১০টি দিনে ৫০০ টাকা ইনকাম apps
দিনে ৫০০ টাকা ইনকাম apps এর তালিকা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা ইন্টারনেটে দিনে ৫০০ টাকা আয় করার বিশ্বস্ত অ্যাপস খুঁজে থাকেন, তাদের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো। সাথে জানবেন, দিনে ৫০০ টাকা ইনকাম করার রিয়েল উপায় সম্পর্কে।
বর্তমানে অনলাইনে অ্যাপস গুলোতে কাজ করে টাকা ইনকাম করা ইউজারদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সময় সাশ্রয়ী এই সকল অ্যাপস গুলো ঘরে বসে ডিপোজিট ছাড়া ফ্রিতে টাকা ইনকাম করার সুযোগ প্রদান করে। মন দিয়ে কাজ করলে এই সকল অ্যাপস থেকে ডেইলি ৫০০ টাকা ইনকাম করা কঠিন কিছু নয়। পোস্ট সূচীপত্রঃ
ভূমিকাঃ দিনে ৫০০ টাকা ইনকাম apps
দিনে ৫০০ টাকা ইনকাম apps সম্পর্কে জানার জন্য আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়লে উপকৃত হবেন আশা করি। কারণ আর্টিকেলে এমন কয়েকটি অ্যাপস আপনাদের সাথে শেয়ার করব, যে অ্যাপসগুলো থেকে বিনা দক্ষতায় আপনার হাতে থাকা মোবাইল ব্যবহার করে ডেইলি কমপক্ষে ৫০০ টাকা আয় করতে পারবেন।
বর্তমান যুগে বিশ্বের হাজার হাজার মানুষ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকা আয় করছেন।মোবাইলে সহজে ব্যবহার করা যায় এরকম প্রচুর অ্যাপস অনলাইনে রয়েছে। এই সকল অ্যাপস গুলো বিভিন্ন টাস্ক সম্পন্ন করে টাকা ইনকাম করার সুযোগ প্রদান করে। অর্থাৎ প্রায় প্রতিটি অ্যাপসে টাকা ইনকাম করার নানা বিকল্প উপায় গুলো রয়েছে।
আরো পড়ুনঃ অনলাইনে ফ্রি টাকা ইনকাম সাইট বিকাশ পেমেন্ট ২০২৫
অ্যাপসে থাকা বিভিন্ন ধরনের ছোট ছোট সহজ টাস্ক গুলো থেকে ব্যবহারকারীরা তাদের সুবিধামতো ট্রাস্ট সম্পন্ন করে টাকা ইনকাম করতে পারে। যেমনঃ অ্যাড দেখা, ভিডিও দেখা, গেম খেলা, কুইজ খেলা, অংক করে ইনকাম ইত্যাদি।
কিছু অ্যাপ আপনাকে পরিশ্রম ছাড়া শুধুমাত্র আপনার মতামত প্রদান করার জন্য টাকা প্রদান করবে। যেমনঃ সার্ভে অ্যাপ Swagbucks, Survey party, Survey junkie.
আবার প্রায় প্রতিটি অ্যাপস আপনাকে রেফারেল প্রোগ্রামে অংশ নিয়ে ইনকাম বৃদ্ধি করার সুযোগ প্রদান করে। এক্ষেত্রে আপনার ব্যবহারকৃত অ্যাপস এর লিংক আপনার পরিচিতজনদের পাঠানোর পর যদি তারা অ্যাপসটি ব্যবহার করেন, তাহলে আপনি এক্সট্রা ৩০% কমিশন অর্জন করবেন।
তাহলে চলুন দেরি না করে এই ধরনের সেরা ১০টি দিনে ৫০০ টাকা ইনকাম অ্যাপস গুলো সম্পর্কে নিচে বিস্তারিত জেনে নিন।
দিনে ৫০০ টাকা ইনকাম apps
দিনে ৫০০ টাকা ইনকাম apps গুলো থেকে প্রায় বিনা পরিশ্রমে দিনে ৫০০ টাকা ইনকাম করা সম্ভব। শুধু আপনাকে ধৈর্য ও সময় দিয়ে অ্যাপস গুলোতে থাকা কাজগুলো সঠিক নিয়মে করে যেতে হবে। বর্তমান যুগে প্রচুর সংখ্যক মানুষ এপ্স গুলোতে কাজ করে টাকা ইনকাম করছেন। শুধু আপনাকে জানতে হবে বিশ্বস্ত ও রিয়েল অ্যাপস সম্পর্কে।
আরো পড়ুনঃ অনলাইনে সার্ভে করে দিনে ৫০০ টাকা ইনকাম অ্যাপস ২০২৫
তবে চিন্তার কোন কারণ নেই। অনলাইনে যে সকল মোবাইল অ্যাপস গুলোতে কাজ করে ঘরে বসে সত্যিকারের টাকা উপার্জন করা যায়, সেই সকল অ্যাপস সম্পর্কে আপনাদের জানাতেই আজকের এই আর্টিকেল। আশা করি আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে।
নিচে অনলাইনে দিনে ৫০০ টাকা ইনকাম apps 2025 তালিকা দেখে নিনঃ
- Earn Money: Online In Cash App
- Toloka: Earn Online
- My Cash: Make Money Cash App
- 500px app
- CashBoss: Earn Cash
- Google Opinion Rewards app
- Sweet Bitcoin app
- Windfarm app
- Yumchek app
- MetroOpinion Survey Rewards
Earn Money: Online In Cash App
Earn Money অ্যাপ থেকে সহজ কিছু কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। এটি একটি জনপ্রিয় মোবাইল অ্যাপ্লিকেশন। আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে প্লে স্টোরে Earn Money দিয়ে সার্চ করলে এই ফ্রি ইনকাম অ্যাপটি পেয়ে যাবেন। এই অ্যাপসে থাকা বিভিন্ন টাস্ক সম্পাদনের মাধ্যমে দিনে সহজেই ৩০০ থেকে ৫০০ টাকা ইনকাম করা সম্ভব।
অনলাইনে থাকা অন্যান্য ফ্রি ইনকাম অ্যাপসের মতো এই অ্যাপসেও প্রতিদিন এই অ্যাপের কাজ করার জন্য বা বিভিন্ন টাস্ক কমপ্লিট করার বিনিময়ে বিভিন্ন রিওয়ার্ড দিয়ে থাকে। এই অ্যাপের কাজগুলোর মধ্যে রয়েছেঃ
- স্পিনিং হুইল স্পিন করে
- বিভিন্ন অফার কমপ্লিট করে
- প্রতিদিন অ্যাপ এ ঢুকে কাজ করার জন্য রিওয়ার্ড নিয়ে
- বিভিন্ন বিশেষ অফারে অংশ নিয়ে
- বন্ধুদের রেফার করে।
আপনি অ্যাপের ভিতর টাকা ইনকাম করতে গিয়ে দেখতে পারেন যে এই টাস্কগুলো কত কার্যকারী।অ্যাপটি পেটিএম বা ইউপিআই তে আপনার অর্জিত টাকা প্রদান করবে। তাই দেরি না করে ফ্রিতে টাকা আয় করার জন্য এই অ্যাপে একাউন্ট খুলে আপনার অনলাইন ইনকামের যাত্রা শুরু করতে পারেন।
Toloka: Earn Online
Toloka: Earn Online আপনি সাইট বা অ্যাপ দুই ভাবেই অনলাইন প্লাটফর্মে পেয়ে যাবেন। আপনি ল্যাপটপে কাজ করতে চাইলে সাইট হিসেবে ব্যবহার করলে সুবিধা জনক হবে। আর মোবাইল ফোনে ব্যবহার করলে অবশ্যই অ্যাপটি আপনার মোবাইল ফোনে ডাউনলোড করে নিতে পারেন।
Toloka অ্যাপটি ব্যবহার করার জন্য আপনার কোন বিশেষ জ্ঞানের প্রয়োজন নেই। এই অ্যাপে সার্ভে রিলেটেড কাজ করে আপনি ইনকাম করতে পারবেন। উদাহরণ হিসেবে বলা আছে, কোন কোম্পানির বিশদ বিবরণ পরীক্ষা করা বা বিভিন্ন অনুসন্ধানের ফলাফল অনুসন্ধানের প্রশ্নের সাথে মিলে কিনা তা দেখা।
এই অ্যাপে আপনি যত লেভেল আপ করবেন বা আপনার দক্ষতা স্তর যত বাড়বে আপনি তত বেশি কাজ উপলব্ধ করতে পারবেন। আপনার নিজের একটু বুদ্ধি খাটিয়েই এই অ্যাপ ব্যবহার করে ইনকাম করতে পারবেন সহজ ভাবে এবং নিশ্চিন্তে।
পেওনিয়ার (Payoneer) টাকা উত্তোলন অ্যাপ থেকে এই অ্যাপ থেকে অর্জিত টাকা আপনি উঠাতে পারবেন।
My Cash: Make Money Cash App
মাই ক্যাশ অনলাইনে থাকা আরেকটি জনপ্রিয় টাকা ইনকাম প্লাটফর্ম। এই অ্যাপে আপনি শুধু টাকাই না বরং গিফট কার্ডস অর্জন করতে পারবেন। এই মোবাইল অ্যাপ্লিকেশনটি আপনি ক্রম ব্রাউজারে সার্চ দিলে পেয়ে যাবেন। এই অ্যাপ আপনাকে গেম খেলা এবং ভিডিও দেখা উপায় গুলো দিয়ে ফোন চার্জ করার জন্য টাকা প্রদান করে থাকে।
অ্যাপটিতে আপনি যত বেশি সময় দিবেন তত আপনার ইনকাম বাড়বে। বন্ধুদের রেফার করেও আপনি আপনার ইনকাম বৃদ্ধি করতে পারবেন। তাই অনলাইনে দিনে ৫০০ টাকা ইনকাম করার জন্য এই অ্যাপটি আপনার পছন্দের কাজের জায়গা হতে পারে।
আরো পড়ুনঃ অংক করে দিনে ৫০০ টাকা ইনকাম সেরা ৭টি অ্যাপস ২০২৫
অ্যাপটির একটি বড় সুবিধা হল খুব তাড়াতাড়ি এখান থেকে রিওয়ার্ড অর্জন করা যায় কোনরকম ভেরিফিকেশন ছাড়া। আর আপনার অর্জিত টাকা বা গিফট কার্ড আপনি পেপাল ক্যাশ হিসেবে বা গিফট কার্ড হিসেবে গ্রহণ করতে পারেন।
আপনি যদি স্টুডেন্টস হয়ে থাকেন বা বেকার বসে থাকেন অথবা আপনার চাকরির পাশাপাশি বাড়তি আয় করতে চান, তাহলে নিশ্চিন্তে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।
500px app
500px অ্যাপ আরেকটি দিনে ৫০০ টাকা আয় করার বিকল্প অ্যাপ হতে পারে। এটি একটি মোবাইল অ্যাপ যেখানে ছবি বিক্রি করে টাকা আয় করা যায়। এই অ্যাপে আপনি একাউন্ট খুলে আপনার মোবাইলে তোলা যে কোন ধরনের মানসম্মত ছবি আপলোড করার মাধ্যমে ইনকাম করতে পারবেন।
আপনি যদি মোবাইলে ছবি তোলায় দক্ষ হন তাহলে এই সুযোগটি এখনই কাজে লাগিয়ে এই অ্যাপ থেকে টাকা আয় করা শুরু করুন। আপনার তোলা ছবি যখন এই অ্যাপে আপনি আপলোড করবেন, তখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছবিগুলো দেখে যখন এই অ্যাপের মাধ্যমে আপনার ছবিটি ক্রয় করবে তখন আপনার একাউন্টে টাকা জমা হবে।
তাই আপনি যত বেশি কোয়ালিটি সম্পন্ন ছবি আপলোড করবেন তত বেশি আপনার ইনকাম হবে। এই অ্যাপ থেকে অর্জিত টাকা আপনি payoneer এর মাধ্যমে বিকাশে উত্তোলন করবেন।
CashBoss: Earn Cash & Recharge
CashBoss অ্যাপটি ক্যাশ টাকা আয় এবং আপনার মোবাইল রিচার্জ এর জন্য দুর্দান্ত একটি অ্যাপ হিসেবে এখানে কাজ করতে পারেন। বর্তমানে অ্যাপটির প্রায় ২ মিলিয়ন এর বেশি ব্যবহারকারী রয়েছে। এই অ্যাপটি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে গুগল প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন।
এই অ্যাপে আপনি বিভিন্ন টাস্ক গুলো সম্পন্ন করে টাকা ইনকাম করতে পারবেন। যেমনঃ ফ্রি গেম খেলে, কুইজ খেলে, স্পিন করে টাকা আয় করতে পারবেন। আপনি যত বেশি টাস্ক সম্পন্ন করতে পারবেন তত বেশি আপনি স্পিন খেলে প্রতি স্পিনে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত ইনকাম করতে।
এছাড়া প্রতিটি বন্ধু রেফার এর জন্য আপনি ৫ টাকা করে আয় করতে পারবেন। এভাবে আপনি নিয়মিত কাজ করলে সহজে দিনে ৫০০ টাকা আয় করে Cash Prize মোবাইল রিচার্জ বা paytm এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
Google Opinion Rewards app
আপনি কি দিনে ৫০০ টাকা ইনকাম করার জন্য বিশ্বাসযোগ্য কোন অ্যাপস ব্যবহার করতে চাচ্ছেন? তাহলে Google Opinion Rewards অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন। এটি মূলতঃ একটি গুগল সার্ভে করার অ্যাপ যেখানে আপনার ভ্রমণ সংক্রান্ত অভিজ্ঞতা লিপিবদ্ধ করার জন্য টাকা ইনকাম করতে পারবেন।
এই অ্যাপটি যেহেতু গুগল সার্ভিসেস অ্যাপ তাই এটি শতভাগ রিয়েল ও কার্যকরী ডেইলি ৫০০ টাকা ইনকাম করার জন্য। আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে সার্চ দিলে সহজে এই অ্যাপটি পেয়ে যাবেন। অ্যাপটি আপনার মোবাইলে ইন্সটল করার পর ভিপিএন সংযোগ করে কান্ট্রি হিসেবে ইউএসএ সিলেক্ট করে কাজ শুরু করতে পারবেন।
Sweet Bitcoin app
Windfarm app
Yumchek app
Metro Opinion Survey Rewards
দিনে ৫০০ টাকা ইনকাম করার রিয়েল উপায়
- কপি পেস্ট করা
- ডাটা প্রসেসিং
- ডাটা ক্লিনজিং
- ডাটা মাইনিং
- ট্রান্সক্রিপশন
- ফরম ফিলাপ
- কন্টেন্ট ক্রিয়েশন
- ইমেজ ট্যাগ
- অ্যাপ টেস্ট
- সার্ভে করা
- ক্যাপচা পুরণ করা
- Fiverr.com
- Upwork.com
- Guru.com
- Trulancer.com
- Freelancer.com
- People per Hour
- 2 Captcha.com
- Flexjob.com
- Workana.com
- Scribie.com
উপরে উল্লেখিত প্রতিটি সাইটে রেজিস্ট্রেশন করার মাধ্যমে একাউন্ট ক্রিয়েট করে ডাটা এন্ট্রি কাজ শুরু করতে পারবেন। ডাটা এন্ট্রি কাজ করার জন্য প্রথম দিকে যেহেতু কিছুটা দক্ষতার প্রয়োজন হবে, তাই আমি বলব কাজটি শিখে তারপর শুরু করুন। কাজ করতে করতে এক সময় এই কাজে দক্ষ হয়ে উঠলে দিনে ৫০০ থেকে ১০০০ টাকা ইনকাম করা আপনার জন্য সহজ হয়ে যাবে।
ডাটা এন্ট্রি জব কাজ শেখার জন্য যে কোনো প্রতিষ্ঠানে স্বল্পমেয়াদি কোর্স করে নিতে পারেন অথবা বর্তমানে ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন ডাটা এন্ট্রি সম্পর্কে। ডাটা এন্ট্রি শেখার জন্য এই ভিডিও গুলো অনেক কার্যকরী। মোটকথা, আপনি যদি ধৈর্য ও কিছুটা সময় নিয়ে ডাটা এন্ট্রি কাজ শিখতে পারেন, তাহলে অন্যান্যদের মতো আপনিও এক সময় মাস শেষে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
ফ্রি টাকা ইনকাম apps Bangladesh
ফ্রি টাকা ইনকাম apps bangladesh সম্পর্কে আপনি কি জানতে আগ্রহী, তাহলে দেরি না করে আর্টিকেলের এই অংশটি পড়ে জেনে নিন। অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করার প্রচুর বাংলাদেশি অ্যাপস রয়েছে। শুধু আপনাকে সঠিক অ্যাপ সম্পর্কে জেনে কাজ শুরু করতে হবে।Color Khela app: রং বাছাই এর এই খেলাটিতে আপনার বেছে নেওয়া অপশন যদি ঠিক হয় বা তাদের বেছে নেওয়া রঙের সাথে মিলে যায় তাহলে আপনি প্রাইজ বা অর্থ পাবেন।
Taka Gor app - টাকা ঘরঃ গেম খেলে, ভিডিও দেখে, অংক করে এবং আরও বিভিন্ন বিকল্পে নিজের ইনকাম বাড়ান এই অ্যাপ দিয়ে।
Uber app: বর্তমানে অনলাইন থেকে বাংলাদেশী যে অ্যাপ থেকে টাকা ইনকাম করার সুযোগ পাবেন সেটি হল Uber app. উবার অ্যাপে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে অ্যাপে দেওয়া কাজ গুলো করে সহজেই টাকা ইনকাম করা শুরু করতে পারবেন।
Pathao app: বাংলাদেশে আরেকটি টাকা ইনকাম করার জনপ্রিয় এফ হলো পাঠাও অ্যাপ। পাঠাও জনপ্রিয় একটি কুরিয়ার সার্ভিস কোম্পানি। তবে পাঠাও এর গ্রাহকদের এই অ্যাপ ব্যবহার করার মাধ্যমে বর্তমানে টাকা ইনকাম করার সুযোগ দিচ্ছে।
Bkash app: বিকাশ অ্যাপের বিভিন্ন অফার গুলো ব্যবহার করে ইনকাম করা যায়। এছাড়া এখানে গেম খেলে, লটারি খেলে টাকা ইনকাম করার সুযোগ রয়েছে।
guru app: এটি একটি বাংলাদেশী জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। এখানে আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং কাজ করে সহজে ইনকাম করতে পারবেন।
Youtube app: আপনি ইউটিউব চ্যানেল বানিয়ে ভিডিও আপলোড করে ভিডিও এর মাঝখানে অ্যাড দেখিয়ে ইনকাম করতে পারেন। এছাড়া ইউটিউব এর পার্টনারস প্রোগ্রামে যুক্ত হয়ে এফিলিয়েটিং মার্কেটিং ও স্পন্সরশিপ করে ইনকাম করার একটি দারুণ বিকল্প পাবেন এখানে।
Facebook app: আপনার ফেসবুক বা ফেসবুক পেজে ভিডিও বানিয়ে তা আপলোড করে, কনটেন্ট বানিয়ে, ফেসবুক মার্কেটিং করে, অ্যাফিলিয়েট করে, পেজ ম্যানেজ করে এবং আরো অনেক ভাবে ফেসবুক অ্যাপ থেকে ইনকাম করতে পারবেন।
Daily Taka app - প্রতিদিন টাকাঃ ডেইলি টাকা অ্যাপে আপনি গেম খেলে, বন্ধুদের রেফার করে ও অ্যাপ এ থাকা ধরনের নির্দিষ্ট কাজগুলো সম্পন্ন করার মাধ্যমে ইনকাম করতে পারবেন।
Food Panda app: বর্তমানে আপনি বাংলাদেশের এক ফুডপান্ডা অ্যাপ ব্যবহার করে ইনকাম করার সুযোগ পাচ্ছেন। ফুডপান্ডা অ্যাপে দেওয়া কাজগুলো করে সহজে আপনি টাকা ইনকাম করতে পারেন।
Quiz Khelo app - টাকা পুরস্কার নাওঃ অ্যাপের ডিসক্রিপশন অনুযায়ী, বাংলাদেশ বিষয়ক সাবজেক্ট প্রশ্ন করা হবে কুইজে এবং কুইজের প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য আপনি প্রাইজ জিততে পারবেন।
Swagbucks app: সহজ সার্ভে সম্পন্ন করার পাশাপাশি গেম খেলে, মাইক্রো টাস্ক পূর্ণ করে এবং রেফারেল প্রোগ্রামের মাধ্যমেও ইনকাম করার সুযোগ রয়েছে সোয়াগ বাক্সে।
Toluna app: সোয়াগ বাক্সের আরেকটি বিকল্প তলুনা যেখান থেকে আপনি সার্ভে কমপ্লিট করে এবং রেফারেলার প্রোগ্রাম এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।
Google Opinion Rewards app: গুগলের নিজস্ব অ্যাপে বিভিন্ন সার্ভে কমপ্লিট করে আপনি এখান থেকেও টাকা ইনকাম করতে পারবেন
Rokomari app: রকমারি বাংলাদেশের একটি জনপ্রিয় ই-কমার্স সাইট. রকমারি থেকে বিভিন্ন উপায়ে আপনি ইনকাম করতে পারেন। যেমন: এখানে আপনি এফিলিয়েটিং মার্কেটিং করে ইনকাম শুরু করতে পারবেন।
passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;
comment url