৩০টি সেরা ফ্রি টাকা ইনকাম apps ও সাইট 2025

 

ফ্রি টাকা ইনকাম apps ও সাইট 2025 সেরা ৩০টি সম্পর্কে এই আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনি যদি ২০২৫ সালে অনলাইনে ফ্রিতে টাকা আয় করতে চান, তাহলে আর্টিকেলে উল্লেখিত যে কোনো অ্যাাপস ও সাইট বেছে নিতে পারেন। আরো শেয়ার করব, ফ্রি টাকা ইনকাম করার উপায় ২০২৫ সম্পর্কে।

ফ্রি-টাকা-ইনকাম

আপনি হয়তো অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করার বিষয়ে চিন্তা করছেন কিন্তু বিশ্বস্ত অ্যাপস ও সাইট সম্পর্কে না জানার কারণে ইনকাম করতে পারছেন না। কারণ অনলাইনে প্রচুর apps ও সাইট রয়েছে স্ক্যাম করে। তাই সঠিক অ্যাপস ও সাইট সম্পর্কে আপনাদের জানাতে আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে।

তাহলে দেরি না করে ২০২৫ সালে অনলাইনে ফ্রিতে টাকা ইনকাম করার সেরা অ্যাপস ও সাইট সম্পর্কে জানতে কনটেন্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো। পোস্ট সূচিপত্রঃ

ফ্রি টাকা ইনকাম  apps 2025

ফ্রিতে টাকা ইনকাম করার জন্য 2025 সালের সেরা ইনকাম  apps সম্পর্কে প্রথমে আপনাদের জানাবো। অনলাইনে এই সকল ফ্রি অ্যাপস গুলোতে ডিপোজিট ছাড়া দিনের কিছুটা সময় ব্যয় করে ভালো টাকা ইনকাম করা যায়।

সারা বিশ্বের প্রচুর মানুষ এখন ঘরে বসে অনলাইনে ফ্রিতে টাকা আয় করার উপায় খুঁজেন। আর অনলাইন থেকে ফ্রিতে টাকা আয় করার সবচেয়ে সহজ ও সেরা উপায় হলো অ্যাপস গুলো। বর্তমানে ইন্টারনেট বা অনলাইন ঘাটলে প্রচুর ফ্রি অ্যাপস পাবেন। এছাড়া প্রতিনিয়তই নতুন নতুন অ্যাপস এই তালিকায় যুক্ত হচ্ছে।

তবে আপনাদের সুবিধার্থে, বর্তমান সময়ের অনলাইন থেকে টাকা ইনকাম করার সেরা ২০টি ফ্রি ইনকাম অ্যাপস সম্পর্কে নিজে আলোচনা করব। প্রথমে অ্যাপস গুলোর তালিকাটি নিচে দেখে নিন।

 apps এর নামকাজের ধরন/বৈশিষ্ট্য
Upworkফ্রিল্যান্সিং করে
Swagbucksসার্ভে করে, অ্যাড দেখে, ভিডিও দেখে, গেম খেলে, অ্যাপ টেস্ট করে, রেফার করে
Mistplayগেম খেলে
Lifepointsসার্ভে সপম্পন্ন করে, অফার কমপ্লিট করে, পণ্য টেস্টিং করে
Gympactজিমের বিভিন্ন কাজে অংশগ্রহণ করে
Honeygainইন্টারনেট শেয়ার করে, রেফার করে
Cj Affiliateঅ্যাফিলিয়েট করে
Microsoft Rewardsবিভিন্ন পণ্য ও সার্ভিস ব্যবহার কর
Tera Taskডাটা এন্ট্রি, ট্যাগিং, ক্যাটালগিং, অনলাইন সার্ভে, অ্যাপ টেস্টিং ও ছোট ছোট টাস্ক সম্পন্ন করা
Clickworkerডাটা এন্ট্রি, কনটেন্ট লেখা, ট্রান্সলেশন করা্, অনলাইন সার্ভে সম্পন্ন করা, ছবি ও ভিডিও পোস্ট করা এবং ছোটো ছোটো কাজ করে
Taskbucksঅ্যাপ টেস্টিং, সার্ভে অংশগ্রহণ করা, বিভিন্ন সার্ভিসে রেজিস্ট্রেশন করা, কুইজ খেলে, বিভিন্ন অফার সম্পন্ন করে, লাকি ড্র খেলে, ভিডিও ও ছবি দেখা ও রেফার করে
Appenফ্রিল্যান্সিং করে
Surveys On The Goসার্ভে করে
Adwalletঅ্যাড দেখে, ভিডিও দেখে
TopPoroগেম খেলে, বিজ্ঞাপন দেখে, অ্যাপ টেস্টিং করে ও কুইজ খেলে
Boodleমাইক্রো টাস্ক করে, কুইজ খেলে, সার্ভে সম্পন্ন করে, অ্যাপ টেস্টিং করে, গেম খেলে ও রেফার করে
Hivingসার্ভে পূরণ করা, গেম খেলা, অ্যাপ টেস্টিং করা, বিজ্ঞাপন দেখা ও রেফার করা
Survey Mate - Earn Money Online - Make Money Onlineসার্ভে সম্পন্ন করা
Taka Income - টাকা ইনকামকুইজ খেলে, অ্যাড দেখে, পেজ সার্ভে সম্পন্ন করে, অ্যাপ টেস্টিং করে, বিভিন্ন অফার পূরণ করে, রেফার করে
Taka Income Pro - টাকা ইনকামবিভিন্ন গেম খেলে

Upwork app ( আপওয়ার্ক)

আপওয়ার্ক একটি জনপ্রিয় ফ্রিলান্সিং ওয়েবসাইট যেখানে আপনি একজন ফ্রিলান্সার হিসেবে টাকা ইনকাম শুরু করতে পারেন। এই বিশ্বখ্যাত ফ্রিল্যান্সিং সাইট থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনাকে এখানে একটি প্রোফাইল তৈরি করতে হবে যেখানে আপনার কাজের দক্ষতা, অভিজ্ঞতা ও পোর্টফলিও থাকবে।

আপনি প্রোফাইলটি এমন ভাবে তৈরি করুন যাতে ক্লায়েন্টের সহজেই দৃষ্টি আকর্ষণ করা যায়। অর্থাৎ আপনার প্রোফাইল দেখে আপনার কাজ সম্পর্কে যেন ভালো একটি ধারণা তৈরি হয়, যা আপনাকে ক্লায়েন্টে নিকট থেকে কাজ পেতে সহায়তা করবে।

আরো পড়ুনঃ রিয়েল টাকা ইনকাম apps 2025, দিনে ৫০০ টাকা ইনকাম

এই মার্কেটপ্লেসে ছোট-বড় অনেক কাজ সবসময়ই আপনার জন্য অপেক্ষা করবে। প্রয়োজনে ক্লায়েন্টের কাজ অনুযায়ী আপনি বিড তৈরি করুন যেখানে কাজটি করার ব্যাপারে আপনার সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া থাকবে, কাজ পাওয়ার পর সঠিকভাবে কাজটি শুরু করুন এবং সঠিক সময়ে কাজটি ক্লায়েন্টের নিকট সাবমিট করুন।

ক্লাইন্ট পেমেন্ট ক্লিয়ার করার পর আপনি paypal, ব্যাংক ট্রান্সফার ও অন্যান্য মাধ্যমে পেমেন্ট এর টাকা উত্তোলন করতে পারবেন।

Swagbucks app (সোহাগবাক্স)

আপনি যদি কোন দক্ষতা ছাড়া অনলাইনে ইনকাম করতে চান তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোনে এখনই সোহাগবাক্স ডাউনলোড করুন। এরপর সাইনআপ করে ইনকাম শুরু করে দিন। আপনি এখানে সার্ভে সম্পন্ন করে, অ্যাড দেখে, অ্যাপ টেস্ট করে, রেফার করে এবং দক্ষতা লাগবে না এমন সব টাস্ক কমপ্লিট করে ইনকাম করতে পারবেন।

এই অ্যাপ থেকে আপনি ক্যাশব্যাকের সুবিধাও পাবেন যখন কোনো কিছু কিনবেন। অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করার জন্য ব্যবহারকারীদের কাছে এটি একটি অন্যতম জনপ্রিয় অ্যাপস। পেপেল, এমাজান গিফট কার্ডস, মাধ্যমে এই অ্যাপ থেকে আপনি টাকা উত্তোলন করতে পারবেন। এছাড়া মোবাইল রিচার্জ নেওয়ার সুবিধা পাবেন।

Mistplay app (মিস্ট প্লে)

Mistplay অ্যাপ আপনাকে গেম খেলে ফ্রিতে টাকা আয় করার সুযোগ প্রদান করবে। আপনি  যদি গেম খেলে সময় পার করতে ভালোবাসেন তাহলে আপনি এই অভ্যাসকে কাজে লাগিয়ে মিসট খেলে টাকা ইনকাম করা শুরু করে দিতে পারেন।

মিসট প্লে কিছু নির্দিষ্ট দেশের জন্য সুবিধা থাকায় আপনি ভিপিএন সংযোগ দিয়ে আপনার লোকেশন চেঞ্জ করে ইউএসএ করে এখান থেকে টাকা ইনকাম শুরু করতে পারেন। এভাবে বর্তমানে অনেকেই এই অ্যাপস থেকে টাকা ইনকাম করছেন।

আপনি মিস্ট প্লে গেমে ২ ঘন্টায় প্রায় ১০ ডলারের মতো আয় করতে পারবেন যেটি বাংলাদেশি টাকায় ১০০০ টাকারও বেশি। আপনি যদি ধৈর্য ধরে প্রতিদিন নিয়মিত খেলতে পারেন তাহলে মাস শেষে আপনার হাতে প্রচুর টাকা চলে আসবে।

Lifepoints app (লাইফপয়েন্টস)

Lifepoints অ্যাপে কোন দক্ষতা ছাড়া শুধুমাত্র কিছু প্রশ্নের উত্তর দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনার হাতে থাকা মোবাইলের গুগল প্লে স্টোরে অ্যাপটি পেয়ে যাবেন। এই অ্যাপ আপনি সাইট হিসেবেও গুগলে পেয়ে যাবেন। আপনাকে আপনার নাম, বয়স বা জন্ম তারিখ, ইমেইল এড্রেস, জেন্ডা্র এবং বাসস্থান বা নিজের দেশের নাম দিয়ে সাইন আপ করতে হবে।

এরপর এই অ্যাপ আপনাকে একটি ইমেইল পাঠাবে, সেই ইমেইলে ঢুকে নিজের প্রোফাইল সম্পূর্ণ করে পুনরায় লগইন করে কাজ শুরু করতে পারবেন। এখানে আপনি আপনার বন্ধুদেরকে এই প্লাটফর্মে ইনভাইট করে কিছু পয়েন্টস পেতে পারেন যা পরবর্তীতে টাকা হিসেবে উত্তোলন করতে পারবেন।

এই প্লাটফর্মে মাঝে মাঝেই স্পনসর্ড কোন অফার বা বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে, সেগুলো দেখে আপনি আপনার ইনকাম বাড়াতে পারবেন। মাঝে মাঝে এখানে আপনাকে কোন বিশেষ পণ্য টেস্ট করতে অফার দেওয়া হবে যেটি টেস্ট করে আপনি কিছু বাড়তি টাকা ইনকাম করতে পারবেন। আবার মাঝে মাঝেই বিশেষ অফার আসে যেটি আপনার ইনকাম বৃদ্ধিতে সহায়তা করে।

GymPact app (জিম প্যাক্ট)

জিমে যাওয়ার জন্য যদি টাকা পাওয়া যায় তাহলে কে না জিমে যেতে চাইবে। এই অ্যাপ আপনাকে শারীরিক বিভিন্ন কার্যকলাপ এবং জিমে যাওয়ার জন্য ফ্রিতে টাকা আয়ের সুযোগ দিয়ে থাকে। অ্যাপটি সাইন আপ করার জন্য আপনাকে আপনার ইমেইল এড্রেস ও ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টের জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে সাইন আপ করার কাজ শেষ হবে। 

আপনার অ্যাকাউন্ট তৈরি করার পর সেখানে গোল নির্ধারণ করতে হবে। এরপর আপনি অ্যাপস থেকে দেওয়া কাজগুলো করে ইনকাম শুরু করতে পারবেন। গোল গুলো সাধারণত এরকম হয়ে থাকে, আপনি সপ্তাহে কতদিন জিমে যাবেন, কখন ব্যায়াম করবেন ইত্যাদি।

অনেকের স্বাস্থ্যকর খাবার খাওয়া নিয়েও গোল নির্ধারণ করে। আপনাকে গোল অবশ্যই পূরণ করতে হবে। গোল পূরণ করতে না পারলে আপনার অর্জিত টাকার মধ্যে কিছু টাকা আপনি হারিয়ে ফেলবেন। সে টাকা অন্য কারোর কাছে চলে যাবে। আবার যদি আপনি গোল পূরণ করেন তাহলে সে সময় অন্য ব্যবহারকারীর পেনাল্টির টাকা আপনার কাছে চলে আসবে।

আপনার এখান থেকে অর্জিত টাকা বিকাশ বা পেপাল থেকে উত্তোলন করা যাবে।

HoneyGain app (হানি গেইন)

হানিগেন অ্যাপটি ইন্টারনেট শেয়ার করে প্যাসিভ ইনকামের সুযোগ প্রদান করে।। আপনার ইমেইল ও পাসওয়ার্ড (অ্যাকাউন্টের জন্য) দিয়ে আপনি সাইন আপ করে নিতে পারবেন। সাইন আপ হয়ে যাওয়ার পর আর কিছুই না, আপনার ডিভাইসে অ্যাপ চালু রাখতে হবে। অবশ্যই নেটওয়ার্ক অন করে।

এই অ্যাপে আপনি প্রতিমাসে ১০ জিবি ডাটা খরচ করেন তাহলে তারা আপনাকে কিছু অর্থ প্রদান করে। আবার আপনি যদি ১০ জিবির বেশি ডাটা খরচ করেন অ্যাপে তাহলে আপনাকে এক্সট্রা টাকাও তারা দেবে। আপনি চাইলে রেফার করেও আপনার আয়ের পরিমাণ বাড়াতে পারেন। হানি গেইন পেপাল বা বিটকয়েন থেকে পেমেন্ট প্রদান করে থাকে।

Cj Affiliate app (সি জে এফিলিয়েট)

সিজে এফিলিয়েট অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি আপনার যে কোন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট দিয়ে একাউন্ট খুলতে পারবেন। এরপরই অ্যাপের ড্যাশবোর্ড এ গিয়ে আপনার পছন্দ মত একটি ব্র্যান্ড বা কোম্পানি বেছে নিন। বেছে নেওয়ার পর সিজে এফিলিয়েট আপনাকে একটি লিংক দিবে।

সেই লিংক আপনি সোশ্যাল মিডিয়ায় বা কোন ব্লগ পোস্টে শেয়ার করতে হবে। এরপর যদি কেউ আপনার আপনার শেয়ার করা লিংক এর পণ্য কিনে তা আপনি সেই পণ্যের দাম অনুযায়ী কিছু টাকা কমিশন পাবেন। এখানের রেফারেল প্রোগ্রাম আমি ব্যবহার করেও ইনকাম করার সুযোগ রয়েছে। পেমেন্ট আপনি ব্যাংক ট্রান্সফার, পেপাল বা চেক হিসেবে নিতে পারবেন।

Microsoft Rewards app (মাইক্রোসফট রিওয়ার্ডস)

মাইক্রোসফট রিওয়ার্ড এমন একটি অ্যাপ যেখানে মাইক্রোসফটের বিভিন্ন পণ্য ও সার্ভিস ব্যবহার করার জন্য কিছু পয়েন্ট প্রদান করা হয়। যা পরবর্তীতে বিভিন্ন রিওয়ার্ডস যেমনঃ গিফট কার্ড, ক্যাশ, কোন কিছুর বেনিফিট ইত্যাদি। মাইক্রোসফট একাউন্ট না থাকলে তা তৈরি করে নিতে পারবেন আর যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন করে অ্যাকাউন্ট একটিভেট করুন।

এই অ্যাপ থেকে ইনকাম করার উপায় হলো বিং সার্চ থেকে সার্চ করা। অর্থাৎ আপনি যেগুলো গুগল বা ক্রোমে সার্চ করেন সেগুলো বিং সার্চ থেকে সার্চ করবেন। নির্দিষ্ট পরিমাণে সার্চ করলে আপনি নির্দিষ্ট পরিমাণে টাকা পাবেন। নিজের ইনকাম বাড়াতে আপনি রেফারাল প্রোগ্রাম ব্যবহার করতে পারেন এবং সক্রিয় থেকে লেভেল আপ করতে পারেন।

লেভেল আপ করার ফলে আপনি উচ্চতর কাজগুলো করার সুযোগ পাবেন এর ফলে আপনার ইনকামও বৃদ্ধি হবে।

Tera Task app (টেরা টাস্ক)

Tera Task এমন একটি অ্যাপ যেখানে ছোট ছোট টাস্ক সম্পন্ন করে ফ্রিতে টাক ইনকাম করা যায়। বর্তমানে অ্যাপটি অনলাইন ইনকাম প্লাটফর্মে নিজের জায়গা করে নিতে পেরেছে। অ্যাপটি আপনাকে ডাটা এন্ট্রি, ট্যাগিং বা ক্যাটালগিং, অনলাইন সার্ভে, অ্যাপ টেস্টিং ইত্যাদি ছোট ছোট কাজ করিয়ে নিয়ে টাকা প্রদান করবে। 

এই অ্যাপে আপনার নাম, ইমেইল, অন্যান্য সাধারণ তথ্য দিয়ে একাউন্ট খুলতে হবে। আপনার পছন্দ মত একটি কাজ নির্বাচন করে সেই কাজটি সম্পন্ন করার জন্য আপনি অ্যাপ থেকে পেমেন্ট পাবেন। পেপাল, ব্যাংক ট্রান্সফার এবং অন্যান্য পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে টাকা দিয়ে থাকে।

PrizeRebel app (প্রাইজ রেবেল)

PrizeRebel এক ধরনের জিপিটি সাইট যেখানে প্রতিদিন লগইন করার জন্য ডেইলি পয়েন্টস পাবেন।সার্ভে সম্পন্ন করার জন্য পয়েন্ট, অফার পূরণ করার জন্য পয়েন্ট, ভিডিও দেখার জন্য কিছু এবং ইনকাম বাড়ানোর জন্য রেফারাল প্রোগ্রাম ব্যবহার করতে পারেন।

আপনি পেমেন্ট এখানে পেপাল, বিটকয়েন বা গিফট কার্ড থেকে নিতে পারবেন। চাইলে আপনার অর্জিত টাকা আপনি চ্যারিটি ডোনেট করতে পারবেন।

Taskbucks app (টাস্ক বাক্স)

Taskbucks অ্যাপটি আপনার হাতে থাকা স্মার্টফোনের প্লে স্টোরে সার্চ দেওয়ার সাথে সাথে খুঁজে পাবেন। অ্যাপটি ইন্সটল করার পর আপনার ইমেইল নাম এবং আরো বিভিন্ন তথ্যাবলী দিয়ে একাউন্ট খুলতে হবে। টাস্কবাক্স এর নাম শুনেই বোঝা যায়, এখানে কাজ করলেই টাকা। কিন্তু কাজটা কি? অনেক ধরনের কাজ আছে এই অ্যাপে।

এই অ্যাপে যত কাজ করতে হবে সেগুলো সবই ছোট ছোট কাজ এবং আপনি তাড়াতাড়ি সম্পন্ন করতে পারবেন। এই কাজগুলোর মধ্যে পড়ে অ্যাপ টেস্টিং, সার্ভে অংশগ্রহণ করা, বিভিন্ন সার্ভিসে রেজিস্ট্রেশন করা এবং ভিডিও ও ছবি দেখা। এগুলো এই অ্যাপের সাধারণ কাজ যা ইনকাম করার জন্য অবশ্যই করতে হবে।

আরো পড়ুনঃ কোন গেম খেলে টাকা ইনকাম করা যায় বিকাশে ২০২৫

আপনি যদি আপনার ইনকাম এখানে বাড়াতে চান তাহলে আপনি এই অ্যাপের বিভিন্ন অফার, লাকি ড্র, কুইজ ইত্যাদিতে অংশ নিতে পারেন। এছাড়াও রেফারেল প্রোগ্রামের মাধ্যমেও এই অ্যাপে আপনি আপনার ইনকাম বাড়াতে পারবেন।

আপনার যখন নির্দিষ্ট পরিমাণে পয়েন্ট অর্জন করা হয়ে যাবে তখন আপনি সেই পয়েন্টগুলো টাকা, মোবাইল রিচার্জ, গিফট ভাউচার এবং ইত্যাদি আরো রিওয়ার্ডে রিডিম করতে পারেন।

Appen app (অ্যাপেন)

Appen অ্যাপটি অনলাইন প্লাটফর্মে থাকা অন্যান্য অ্যাপস থেকে কিছুটা ভিন্ন। এই অ্যাপটি মূলতঃ একটি গ্লোবাল কোম্পানি যা আপনাকে বিভিন্ন প্রকল্পে কাজ করার সুযোগ দিয়ে ইনকাম করতে সাহায্য করবে। ডাটা অ্যানোটেশন, ট্রান্সক্রিপশন, সার্চ ইঞ্জিনেশন ইভ্যালুয়েশন, সোশ্যাল মিডিয়া মনিটরিং ইত্যাদি কাজের সাহায্য নিতে বিভিন্ন ব্যবহারকারী এখানে উপস্থিত হয়।

বলা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডাটা অ্যানোটেশন ও মেশিন লার্নিং এ ব্যবহারকারীদের সাহায্য করে নিজের টাকা ইনকামের জায়গা করে নিতে পারবেন এই অ্যাপে। সাইন আপ করার জন্য আপনাকে আপনার স্কিল এবং পছন্দের কাজ উল্লেখ করতে হবে। বলা যেতে পারে আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে এই অ্যাপ এ কাজ করবেন।

আপনি এখানে আপনার সুবিধা মত কাজ করতে পারবেন। এর থেকেও যে সুবিধাটি বেশি পাবেন তা হল পুরো বিশ্ব থেকে এখানে কাজের জন্য অনেক কাস্টমার আসে, যার কারণে আপনি যে কোন দেশের কাস্টমারের কাজ করে ওই দেশের মুদ্রা গ্রহণ করতে পারবেন। অবশ্যই আপনার কাজের ধরন, পরিমাণ ও কোয়ালিটি অনুযায়ী আয়ের পরিমাণ কম বেশি হবে।

অ্যাপেন তার প্লাটফর্মে ফ্রিল্যান্সারদের প্রতি মাসে পেমেন্ট করে। অর্থাৎ আপনি মাস শেষে বা শুরুতে পেমেন্ট পেয়ে যাবেন। এই পেমেন্ট আপনি পেপাল বা অন্য কোন মাধ্যমে নিয়ে নিতে পারবেন। এই প্লাটফর্মে আপনার কাজের মান দেখে আপনার আয় নির্ধারণ করা হয় বলে তারা আপনার কাজ দেখে আপনাকে পয়েন্টস দেবে যা পরবর্তীতে টাকা হিসেবে রূপান্তর হবে।

এই অ্যাপের সাইন আপ করার জন্য আপনি আপনার গুগল বা লিঙ্কডইন একাউন্ট ব্যবহার করতে পারেন, না ব্যবহার করতে চাইলে ইমেইল দিয়ে সাইনআপ করে নিতে পারেন। এটি একটি ফ্রিল্যান্সিং অ্যাপ হওয়ায় সাইন আপ করার পর অবশ্যই আপনার প্রোফাইল পূরণ করতে হবে।

Surveys On The Go app (সার্ভেস অন দ্যা গো)

Surveys On The Go অ্যাপ অন্যান্য পেইড সার্ভে অ্যাপের মতো সার্ভে পূরণ করার জন্য পেমেন্ট দিয়ে থাকে। কিছু নির্দিষ্ট দেশ অনুযায়ী সার্ভে দেওয়া হয়ে থাকে তাই বাংলাদেশে কিছু সার্ভে এভেলেবল নাও থাকতে পারে। তবে আপনি ভিপিএন সংযোগ ব্যবহার করে এই সমস্যার সমাধান করতে পারবেন। এই অ্যাপে যেই সার্ভে দেওয়া হয়ে থাকে সেগুলো পাঁচ থেকে পনের মিনিটের বেশি হয় না।

যে বিষয়ে সার্ভে নেওয়া হয় সেই বিষয়ে যে কোন হতে পারে যেমন কোন পণ্য, টিভি শো, জরিপ ইত্যাদি। সার্ভে সফলভাবে শেষ হওয়ার পর আপনাকে নির্দিষ্ট পরিমাণে পয়েন্ট দেওয়া হবে। পয়েন্টগুলো শুধু আপনি টাকায় না অন্যান্য বিভিন্ন রিওয়ার্ডে উত্তোলন করতে পারবেন। তবে নগদ অর্থ উত্তোলন করতে হলে আপনাকে পেপাল বা গিফট কার্ড ব্যবহার করতে হবে।

ইনকাম বাড়ানোর জন্য আপনি এই অ্যাপের দেওয়া বিভিন্ন অফারে অংশগ্রহণ করতে পারেন। শুধু অফারে অংশগ্রহণ করলেই চলবে না অ্যাপে ইনকাম করার জন্য সক্রিয় থাকতে হবে। এছাড়া রেফারেল প্রোগ্রাম এর মাধ্যমে আপনি আপনার বন্ধুদের ইনভাইট করে আপনার ইনকাম বাড়াতে পারবেন।

যে কোন প্লাটফর্মে শুরু করার জন্য নিজের একটি প্রোফাইল থাকতে হয়। এই অ্যাপেও ঠিক সেরকম। প্রথমে সাইন আপ করতে হবে ইমেইল বা ফোন নাম্বার দিয়ে। ইমেইল দিয়ে সাইন আপ করলে শুধু ইমেইল আইডি তে পাসওয়ার্ড (অ্যাপ এর একাউন্ট এর জন্য) দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করতে চাইলে নাম্বার দিয়ে এক্টিভেট কোড গ্রহণ করুন।

সাইন আপের পর আপনাকে আপনার প্রোফাইল পূর্ণ করতে হবে বিভিন্ন মৌলিক তথ্য (যেমন বয়স, অবস্থান, লিঙ্গ ইত্যাদি)। অ্যাপের সেটিংসে গেলে আপনি সেখানে পেমেন্ট অপশন পেয়ে যাবেন। পেমেন্ট অপশনে গিয়ে পেপাল বেছে নিলেই আপনি পেপালে পেমেন্ট নিতে পারবেন।

Adwallet app (এড ওয়ালেট)

অ্যাড দেখে ওয়ালেট ভারি করার জন্য এই অ্যাপটি আপনার খুব কাজে দেবে। এই অ্যাপের সাইন আপ করতে বেশি কিছু না শুধু আপনার ইমেইল এবং কিছু সাধারন তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। পরে প্রোফাইল পূরণ করার পর অ্যাাপ থেকে ইনকাম করার জন্য আপনি প্রস্তুত। প্রতিটি বিজ্ঞাপন দেখার জন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণে পয়েন্ট দেওয়া হয়ে থাকে।

আর এই বিজ্ঞাপনগুলি ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের বেশি হয় না। সময় অনুযায়ী পয়েন্টের পরিমাণ ভিন্ন। আপনি যদি ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন দেখেন তাহলে আপনাকে ১৫ থেকে ২৫ পয়সা দেওয়া হবে। আবার যদি আপনি এক মিনিটের বিজ্ঞাপন দেখেন তাহলে আপনাকে ৫০ পয়সা থেকে এক ডলার দেওয়া হবে।

যার ফলে আপনি খুব অল্প সময়েই অনেক টাকা ইনকাম করতে পারবেন। এখান থেকে আপনার পেমেন্ট নিতে হলে অবশ্যই পেপালের বা গিফট কার্ডের অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি যত বেশি বিজ্ঞাপন দেখবেন আপনার তত বেশি আয় হবে।

TopPoro app (টপ পর)

অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার সুবিধা দিয়ে আসছে এই টপপর। আপনি যদি আপনার অবসর সময় মজা করতে করতে ইনকাম করতে চান তাহলে এই অ্যাপটি সেই ধরনের একটি অ্যাপ হতে পারে। আপনি এখানে গেম খেলতে পারেন টাকা আয় করার জন্য। আপনি বিজ্ঞাপন দেখে নির্দিষ্ট পরিমাণে কিছু পয়েন্ট বা পয়সা উপার্জন করতে পারবেন।

মাঝে মাঝে টপপর আপনাকে অ্যাপ টেস্টিং করতে বলবে যার মাধ্যমেও আপনি ইনকাম করতে পারবেন। এছাড়াও এই অ্যাপে টাকা ইনকাম করার জন্য একটি উল্লেখযোগ্য বিকল্প হচ্ছে কুইজ খেলা বা প্রশ্নের উত্তর দেওয়া। এখানে আপনি নগদ অর্থ পেপাল বা গিফট কার্ড থেকে উত্তোলন করতে পারবেন।

Boodle app ( বুডল)

আপনি যদি বিভিন্ন মাইক্রোটাস্ক করে ফ্রিতে টাকা ইনকাম করতে চান তাহলে Boodle অ্যাপটা আপনার জন্য। এখানে বিজ্ঞাপন দেখে কিছু পয়েন্ট অর্জন করে অর্থ উপার্জন করার সুযোগ রয়েছে। এছাড়াও আপনি কুইজে অংশ নিয়ে বা সার্ভে সম্পন্ন করে পয়েন্ট অর্জন করতে পারবেন। এছাড়াও মাঝে মাঝে এই অ্যাপ অ্যাপ টেস্টিং করার কাজ দেয়।

আপনি এখানে গেম খেলেও আপনার ইনকাম করার জায়গা করে নিতে পারেন। রেফারেল প্রোগ্রামের সুযোগ থাকায়, বন্ধুদের এই অ্যাপে ইনভাইট করে আপনি আপনার ইনকামের হার বাড়াতে পারবেন। আপনার রেফার করা বন্ধুটি যে কাজ করবে তার জন্য আপনি পয়েন্ট পাবেন। এই অর্জিত পয়েন্টগুলো পরবর্তীতে আপনি পেপাল বা গিফট কার্ড থেকে নগদ অর্থ হিসেবে উত্তোলন করতে পারবেন।

Hiving app (হাইভিং)

Hiving অ্যাপ আপনাকে গেম খেলার জন্য এবং সার্ভে সম্পূর্ণ করার জন্য টাকা দিয়ে থাকে। শুধু গেম এবং সার্ভে পূরণ করার জন্যই নয় বরং অ্যাপ টেস্টিং এর মত ছোট কাজ করার জন্যও ইনকাম দিয়ে থাকে এই অ্যাপ। এছাড়াও আপনি বিজ্ঞাপন দেখে ইনকাম করার সুযোগ পাবেন।

আপনি যদি এই অ্যাপে ইনকাম হার বাড়াতে চান তাহলে আপনি রেফারেল প্রোগ্রাম ব্যবহার করতে পারেন। আপনার বন্ধু যে কাজ করবে তার জন্য কিছু পয়েন্ট আপনি পাবেন। এজন্য এটি এক ধরনের রিওয়ার্ড অ্যাপ যেখানে আপনি পয়েন্ট উপার্জন করে টাকা ইনকাম করতে পারেন। পেপাল ও গিফট কার্ড থেকে নগদ অর্থ উত্তোলন করার সুযোগ দেয় এই অ্যাপ।

Survey Mate app - Earn Money Online - Make Money Online ( সার্ভে মেট)

Survey Mate অ্যাপে আপনার বিষয়ে কিছু মৌলিক তথ্য দিয়ে এই অ্যাপের সাইন আপ করার পর আপনার পছন্দ, আগ্রহ এবং ডেমোগ্রাফিক তথ্য দিয়ে প্রোফাইল পূর্ণ করুন। এরপর এই অ্যাপ আপনাকে অনেক ধরনের বিষয়ের উপর সার্ভে সম্পন্ন করার সুযোগ দিবে, যেমনঃ বাজার গবেষণা, সেবা বা পণ্যের রিভিউ ইত্যাদি।

এইসব সার্ভে কোম্পানির চাহিদা অনুযায়ী তৈরি করা হয় যাতে কোম্পানি নিজের পণ্য উন্নত করতে পারে। বেশিরভাগ সময় সার্ভেগুলো বেশি দীর্ঘস্থায়ী হয় না। ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আপনি বেশিরভাগ সার্ভে শেষ করতে পারবেন। তবে কিছু কিছু সার্ভে শেষ করতে একটু সময় লাগতে পারে।

পেপাল এবং ব্যাংক ট্রান্সফার থেকে নির্দিষ্ট পয়েন্ট হয়ে যাওয়ার পর টাকা উত্তোলন করুন।

Taka Income app (টাকা ইনকাম)

Taka Income অ্যাপে নিজের বিষয় কিছু মৌলিক তথ্য দিয়ে সাইন আপ করে প্রোফাইল পূরণ করে বিভিন্ন কাজ শুরু করে ইনকাম করতে পারবেন। টাকা ইনকাম মূলতঃ অ্যাপ টেস্টিং, পেজ সার্ভে বা কুইজ সম্পন্ন ও অ্যাড দেখার জন্য অর্থ দিয়ে থাকে। আপনি চাইলে এই অ্যাপ থেকে আপনার ইনকাম বিকাশে বা রকেটেও পেমেন্ট নিতে পারবেন।

আপনি যদি আপনার ইনকাম আরো বাড়াতে চান তাহলে এই অ্যাপে নিয়মিত কাজ করুন এবং বিভিন্ন অফার পূর্ণ করন। এর পাশাপাশি আপনি রেফারেল প্রোগ্রামের সাহায্যেও ইনকাম করতে পারবেন। অ্যাপটি ব্যবহার করা খুব সহজ এবং সাইন আপ ফ্রি হওয়ার কারণে অনেকেই এই অ্যাপ ব্যবহার করে টাকা ইনকাম করছেন।

Taka Income Pro app (টাকা ইনকাম)

টাকা ইনকাম প্রো অ্যাপ বর্তমানে ব্যবহারকারীদের কাছে টাকা ইনকাম করার সেরা ফ্রি এপস হিসেবে পরিচিতি পেয়েছে। এখানে বিভিন্ন ধররনের গেম আছে যার মধ্যে উল্লেখযোগ্য কুইজ গেম, স্পিনের গেম ও বাবল শুটিং গেম। এখানে গেম খেলে টাকা আয় করার সাথে সাথে থাকবে ডেইলি বোনাস যেখান থেকে আপনি নির্দিষ্ট কিছু পয়েন্টস পাবেন।

আপনি যত বেশি গেম খেলবেন তত বেশি কয়েন অর্জন করে নতুন নতুন গেম আনলক করার মাধ্যমে গেমগুলো খেলে বেশি রিওয়ার্ড পয়েন্ট অর্জন করবেন। এর ফলে আপনার টাকা ইনকামও বৃদ্ধি পাবে।

ফ্রি-টাকা-ইনকাম

ফ্রি টাকা ইনকাম সাইট 2025

ফ্রিতে টাকা ইনকাম করার সেরা ইনকাম সাইট সম্পর্কে এখন জেনে নিন। অনলাইনে যে সকল সাইট বিনা বিনিয়োগে টাকা ইনকাম করার সুযোগ প্রদান করে, সেই সকল সাইট সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান।

তবে এইসব ফ্রি সাইট থেকে টাকা ইনকাম করার জন্য আপনার দক্ষতার প্রয়োজন হবে এবং প্রচুর সময় ইনভেস্ট করতে হবে। এজন্য ২০২৫ সালে ফ্রিতে টাকা ইনকাম করার সুযোগকে কাজে লাগানোর জন্য ২ থেকে ৩ মাস সময় নিয়ে যে কোনো এক বা একাধিক কাজের দক্ষতা বৃদ্ধির দিকে নজর দিতে পারেন।

অর্থাৎ এই সকল সাইটে বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ আপনি পাবেন। প্রথমে আপনার সুবিধামতো যে কোন একটি বিষয় বাছাই করার পর কাজ করে ইনকাম শুরু করতে পারেন।

বর্তমানে যে সকল ফ্রি সাইট থেকে লোকজন দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সাথে পেমেন্ট পেয়ে আসছে, সেই সকল সাইটের মধ্য থেকে আপনাদের সুবিধার্থে সেরা ১০টি সাইটের তালিকা নিচে দেওয়া হল।

Fiverr.com

Fiverr অনলাইন থেকে টাকা ইনকাম করার জনপ্রিয় একটি ফ্রিল্যান্সিং সাইট। আপনি যদি ফাইবার থেকে ফ্রি তে ইনকাম করতে চান, তাহলে এখানে একটি শক্তিশালী প্রোফাইল তৈরি করুন। যেখানে আপনার কাজের দক্ষতা, অভিজ্ঞতা ও পোর্টফোলিও অন্তর্ভুক্ত করবেন। যা দেখে ক্লায়েন্ট আপনার কাজ বা সেবার দক্ষতা সম্পর্কে ধারণা তৈরি করতে পারে।

প্রোফাইল তৈরি করার পর আপনি এক বা একাধিক কাজ বা সেবার গিগ তৈরি করুন। প্রতিটি গিগে আপনার কাজের ধরন, মূল্য ও সময় সম্পর্কে স্পষ্ট উল্লেখ করতে হবে। কারণ এই গিগ দেখে আপনার কাজ বা সেবা ক্রয় করবে এবং আপনি কাজটি সম্পন্ন করে ক্লাইন্টকে সাবমিট করার পর টাকা ইনকাম করতে পারবেন।

ফাইবারে আপনি মিনিমাম ৫ ডলার থেকে কাজ শুরু করে ইনকাম করতে পারবেন। পরবর্তীতে কাজের মান ও ধরন অনুযায়ী আপনি আপনার কাজের মূল্য বৃদ্ধি করতে পারবেন। এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ পাবেন। যেমনঃ

  • ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট
  • গ্রাফিক ডিজাইন
  • ডিজিটাল মার্কেটিং
  • কন্টেন্ট রাইটিং
  • এসইও এক্সপার্ট
  • ভিডিও এডিটিং
  • অনুবাদ

ফাইবার থেকে অর্জিত টাকা আপনি পেপেল, ব্যাংক ট্রান্সফার সহ অন্যান্য মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

Blogger.com

ব্লগার অনলাইনে ফ্রিতে টাকা ইনকাম করার জনপ্রিয় একটি সাইট। এই সাইটে আপনি নিয়মিত আর্টিকেল পাবলিশ করে গুগল এডসেন্সের অ্যাড দেখিয়ে টাকা আয় করা শুরু করতে পারেন। কনটেন্ট লিখে টাকা আয় করার এটি একটি সেরা সাইট।

আপনি এখানে আপনার পছন্দমত যে কোন বিষয় বা ক্যাটাগরির আর্টিকেল লিখে পাবলিশ করতে পারেন। অর্থাৎ আপনাকে একটি নিস সিলেক্ট করে এই সাইটে নিয়মিত কন্টেন্ট পাবলিশ করতে হবে। এছাড়া এই প্লাটফর্মটি প্যাসিভ ইনকামের সেরা একটি উপায় হিসেবে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা রয়েছে।

এই সাইট থেকে আপনি গুগল এডসেন্স এর এড দেখিয়ে ইনকাম করা ছাড়াও এফিলিয়েটিং মার্কেটিং, স্পন্সরশিপ এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। এই সাইট থেকে অর্জিত টাকা আপনি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

InboxDollar.com

ইনবক্স ডলার ফ্রিতে টাকা ইনকাম করার জনপ্রিয় একটি সাইট। এই সাইটে কাজ শুরু করার জন্য প্রথমে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এই অ্যাকাউন্ট আপনি বিনামূল্যে খুলতে পারবেন এবং এর জন্য আপনি একটি ওয়েলকাম বোনাস পাবেন। এখানে আপনি বিভিন্ন ধরনের সহজে করা যায় এরকম কাজ করে ইনকাম করতে পারবেন।

মূলতঃ এটি একটি অনলাইন রিওয়ার্ড সাইট, যেখানে বিভিন্ন কোম্পানি বা ব্র্যান্ডের পণ্য বা সেবার বিষয়ে মতামত প্রদান করার মাধ্যমে টাকা ইনকাম করা যায়।

InboxDollars একটি জিপিটি সাইট যেখানে আপনি সার্ভে করে, ভিডিও দেখে, গেম খেলে, তাদের দেওয়া ইমেইল পড়া এবং বিভিন্ন অফার পুর্ণ করার মাধ্যমে টাকা ইনকাম করা যায়। আপনি এখান থেকে ক্যাশব্যাকও পাবেন অনলাইন শপিং করলে। এছাড়া আপনি বন্ধুদের রেফার করার মাধ্যমে ও ইনকাম করতে পারবেন।

এই সাইট থেকে অর্জিত অর্থ আপনি পেপাল, গিফট কার্ড বা চেকের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

YSense.com

YSense মূলতঃ একটি জিপিটি অনলাইন প্লাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন ছোট ছোট সহজ কাজ করে টাকা আয় করতে পারেন। এই সাইট কোনরকম দক্ষতা ছাড়া কাজ করে টাকা ইনকাম করার সুযোগ প্রদান করে।

YSense এ কাজ করার জন্য প্রথমে আপনাকে একটি একাউন্ট ক্রিয়েট করতে হবে। এই সময় আপনার একটি একটিভ জিমেইল এড্রেস ও পাসওয়ার্ড দিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে একটি প্রোফাইল তৈরি করা সম্পূর্ণ করতে হবে। কারণ এই প্রোফাইলের উপর আপনার সার্ভে করা সহ বিভিন্ন কাজ পাওয়া নির্ভর করবে।

প্রোফাইল তৈরি করার পর আপনি সাইটে বিভিন্ন ধরনের ছোট ছোট কাজগুলো পেয়ে যাবেন। এই কাজগুলো থেকে আপনার পছন্দ অনুযায়ী বাছাই করে কাজ শুরু করতে পারবেন।

এখানে আপনি পেইড সার্ভে করার সুযোগ পাবেন। পেইড সার্ভের পাশাপাশি রয়েছে ভিডিও দেখে ইনকাম ও রেফারেল প্রোগ্রাম। মাঝে মাঝে এখানে বিভিন্ন অফার দেওয়া হয় যেগুলোতে এক্সট্রা ক্যাশ প্রদান করা হয়। এছাড়াও অনলাইনে শপিং করার সময় আপনি ক্যাশব্যাক পাবেন।

এই সাইট থেকে অর্জিত টাকা আপনি পেপেল, পাইওনিয়ার, এমাজান গিফট কার্ড সহ আরো অন্যান্য মাধ্যমে এক সপ্তাহের মধ্যে উত্তোলন করতে পারবেন।

Neobux.com

Neobux মূলত একটি PTC ( Paid To Click) সাইট যেখানে অনলাইন প্লাটফর্ম ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপনে ক্লিক করে টাকা আয় করতে পারেন। এখানে বিজ্ঞাপনের দৈর্ঘ্য সাধারণত ৩ সেকেন্ড থেকে ৩০ সেকেন্ডের মধ্যে হয়ে থাকে, এ কারণে খুব বেশি সময় ব্যয় করার এখানে প্রয়োজন হয় না।

বিজ্ঞাপনে ক্লিক করা ছাড়াও সাইটে থাকা ছোট ছোট টাস্ক গুলো করে, রেফারেল প্রোগ্রামে অংশগ্রহণ করে, কিছু ছোট ছোট গেম খেলে, সাইটে থাকা বিভিন্ন অফার গুলো যেমনঃ সার্ভে সম্পন্ন করে টাকা আয় করা যায়।

এই সাইটে কাজ শুরু করার জন্য আপনাকে প্রথমে ইমেইল এড্রেস দিয়ে সাইন আপ করতে হবে। যা সম্পূর্ণ ফ্রি। এরপর আপনি সাইটে থাকা কাজগুলো করে টাকা ইনকাম শুরু করতে পারবেন।

এই সাইট থেকে অর্জিত টাকা আপনি পেপেল, পাইওনিয়ার, বিটকয়েন সহ আরো অন্যান্য মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

Timebucks.com

Timebucks এমন একটি অনলাইন প্লাটফর্মে ব্যবহারকারীদের ছোট ছোট কাজ সম্পন্ন করার জন্য টাকা প্রদান করে থাকে। অনলাইন থেকে টাকা আয় করার এটি একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম। এখানে প্রতিনিয়তই নতুন নতুন কাজ যোগ হয়। এই সাইট থেকে টাকা ইনকাম করার জন্য আপনার সক্রিয় ইমেইল এড্রেস দিয়ে প্রথমে সাইন আপ করতে হবে।

তাছাড়া আপনি যদি সাইটে থাকা আপনার প্রোফাইলটি সম্পন্ন করেন তাহলে আপনি ভালো কাজগুলো করার সুযোগ পাবেন। প্রোফাইল সম্পন্ন করার পর সাইডে ড্যাশ ভোটে গিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ দেখতে পাবেন। সেখান থেকে আপনার সুবিধা অনুযায়ী কাজগুলো বাছাই করে কাজ শুরু করতে পারবেন।

Timebucks থেকে আপনি অনেকভাবে সুযোগ পাবেন ইনকাম করার। ভিডিও দেখে, সার্ভে সম্পন্ন করে, গেম খেলে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে, ওয়েবসাইটে ভিজিট করে ক্লিক করে, ক্যাপচা পূরণ করে, সোশ্যাল মিডিয়ার কাজ করে, অ্যাপ ইন্সটল করে সহজে ইনকাম করতে পারবেন। এছাড়া রেফারেল প্রোগ্রামের মাধ্যমে ইনকাম বাড়ানো যায়।

এই সাইট থেকে অর্জিত টাকা আপনি পেপেল, পাইওনিয়ার, বিটকয়েন এর মাধ্যমে সপ্তাহে একবার উত্তোলন করতে পারবেন।

Clickworker.com

ক্লিক ওয়ার্কার প্ল্যাটফর্ম থেকে ছোট ছোট সহজ কিছু কাজ করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। এখানে কাজ করার জন্য আপনার সাধারণ কিছু ব্যক্তিগত বেসিক তথ্য যেমনঃ আপনার নাম, ইমেইল ইত্যাদি দিয়ে আপনি একাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সম্পূর্ণ ফ্রি।

অ্যাকাউন্ট খোলার পর আপনাকে দেখতে হবে আপনার বর্তমান দক্ষতা অনুযায়ী কোন কাজ আপনার জন্য সহজ হবে। ডাটা এন্ট্রি, কনটেন্ট লেখা, ট্রান্সলেশন করা্, অনলাইন সার্ভে সম্পন্ন করা, ছবি ও ভিডিও পোস্ট করা এবং ছোটো ছোটো কাজ করার অপসন পাবেন আপনি এখানে।

নির্দিষ্ট কাজ করার জন্য নির্দিষ্ট পেমেন্ট দেওয়া হয় পেপাল, ব্যাংক ট্রান্সফার বা অন্য কোন মাধ্যমে।আপনি যদি পার্ট টাইম জব হিসেবে কাজ করতে চান তাহলে করতে পারেন আবার ফুল টাইম জব হিসেবেও এখানে কাজ করতে বাধা নেই। সক্রিয়ভাবে কাজ করলে আপনি দিনে ৫০০ টাকার চেয়েও বেশি ইনকাম করতে পারবেন।

 Grabpoints.com- Paid Surveys

Grabpoints ফ্রি পেইড সার্ভে অ্যাপ যেখানে সার্ভেগুলো সম্পন্ন করার মাধ্যমে টাকা বা গিফট কার্ড অর্জন করতে পারবেন। এখানে আপনি সাধারণ কিছু সার্ভে ও মতামত প্রদান করে আপনার প্রিয় ব্র্যান্ডের উন্নতিতে সহায়তা করে টাকা আয় করতে পারবেন। সার্ভেগুলো আপনার করার উদ্দেশ্যে ডিসপ্লে করা থাকবে এবং আপনি তা সম্পূর্ণ করে পয়েন্ট অর্জন করতে পারবেন।

এছাড়াও অ্যাপ ডাউনলোড করে, ভিডিও দেখে ও ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করতে পারবেন। এরকম সব সাইটের সাধারণত রেফারেল প্রোগ্রাম এর মাধ্যমে ইনকাম করার সুযোগ থাকে। এই সাইটেও রয়েছে। এই সাইটে আপনি ফ্রি সাইন আপ করার সুযোগ পাবেন এবং সাইনআপ করার কিছুক্ষণের মধ্যে ১০০০ পয়েন্ট বোনাস হিসেবে পাবেন।

পেপাল, গিফট কার্ড বা বিটকয়েন থেকে আপনি আপনার টাকা উত্তোলন করতে পারবেন। ছাড়া স্টারবাক্স, ওয়ালমার্ট, এমাজন গিফট কার্ড নিতে পারবেন। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আপনি আপনার অর্জিত টাকা পেয়ে যাবেন।

আরো পড়ুনঃ ফ্রি টাকা করার সেরা ১৫ টি অ্যাপস (নতুন) ২০২৫

Adobe Stock.com

Adobe Stock হল ছবি আপলোড করে টাকা ইনকাম করার অনলাইন ভিত্তিক একটি বৃহত্তম প্ল্যাটফর্ম। বর্তমানে স্টক ফটোগ্রাফি সাইটের মধ্যে একদম প্রথম সারিতে রয়েছে এই ওয়েবসাইটটি। তাই এখান থেকে ইনকাম করার জন্য আপনাকে অবশ্যই নিখুঁত ও মানসম্মত ছবি তোলায় দক্ষ হতে হবে।

এডোবি স্টক থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনাকে কন্ট্রিবিউটর একাউন্ট নামে একটি একাউন্ট খুলতে হবে। এই অ্যাকাউন্ট খোলার পর আপনি এখানে ছবি আপলোড করে টাকা আয় করতে পারবেন।

Adobe Stock থেকে ইনকাম করার জন্য রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি ছবি আপলোড করার পর এডোবি টিম আপনার ছবি অনুমোদন করলে ইনকাম শুরু হবে। আপনার ছবি যত বেশি ডাউনলোড হবে তত বেশি আপনার ইনকাম হবে।

এখন আপনাদের জানাবো Adobe Stockএ ছবি আপলোড করার শর্তগুলোঃ

  • সর্বনিম্ন  4 এমবি থেকে সর্বোচ্চ 50 এমবি ছবির সাইজ হতে হবে।
  • ছবির কোয়ালিটি হাই থাকতে হবে
  • ছবির রেজুলেশন হাই হতে হবে
  • ছবির সাথে মিল রেখে সামঞ্জস্য পূর্ণ একটি কিওয়ার্ড দিতে হবে।
  • সাম্প্রতিক বিষয় বা ট্রেন্ডিং বিষয়ের উপর ছবি দিলে সবচেয়ে ভালো হয়।
  • আপনাকে অবশ্যই ১৮ বছরের উপরে হতে হবে

আপনার আপলোডকৃত ছবি যত বেশি লোক ডাউনলোড করবে বা কিনবে তত বেশি আপনার ইনকাম হতে থাকবে। আপনার অর্জিত টাকা পেপেল ও পাইওনিয়ার মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

Freecash.com

অনলাইনে টাকা ইনকাম করার জনপ্রিয় আরেকটি সাইট হল Freecash.com. এই সাইটে আপনি ফ্রিতে একাউন্ট খুলে সাইটে ছোট ছোট কাজগুলো সম্পন্ন করে ইনকাম শুরু করতে পারবেন। এই সাইটের কাজগুলোর মধ্যে রয়েছে সার্ভে করা, গেম খেলা, নানা ধরনের ছোট ছোট টাস্ক সম্পূর্ণ করা ইত্যাদি।

এই সাইটে প্রতিটি কাজ সম্পন্ন করার জন্য আপনি কয়েন অর্জন করতে পারবেন। আপনার একাউন্টে যখন ১০০০ কয়েন পূরণ হবে তখন এক ডলার হিসেবে কাউন্ট হবে। এই সাইট থেকে অর্জিত টাকা আপনি পেপেল, ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। এই সাইটের একটি বড় হল আপনি ইনস্ট্যান্ট পেপাল একাউন্টের মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন।

ফ্রি টাকা ইনকাম করার উপায় ২০২৫

ফ্রিতে টাকা ইনকাম করার উপায় ২০২৫ সম্পর্কে আপনি যদি জানতে চান, তাহলে কনটেন্টের এই অংশটি পড়তে থাকুন। ফ্রিতে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে জানা থাকলে সহজে অনলাইন থেকে টাকা ইনকাম করা সম্ভব। আর এই কাজটি সহজ করার জন্য কন্টেন্টের এই অংশটি আপনাদের জন্য সাজানো হয়েছে।

অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করার জন্য কিছু উপায়ের জন্য আপনার দক্ষতার প্রয়োজন হবে। যেমনঃ ফ্রিল্যান্সিং, কন্টেন্ট রাইটিং, ব্লগিং অনলাইনে কোর্স বিক্রি ইত্যাদি।

আবার অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকামের দক্ষতা ছাড়া সহজ কিছু উপায় রয়েছে, যেমনঃ সার্ভে করা, গেম খেলা, কুইজ খেলা, এড দেখা, রেফার করা ইত্যাদি।

আপনাদের সুবিধার্থে এই অংশে, অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করার দক্ষতা সম্পন্ন কাজ ও দক্ষতা ছাড়া দুই ধরনের উপায় সম্পর্কে জানানোর চেষ্টা করব। আপনার সুবিধা অনুযায়ী যেকোনো একটি উপায় বেছে নিতে পারেন।

তাহলে চলুন দেরি না করে ২০২৫ সালে অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করার সেরা ও জনপ্রিয় উপায় গুলো দেখে নিনঃ

কনটেন্ট ক্রিয়েটরঃ এখনকার যুগে অনলাইনে যে উপায়ে বেশিরভাগ মানুষ ফ্রি ইনকাম করছে তার মধ্যে সেরা উপায় হচ্ছে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ভিডিও বানিয়ে ইনকাম করা। বর্তমানে কনটেন্ট ক্রিয়েটর হয়ে ভিডিও বা রিলস ভিডিও বানিয়ে জনপ্রিয় কিছু অ্যাপ যেমনঃ youtube, ফেসবুক, টিকটকে আপলোড করে ভালো টাকা ইনকাম করা যায়।

আপনি ইউটিউব চ্যানেল বানিয়ে বা ফেসবুক পেজে রিলস বা ভিডিও আপলোড করে ভিডিওর মাঝখানে অ্যাড দেখিয়ে, স্পন্সরশিপের মাধ্যমে, এফিলিয়েটিং মার্কেটিং করে ইনকাম করতে পারবেন।

অ্যাফিলিয়েটিং মার্কেটিংঃ ফ্রিতে টাকা ইনকাম করার আরেকটি জনপ্রিয় উপায় হল এফিলিয়েটিং মার্কেটিং করে ইনকাম। কোন পণ্যের প্রচার করে বিক্রি করে দেওয়ার প্রক্রিয়াকে এফিলিয়েটিং মার্কেটিং বলে। 

আপনার যদি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বা ব্লগ ওয়েবসাইট থাকে তাহলে সেখানে ই-কমার্স সাইট গুলোর কোন পণ্যের প্রচার করে বিক্রি করে দিলে আপনি ওই পণ্য বিক্রির উপর নির্দিষ্ট হারে কমিশন পাবেন।

মূলতঃ এফিলিয়েটিং মার্কেটিং এর মাধ্যমে এভাবে ইনকাম হয়ে থাকে। বর্তমানে এফিলিয়েটিং মার্কেটিং করে অনেকে মাসে হাজার টাকা থেকে লাখ টাকা ইনকাম করছেন।

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসঃ ফ্রিল্যান্সিং করে ইনকাম এখনকার সময়ের অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করার একটি জনপ্রিয় উপায়। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আপনার দক্ষতা অনুযায়ী কাজ করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিং করে ইনকাম করার বিভিন্ন মার্কেটপ্লেসের মধ্যে ফ্রিল্যান্সার, বিলান্সার, ফাইবার, গুরু, পিপল পার আওয়ার, আপওয়ার্ক ইত্যাদি সেরা।

ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোতে ছোট বড় বিভিন্ন ধরনের কাজ আপনি পেয়ে যাবেন। যেমনঃ ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, অ্যাপস ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডি্টিং, অনুবাদ, ভয়েস দেওয়ার কাজ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদি।

ব্লগিংঃ বর্তমান সময়ে অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করার আরেকটি সেরা উপায় হল ব্লগিং। ব্লগিংকে প্যাসিভ ইনকামের প্রধান উৎস বলা যায়। এক্ষেত্রে আপনার একটি ডোমেইন সহ ব্লগ ওয়েবসাইট লাগবে যেখানে আপনাকে নিয়মিত সমসাময়িক বিষয়াবলী নিয়ে পর্যাপ্ত তথ্য সহ আর্টিকেল পাবলিশ করতে হবে।

আপনার ওয়েবসাইটে যখন কিছু সংখ্যক ট্রাফিক আসা শুরু করবে তখন গুগল অ্যাডসেন্স পাওয়ার মাধ্যমে এখান থেকে ইনকাম শুরু হবে। ব্লগিং করার জন্য আপনি মেডিয়াম.কম, ওয়ার্ডপ্রেস.অর্গ, ব্লগার ইত্যাদি জনপ্রিয় প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন।

কন্টেন্ট রাইটিংঃ ফ্রিতে টাকা ইনকাম করার আরেকটি জনপ্রিয় উপায় হলো কন্টেন্ট রাইটিং। বর্তমানে অনেক পেশাদার কনটেন্ট রাইটার রয়েছেন যারা এটিকে তাদের মূল পেশা হিসেবে বেছে নিয়েছেন। কনটেন্ট রাইটিং বর্তমানে ট্রেন্ডিং একটি অনলাইনে টাকা ইনকাম করার উপায়।

কনটেন্ট রাইটিং হল কোন বিষয়ের উপর লেখালেখি করা। এই লেখালেখি করার জন্য অনেক সোশ্যাল মিডিয়া এখন রয়েছে। এখন আপনি ফেসবুকের বিভিন্ন পেজে, ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে, টেলিগ্রামের চ্যানেলে লিখে ইনকাম করতে পারেন।

এছাড়া বিভিন্ন অনলাইনে বিভিন্ন সাইট রয়েছে যেখানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে যোগ দিয়ে টাকা ইনকাম শুরু করতে পারেন। তবে এই কাজের জন্য আপনাকে অবশ্যই কনটেন্ট রাইটিং করার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। একজন ভালো মানের প্রফেশনাল কন্টেন্ট রাইটারের বর্তমানে চাহিদা প্রচুর। এই কাজ করো বর্তমানে অনেকে মাসে লাখ টাকা ইনকাম করছেন।

অনলাইনে কোর্স বিক্রিঃ অনলাইনে কোর্স বিক্রি এখন অনলাইন ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। মানুষের আগ্রহ অনুযায়ী কোর্স বিক্রি করে অনেকেই অনেক টাকা আয় করছে। আপনার যদি কোন বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকে তাহলে সেই বিষয়ে কোর্স তৈরি করে অনলাইনে বিক্রি করতে পারেন। এভাবে আপনি একটি নিজস্ব ছোট্ট ব্যবসার শুরু করে দিতে পারবেন।

এছাড়া কোর্স বিক্রি করে আয় করতে পারেন স্কিল শেয়ার, টিচেবল, কাজাবি, ইউডেমি ইত্যাদি অ্যাপে বা সাইটে।

অ্যাপসগুলোতে এড দেখাঃ বিভিন্ন অ্যাপস এখন অ্যাড দেখার মতো সহজ কাজ করার জন্য অর্থ প্রদান করে থাকে। অনলাইনে যারা কোন কাজ না করে টাকা ইনকাম করতে চান তাদের মধ্যে এড দেখে টাকা ইনকাম সবচেয়ে জনপ্রিয় একটি উপায়।

অ্যাড দেখে টাকা ইনকাম করার জন্য অনলাইনে কিছু বিশ্বস্ত অ্যাপ আপনি পেয়ে যাবেন। যেমনঃ সোয়াগ বাক্স, ইনবক্স ডলার, অ্যাডওয়ালেট, ফিচার পয়েন্টস ইত্যাদি অ্যাপে অ্যাড ও ভিডিও দেখে আপনি ইনকাম করতে পারবেন খুব সহজে। এসবের বেশিরভাগ অ্যাপ পেপাল ও গিফট কার্ডে পেমেন্ট করে থাকে।

ভিডিও দেখে ইনকামঃ অনলাইনে ফ্রি তে টাকা ইনকাম করার আরেকটি জনপ্রিয় উপায় হল ভিডিও দেখে ইনকাম। ঘরে বসে অবসর সময়ে অনলাইনে থাকা বিভিন্ন apps এর ভিডিও দেখে এখন সহজে টাকা ইনকাম করা যায়।

সোয়াগ বাক্স, ইনবক্স ডলারস, মাই পয়েন্টস, অ্যাডওয়ালেট, ফিচারপয়েন্টস, ক্যাশক্র্যাট, প্যেন্টসপ্রাইজেস, কুইক রিওয়ার্ডস ইত্যাদি অ্যাপে ভিডিও দেখে ইনকাম করার সুযোগ থাকে। এসব অ্যাপে ভিডিও দেখা ছাড়াও ছোট ছোট আরো অনেক কাজ করার মাধ্যমেও ইনকাম করতে পারবেন।

গেম খেলে ইনকামঃ বর্তমান সময়ে অনলাইনে ইনকাম করার মধ্যে গেম খেলে টাকা ইনকাম করার পদ্ধতিটিও এখন অনেক জনপ্রিয়। বিশেষ করে তরুণ প্রজন্ম এখন অনলাইনে বিভিন্ন ধরনের গেম খেলে সময় কাটানোর পাশাপাশি ইনকামও করছেন। অনলাইনে বর্তমানে প্রচুর অ্যাপস রয়েছে যেখানে গেম খেলে টাকা ইনকাম করা যায়।

ফ্রি ফায়ার, পাবজি, উইনজোগেমস, লুডু কিং, লুডু সুপ্রিম, এমপিএল, স্পিন টু উইন, টাকা ইনকাম প্রো, পেটিএম ফার্স্ট গেমস ইত্যাদি জনপ্রিয় গেম অ্যাপস এর তালিকা।

সার্ভে করে ইনকামঃ বর্তমানে অনলাইনে প্রচুর অ্যাপস রয়েছে যারা বিভিন্ন কোম্পানি বা ব্র্যান্ডের সাথে কাজ করে। এইসব কোম্পানি বা ব্র্যান্ডের কোন পণ্য বা সেবার বিষয়ে ব্যবহারকারীদের কাছে মতামত আহ্বান করে। কোন অ্যাপস ব্যবহারকারী ওই সার্ভেতে অংশগ্রহণ করলে টাকা ইনকাম করতে পারে।

এরকম অনেক পেইড সার্ভে সাইট ও অ্যাপস রয়েছে, যেমন সোয়াগবাক্স, অয়াইসেন্স, ইনবক্সডলারস, সার্ভে জানকি ইত্যাদি।

কুইজ খেলে ইনকামঃ আমাদের মধ্যে অনেকে আছেন যারা কুইজ খেলতে ভালোবাসেন। অনলাইনে বর্তমানে কুইজ খেলেও টাকা ইনকাম করা যায়। কুইজ খেলা খানিকটা সার্ভে সম্পন্ন করার মতই। আপনি সোয়াগ বাক্স, ইনবক্স ডলারস, মিস্টপ্লে, ফিচারপয়েন্টস, কিউমি, প্রাইজরেবেল, তলুনা ইত্যাদি অ্যাপ ও সাইটে কুইজ খেলে ইনকাম করার দারুণ সহজ সুযোগ রয়েছে।

রেফার করে ইনকামঃ আপনি যদি অনলাইনে কোন কাজ না করে শুধুমাত্র বন্ধুদের রেফার করার মাধ্যমে টাকা ইনকাম করতে চান তাহলে, অনলাইনে বিভিন্ন অ্যাপস রয়েছে যারা রেফারেল প্রোগ্রামের আওতায় টাকা প্রদান করে থাকে।  কোনো অ্যাপ বা সাইট পরিচিতজনদের ব্যবহার করার আমন্ত্রণ জানানোই রেফার করা।

প্রায় সব পেইড সার্ভে সাইট ও অ্যাপস, পিটিসি সাইট, গিপিটি সাইট এবং পিটিসিইউ সাইট রেফার করে ইনকাম করার সুযোগ দেয়।

ফ্রি-টাকা-ইনকাম

ফ্রিতে টাকা ইনকাম করার সাবধানতা

ফ্রিতে টাকা ইনকাম অ্যাপস ও সাইট সম্পর্কে আজকের কনটেন্টে আপনাদের সাথে শেয়ার করেছি।অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করা বর্তমানে অনেকের কাছে সহজ ও আকর্ষণীয় একটি ইনকাম পথ হয়ে দাঁড়িয়েছে। অনলাইনে ফ্রী টাকা ইনকাম করার রিয়েল ও বিশ্বস্ত সাইট যেমন রয়েছে তেমনি ফেক বা স্ক্যাম সাইট ও অ্যাপস এর অভাব নেই।

তাই অনলাইনে যে কোন সাইট বা অ্যাপসে কাজ করার আগে অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না। যেমনঃ

  • আপনি যে সকল সাইট বা আপনি যে সকল সাইট বা এপ্সে কাজ করতে চাচ্ছেন সেগুলো রিভিউ বা কমেন্ট পড়ে নিতে পারেন।
  • Google এবং ইউটিউবে সাইট বা অ্যাপস সম্পর্কিত ভিডিও থাকলে দেখে নিতে পারেন।
  • যদি কোন সাইট বা এপ্স কাজ করার পূর্বে ডিপোজিট চায়, তাহলে সেই সাইট বা অ্যাপসে কাজ করা থেকে বিরত থাকাই ভালো।
  • কোন সাইট বা অ্যাপসে ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে।

তবে আজকের কনটেন্টে উল্লেখিত ফ্রি সাইট ও অ্যাপসে কাজ করে টাকা ইনকাম করা শুরু করতে পারেন। এই সকল অ্যাপস সেরা ও বিশ্বস্ত হিসেবে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা রয়েছে।

লেখকের মতামত

প্রিয় পাঠক, ফ্রি টাকা ইনকাম apps ও সাইট সম্পর্কে আজকের কনটেন্টে আলোচনা করেছি। আপনি যদি অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করার জন্য চিন্তা করে থাকেন, তাহলে আজকের কনটেন্টে উল্লেখিত সেরা ২০টি অ্যাপস ও ১০টি সাইটে কাজ শুরু করে নিশ্চিন্তে সহজে টাকা ইনকাম করতে পারবেন।

এছাড়া ফ্রিতে টাকা ইনকাম করার উপায় ২০২৫ সম্পর্কেও এই কন্টেন্টে আলোচনা করেছি। এই উপায় গুলো দিয়ে 2025 সালে অনলাইন থেকে আপনি টাকা ইনকাম করা শুরু করতে পারেন। অনেকেই এই উপায়গুলোর সাহায্যে প্রচুর টাকা ইনকাম করছেন। আজকের কনটেন্টি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করতে পারেন যাতে তারাও উপকৃত হতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;

comment url