাবে ইনকাম করার আরো অনেক উপায় রয়েছে, আপনি চাইলে সেগুলো দিয়ে খুব সহজে ডিপোজিট ছাড়াই ফ্রিতে ইনকাম করতে পারবেন।

ডিপোজিট ছাড়া ইনকাম সাইট কি স্ক্যাম করবে

ডিপোজিট ছাড়া ইনকাম সাইট কি স্ক্যাম করবে কিনা সেই দুশ্চিন্তায় অনেকেই অনলাইনে ইনকাম করতে চান না। তবে সকল বিনা ডিপোজিট করে ইনকাম সাইট স্ক্যাম করে না। এটা নির্ভর করে আপনি কোন সাইটে ইনকাম করছেন। বেশিরভাগ জনপ্রিয় সাইট স্ক্যাম করার রেকর্ড নেই। তাই আপনি অনলাইনে সেই সাইট গুলোর একটি ব্যবহার করলে নিশ্চিন্তে ইনকাম করতে পারবেন।

আরো পড়ুন:  ফ্রি লটারি খেলে টাকা ইনকাম করার অ্যাপস ও ওয়েবসাইট

সেই সাইটগুলো হতে পারে ফাইবার, আপ ওয়ার্ক, ফ্রিল্যান্সা্র, সোয়াগ বাকস, সাটার স্টক, এডোবি স্টক, পিটিসি সাইট, জিপিটি সাইট ইত্যাদি। এইসব সাইট ব্যবহার করলে আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন। কেননা এগুলো ডিপোজিট ছাড়া ইনকাম সাইট।

ডিপোজিট করে ইনকাম সাইট কি স্ক্যাম করবে

ডিপোজিট করে ইনকাম সাইট স্ক্যাম করবে কিনা সেটি না জেনে ডিপোজিট করা আসলেই খুব দুশ্চিন্তা এবং ভয়ের ব্যাপার। কারণ সব ডিপোজিট করে ইনকাম সাইট যে স্ক্যাম করবে না সেটা নয়, আবার সব ডিপোজিট করে ইনকাম সাইট যে স্ক্যাম করে তাও নয়। বিভিন্ন ডিপোজিট করে ইনকাম সাইট আছে যা ব্যবহারকারীদের মধ্যে খুবই জনপ্রিয় হয়েছে।

এইসব সাইট যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার চিন্তা করা লাগবে না। কেননা জনপ্রিয় সাইটগুলোতে স্ক্যামের সম্ভাবনা খুবই কম পরিমাণে থাকে। তাই আপনি এই সাইটগুলোতে নিশ্চিত ভাবে ডিপোজিট করে ইনকাম করতে পারবেন। এই সাইটগুলো হল লুডু ফ্যান্টা্সি, বিকাশ অ্যাপ, তলুনা, মাইক্রো ওয়ার্কার্স, ফ্রিল্যান্সার, আপ ওয়ার্ক, ফাইবার, বাইনারি, ওয়ান এক্স বেড ইত্যাদি।

লেখকের মতামত

প্রিয় পাঠক, ডিপোজিট ছাড়া ইনকাম সাইট জনপ্রিয় ২০টি সম্পর্কে আজকের কনটেন্টে আলোচনা করেছি। আপনি যদি অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করা যায় এমন কিছু জনপ্রিয় ও বিশ্বস্ত সাইট ও অ্যাপস সম্পর্কে জানতে চান আজকের কনটেন্ট থেকে জানতে পারবেন।

অনলাইন থেকে ইনকাম করা বর্তমানে সবার কাছে আকর্ষণীয় একটি ইনকামের রাস্তা হয়ে দাঁড়িয়েছে। তরুণ তরুণী, ছাত্রছাত্রী বেকার যুবক থেকে শুরু করে গৃহিণী এমনকি বয়স্ক ব্যাক্তিরাও অনলাইন থেকে বর্তমানে ইনকাম করছেন। এরই প্রেক্ষিতে, যারা অনলাইন থেকে ইনকাম করার জন্য ডিপোজিট ব্যতীত ইনকাম সাইট ও এপস খুঁজে থাকেন, তাদের জন্য আজকের পোষ্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;

comment url